পাতা:প্রবাসী (ত্রয়োবিংশ ভাগ, প্রথম খণ্ড).djvu/২৩৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

২e e SAMAMAAAS AAASASAAAAAS SAAAAAA AAAA SAAA AAAA AAAAS eS eMSMSM SMS SS প্রমাণ নয়, সুরুচিসঙ্গতও নয়। তাতে আন্তরিকতা থাকৃতে পারে, কিন্তু সত্য-সুন্দরের প্রতিষ্ঠায় শুধু জান্তরিকত নয়, সূক্ষ্মদৃষ্টি ও ধ্যান-ধারণার দরকার । কবিত্ত্ব জিনিষটা প্রাক্তন সংস্কার, সহজাত শক্তি ; কাৰ্যরসগ্রাহিতাও তাই ; এই সহজ শক্তিরও উন্মেষ হওয়া চাক্ট, এটারও মার্জন ও সংস্কার করতে হয়। সাময়িক সাহিত্যে রুচি ৪ আদর্শের যে অধোগতি দেখা যাচ্ছে, তাতে সত্যনিষ্ঠ ও স্বন্দরসাধক না হ’য়ে সমালোচনার কাজে হাত দিলে অনাচার আরও বেড়ে যাবে। ভালো লাগলেই উচ্ছসিত হয়ে ওঠা, মন্দ লাগলেই কটুক্তি করা যাদের স্বভাব, ব্যক্তিগত রুচির অহঙ্কার যার ত্যাগ করতে পারেন নি, র্যাদের প্রবালী--জ্যৈষ্ঠ, ১৩ee [ ২৩শ";১ম খণ্ড । সমালোচনা করবার প্রবৃত্তি স্কাছে কিন্তু যোগ্যতা নেই, সেই-সত্ত্ব স্বয়ংসিদ্ধ সমালোচকেরা যেন মনে রাখেন, কাব্যসমালোচনা ও এক রকমের সভ্যনির্ণয়, এও সাধনার অপেক্ষ রাখে, এবং সকল সাধনাতেই বৈজ্ঞানিকের মত সত্যজিজ্ঞাসা, নিৰ্ভীকতা, আত্মসংযম ও নিষ্ঠা চাই । একাজের জন্যেও বহুদশী হ’তে হবে, নানা তত্ত্বের আলোচন৷ অনুশীলন করতে হবে, রাগদ্বেষ-বর্জিত হতে হবে। যদি কেউ নিজের মধ্যে এই-সকল গুণের নিশ্চিত পরিচয় পেয়ে থাকেন তবে শুদ্ধ ও শুচি হয়ে সাহিত্য-সমালোচনায় অগ্রসর হোন, তাতে বাংলা সাহিত্যের শ্ৰীবুদ্ধি হবে, লিঞ্জে ও পুণ্য সঞ্চয় করবেন । শ্ৰী সভ্যসুন্দর দাস পূৰ্ব্বস্মৃতি 羈 চাদের আলো! বনের কুহুম ! দপিন বায় ! তোমরা আমার কে হও আজি বলবে তায় ? স্থধার ধারে মাতাল করে কুমুদ্রনাথ ! মলয়-অনিল স্কুবাস গানে ভরাও রাত । গুল, করবী ! শোভায় বিভোর করলে চোখ ! তোমরা আমার কোন জনমের আপন লোক ? বেল চামেলী ! আমের মুকুল ! বসন্তু ! অরুণ-রাঙা অশোক আধেক ফুটন্ত ! * বকুল-বনের পরাগ-মাত মধুপ-কুল । যুষ্ট মাধবী ! স্বর্ণলতা ! নেবুর ফল ! শিশির-ভেজ। নবীন তৃণ হরিং বন । আপন দানে ভরলে কেন আমার মন ? আলতা-রাঙা নতুন পাতা ! মেঘের লাল ! কোকিল ! নব দেবদারু তাল । শিরীষ শাল ! দীঘীর শীতল গভীর সলিল ! গ্রামের পথ । রাখাল-ছেলের বাউল স্বরের বঁাশীর গৎ । পল্লী-বাটের নদীর ঘাটের সকাল সাৰ ! তোমরা আমার কে হও তা কি বলবে আজ ? শিউলী টগর ! কুন্দকলি ! কাশের ফুল ! শরংকালের সোনার আলো ! সাগর-কুল ! তোমরা আমায় বাধলে প্রাণে কোন টানে ? কোন জনমে ছিলাম প্রিয় কোন খানে ? কোন্‌ কুহকে করালে কোন মদির পান ? কোন কারণে বাস্লে ভালো আমার প্রাণ ? আষাঢ় দিনের সজল কাজল বাদল মেঘ ! ঝিলিক-ঝলস্ ! দেয়ার গুরু ! ঝড়ের বেগ । কদম কেয়। কুটজ বারির অঝোর পাত ! সিক্ত মাটির গন্ধ! ওগো শ্রাবণ-রাত । ভগ্ন কুঁড়ের পবন-কাপ মৃদুল দীপ ! কাজরী-গানের ঝুলন-বাধা ফুলন নীপ ! ভাদর-গাঙ্গের উজান-ভরা উছাস বান !. খেয়া বাওয়ার ঐ তরণী । মাঝির গান ! দম্বকা হাওয়ার ঝাপটা-লাগা মুক্ত দ্বার ! বিজন পথে ওই যে ফুলের ছিন্ন হার ! স্মৃতির মাঝে জড়িয়ে তোরা চিরন্তন ! তোমরা আমার কোন জনমের জাপন জন ? ঐ লীলা দেবী