পাতা:প্রবাসী (ত্রয়োবিংশ ভাগ, প্রথম খণ্ড).djvu/৪০

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

১ম সংখ্যff: তার জন্যে এই একৰি কৃতজ্ঞতা প্রকাশের স্থযোগ আমাদের না দিলে নিষ্ঠুরতা হবে।” এই উপকার স্বীকার ও কৃতজ্ঞতা প্রকাশের স্বল্পষ্ট' উল্লেখের বিরুদ্ধেও স্বরেখর একটি কথা বলিল না। ভত্তি ও প্রশংসা, নিশৰে বেন করিতে সে যেমন অপটু, সশনে উদিগরণ করিতেও তাহার তেমনি বাধে, তাই কেনোপ্রকার অপ্রয়োজনীয় বিনয় প্রকাশ না করিয়৷ সেমৃদ্ধ হাসিয়া কহিল, “এমনই যদি হয়, তা হ'লে না হয় ক্ষেরাই যাক।” . সুরেশ্বরের কথা শুনিয়া বিমান হৃষ্টচিত্তে শোফারকে গাড়ীতে টাট, দিতে আদেশ করিল। .. এতক্ষণ প্ৰাহ কাহার ৪ দৃষ্টি আকর্ষণ করে নাই, গ্যাসালোকে সহসা তাহ দেখিতে পাইয়া কুমিত্র সভয়ে বলিয়৷ উঠিল, “ঈশ, আপনার হাত যে ভয়ানক কেটে গেছে!” হয়েশ্বর তাহার দক্ষিণ হস্ত চক্ষের নিকট তুলিয়া দেখিয়া স্মিতমুখে কহিল, "না, তত বেশী কাটে নি। ছুরিখানা কেড়ে নেবার সময় একটু লেগে গিয়েছিল।” • . বিমান ব্যস্ত হইয়। স্বরেশ্বরের হস্ত নিজ হস্তে লইয়৷ পরীক্ষা করিয়া দেখিয়া বলিল, “এ একেবারেই একটু নয় ! এখনও রক্ত বন্ধ হয় নি ; যতক্ষণ ভাল ব্যবস্থা না করা যাচ্ছে ততক্ষণ অন্ততঃ একটা জলপটি দেওয়া যাক।” ক্ষতটা যে নিতান্ত উপেক্ষা করিবার মত সামান্ত নষ্ঠে, ভাঃ স্বরেশ্বর ৪ বেদন ও রক্তপাতের দ্বারা বুঝিতে পারিতেছিল। ভাই জলপটি দিবার প্রস্তাবে সে আপত্ত্বি করিল না । জল নিকটেই ছিল, শুধু একটা পটি পাইলেই হয়। বিমান নিজ পকেট হইতে রুমাল বাহির করিয়া পরীক্ষা করিয়া দেখিয়া বলিল, “না চলবে না, এ একটু অপরিষ্কার ইয়ে গেছে, ক্ষতি হ’তে পারে। বিমানের কথা শুনিয়া সুমিত্র তৎক্ষণাং নিজ রুমাল বিমানের হন্তে দিয়া কহিল,"আমার রুমাল নিন, একেবারে ধোপার বাড়ীর পাটভাঙা ।” রাজপথ : AMAMMAMAM AeeeAAA AAAA SAAAA SAS A SAS A SAS SSAS SSAS عح’ه ہم^عحصہ صحصیحی حمد۔ یہ ہی ہی..یے

  • g

സസർ عم ۔ مبہم یہ-- یـہ - ب - م یہ ۔ সুমিত্রার রুমাল স্তে লইয়৷ দেপিয়া বিমান বলিল, "র্হ্য, এ বেশ চলবে । আসুন স্বরেশ্বর-বাৰু ভাল করে বেঁধে

  • केि "

মুরেশ্বর বিমানের ছন্ত হইতে সুমিত্রার রুমালখানা लहेश श्हे अत्रूनैौद्र ~** निबिडेव्हिड खांश : गन्नैौक করিয়া বিমানকে প্রত্যপণ করিল। তাহার পর কুমিল্লার দিকে চাহিয়া সবিনয়ে কহিল, “আমার আস্তরিক ধন্যবাদ জানবেন, কিন্তু আপনার মূল্যবান আইরীশ লিলেনের কোন দরকার নেই, দেখুন আমি সহজেই ব্যৱস্থা করে নিচ্ছি।" বলিয় তাহার পরিহিত উত্তীয়ের একপ্রাঙ্ক ইষ্টতে খানিকটা বন্ধ চিড়িয়া বিমানের হন্তে দিয়া বলি; “এই দিয়ে বেঁধে দিন।” . ** বিমান দুঃখিত স্বরে বলিল, “আছা চারটা tw ফেলেন। রুমালথান দিয়ে বাধলেই তহত । রুমাল দিয়া বাধিলে কেন হইত না তা"িবিমান না বুঝিলেও স্বমিত্রা বুঝিতে পারিল। পরীক্ষা করিয়া রুমালখানা বিদেশী কল্পনা করিয়াই যে স্বৰ্গেশ্বর তাছা গ্রহণ করিল নী, তদ্বিষয়ে প্রমাণ কিছু না ধাকিলেঞ্জ স্বমিত্রা নি:সংশয়ে তাহা অনুমান করিল। श्र्षक्लब প্রত্যাখ্যান-বাণীর মধ্যে "মূল্যবান কথাটা যে কেবলমাত্র সাস্বনা এবং “আইরীশ লিনেন" কথাটাই যে পরিনির্দেশক সত্য, তাক বিনা বিতর্কেই বুঝিতে পারিয়া কুমিত্র বিমানের সহিত দুঃখপ্রকাশে কোনপ্রকার যোগ না দিয়া নিকবর রছিল। সদ্যপ্রাপ্ত উপকারের জন্ত স্বরেশ্বরের প্রতি অমিত কতজ্ঞতা বহন করিয়াও সে এই প্রচ্ছন্ন আঘাতে মনে মনে ঈষৎ ক্ষুব্ধ না হইয়া, থাকিতে পারিল না । s sলপটি বাধা হইলে মোটরে করিয়া সকলে কলিকাতা রওনা হইল। ( ক্রমশ: ) , ঐ উপেন্দ্রনাথ গঙ্গোপাধ্যায় -