পাতা:প্রবাসী (ত্রয়োবিংশ ভাগ, প্রথম খণ্ড).djvu/৩৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

२३ ‘পাহাড়ে সজিনার শাক আছে, তুলতে পারছি ঘরের কোণে মুরগীট রয়েছে, ভগ্নীপতি নেই যে মেরে দেয় ।” * - * এ গানটা শুনলে এরা হেসে অস্থির হয়ে পড়ে। মোটের উপর আমরা যা দেখতে পাচ্ছি, তাতে বোঝা যাচ্ছে যে এই ভাষাটাকে বেশ একটা লিখবার ভাষায় পরিণত করতে পারা যায় যদি অক্ষরগুলো তৈরী হয় । প্রবাসী-বৈশাখ, ১৩৩০ [ ૨ડન કિfm,-કમ ૧૭ همه این عیبی همتیمیه ۶یه অক্ষর-তৈরী সম্বন্ধেও একটু গোল আছে । আমাদের অক্ষরে লিখলে, সব কথার উচ্চারণ ঠিক হবে না। দু-একটা অক্ষর বদলাতে হবে। যেমন ‘পেয়েছিস্—aামূলেয়া ? এর বানান ‘প্ল' দিলে কতকটা হয়, কিন্তু এর যেনাকের ভিতর থেকে একটা স্বর বা’র করে, তা হয় না । ঐ কালীপদ ঘোষ রাজপথ [ s ] তাজমাসের শেষ সন্ধ্য হইয়া আসিয়াছিল, কিন্তু স্বৰ্য্য *াস্তমিত হইবার পূৰ্ব্বেই পূৰ্ব্বাকাশে স্ববৃহৎ গোলাকার চঞ্জ উঠতেছিল। বিভিন্ন দুইদিক্ হইতে আকাশপ্রদীপদ্বয়ের দ্বিবিধ কিরণসম্পাতে শিবপুরের সব জিবাগ (বোটা:নিকাল গার্ডেন) সহসা পরীরাজ্যের মত বিচিত্র হইয়৷ ऐनि । . বিমানবিহারী মুগ্ধনেত্রে ক্ষণকাল উদয়োম্মুখ চন্দ্রের প্রতি চাহিয়া থাকিয়া বলিল, “বা, আজ যে পূর্ণিমা তা' ত মনে ছিল না! আর খানিকট থেকে জ্যোংস্কাটা একট উপভোগ করলে হয়।" বিমলা উৎফুল্প হইয়া ইছিল, “ষ্ঠ্য বিমানদ, তাই করুন। জ্যোৎস্ব ভাল করে উঠলে খানিকট বাগান বেড়িয়ে তবে যাওয়া যাবে।” লির অপূৰ্ব্ব রমণীয়তায় সকলেই মুগ্ধ হইয়৷ গিয়াছিল ; তথাপি স্বমিত্রা কহিল, “কিন্তু গেটু যদি বন্ধ করে দ্যায়?” সুরমা কহিল, “তা কখনো দেবে না । গেটে আমাদের মোটর রয়েছে ; আমরা না বেরুলে কখন গেট বদ্ধ করে দিতে পারে ?” বিমানবিহারী সহস্যে কহিল, “যদিই দেয়, গেট খুলিয়ে নিলেই হবে। বন্দী হয়ে সমস্তরাত বাগানে কাটাবে মা, ঙ নিশ্চয়।” এইটুকু বিচার-বিতর্কে সন্তুষ্ট হইয়া সকলে সামনাসামনি-রাখা দুইখানি বেঞ্চে বসিয়া পড়িল । সন্ধ্যা হইয়া আসিতে বাগানটি সৰ্ব্বদিকেই জনশূন্ত হইয়া আসিতেছিল, বিশেষতঃ গেট হইতে সুদূর এ অঞ্চলে বিমান ও তাহার সঙ্গিনীত্রয় ভিন্ন অন্য কোনও প্রাণীর চিহ্ন পৰ্য্যন্ত ছিল না । এই তিনটি তরুণী পরস্পর সম্পর্কে সহোদর ভগিনী। ইহাদের পিতা প্রমদাচরণ ঘোষ অবসরপ্রাপ্ত ডেপুটিম্যাজিষ্ট্রেট, পেন্সন লওয়ার পর হইতে কলিকাতার গৃহে বাস করিতেছেন। জ্যেষ্ঠ কন্যা স্বরমার তিনবৎসর বিবাহ হইয়াছে ; বিমানবিহারী তাহার দেবর । বিমানবিহারী একজন নবনিযুক্ত ডেপুটি-ম্যাজিষ্ট্রেট এবং অবিবাহিত। বিমানের সহিত প্রমদাচরণের মধ্যম কন্যা স্থমিত্রার বিবাহের কথা কিছুদিন হইতে চলিতেছে। . এই সঙ্কল্পিত বিবাহে উভয় পক্ষে প্রায় সকলেরই ইচ্ছা আছে, তবে পাত্রপক্ষে স্বয়ং পাত্রের এবং কষ্ঠাপক্ষে কন্যার মাতা জয়ন্তী । দেবীর আগ্রহ সৰ্ব্বাপেক্ষা অধিক । অদ্যকার বোট্যানিকাল গার্ডেন ভ্রমণ ব্যাপারে বিমানবিহারীর প্রণয়পীড়িত মনেরও পক্ষে আনন্দের উপায়ূন: কম ছিল না; কিন্তু তাহার উৎসাহব্যাকুল হৃদয়, ধনীগৃহে ভোজে আস্থত দরিত্রের মত, কিছুতেই সীমার মধ্যে সংরুদ্ধ থাকিতে পারিতেছিল না। তাই বেঞ্চে বসিয়াই সে হৃষ্টচিত্তে কহিল, “বিমলা, সেই গানটি গাও ত—সন্ধ্যা এল ঘনাইয়া দিনের আলো আঁধার করি'—”