পাতা:প্রবাসী (ত্রয়োবিংশ ভাগ, প্রথম খণ্ড).djvu/৪৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

১ম সংখ্য ] : , ছোট মেয়েৱ মত মাধৰী উৎসাহের সঙ্গে বলিয়া ল,—ই, আমিও ধাৰ । - & , রমলা : ২৯ AMMMM SSS SSMMM MM MMAMAMMMJSAMMMMMAAAA SAS SSAS SSAS SSAS SSAS SSAS SSAS SSAS SSAS SSAS SSAS SSAS SSAS SA AeeS ee Me TAAA AAAA AAAASASASS هایی هه جیهخصیخیصیهاحیه গেল। মেঘঘন আকাশ প্রেমিকের সরল দৃষ্টির মত শূন্তবাড়ীর উপর চাহিয়া রহিল। . • : ' ( ૭૭.) . . . . চেক্ষুকটা ঘরের কাপেটে ফেলিয়া দিয়া যতীন বলিল, —আচ্ছা, তবে এস, জামিষ্টিমূলাঞ্চটা ঠিক করে' রাখতে বলেছি। " <據 খোলা জানল দিয়া মেঘের ভ্ৰকুটির দিকে চাহিয়৷ মাধবী ধীরে বলিল,- এক্ষুনি ? ঝড় আসছে সে। ঈrড়াষ্টয় উঠিয়া যতীন বলিল,—তবে থাক, আমি চললুম। - মাধবী যতীনের দীপ্ত মুখের দিকে চাহিয়া বলিল,—ন, ন, আমিও যাব, দাড়াও । মাধবীর পিঠ চাপড়াইয়া যতীন বলিল,—শীগগির এস, কিছু সাজ করতে হবে না, শুধু কয়েকখানা কাপড় নিয়ে এস । _ ছোটমেয়ের মত লাফাইতে লাফাইতে মাধবী ঘর হইতে বাহির হইয় গেল। নিজের ঘরে ছুটয়া গিয়া, সম্মুখে যে-কাপড়জামা পাইল, তাহাই এক সাদ আলোয়ানে জড়াইয়া পূটলী করিয়া বগলে চাপিয়া নাচের তালে চুল দোলাইতে দোলাইতে বাহিরে ছুটিয়া আসিল । দ্বারের কাছে শচী তুষিতের মত দাড়াইয়া আছে। তাহাকে দেখিয় মনে পড়িল, তাহার সহিত বায়ঙ্গোপ যাইবার কথা ছিল বটে। শচী অবাক হষ্টয়া বলিয়া উঠিল,-কি মাপণী দি, এত ছুটোছুটি ? দিন পুট্‌লীট । মাধবী মধুর হাস্তে পুট্‌লী দোলাইয়। বলিয়া উঠিল,— Oh Sachi ! wild life ! forest : হতভঙ্গ হইয়। শচী মাধবীর দিকে চাহিল। তাহার গালে দুই টুসকি মারিয়া সিংহের গর্জনের নকল করিয়া মাধবী ডাকিয় উঠিল,—ঘাউ, ঘাউ–জঙ্গলে চললুম, la—ta— স্নিগ্ধ চোখে তাহার দিকে চাহিয়৷ মাধবী স্বামীর পাশে মোটরে লাফাইয়া গিয়া বসিল। , হীরাসিং মোটর ছটাইল । गौत्व बिनाबक्स्। उक्५ भूक्ष मृद्घि त्कि छश्बि शरङब्र बगाजशानि न " ন " অন্ধকারে মিশাইয় আবার হাজারিবাগের সেই বাড়ীতে। বহুদিনের অযত্নে বাড়ীখানি পোড়ে দেখাইতেছে, রক্তের মত লাল রং ঝরাপাতার মত কালো হইয়া আসিয়াছে, সমস্ত বাড়ীপানি যেন কোন মধুরদিমের উদাসস্থতি-কোথাও গাছ ভাঙিয়া পড়িয়াছে, কোথাও বালি খসিয়া গিয়াছে, লাল কাকরের পথে ঘাস জন্সিয়াছে, ফুলের বাগান জীগাছাপরগাছায় ভরিয়া উঠিছে। ঘরে ধুলো জমিয়াছে, কার্পেট ছিড়িয়া গিয়াছে দেওয়ালের রং মলিন হই, গিয়াছে । - . . . ,、苓 রজতের প্রায় দিন পনের হুইল এই शङ्गैरड আসিয়াছে। দোতলার ধুলোভর ঘরগুলো তালাবদ্ধই রহিয়াছে, সেই ঘরগুলির স্বপ্রচুর ধুলা ঘাটিয়া পরিষ্কার করিতে রমলার খুব ইচ্ছা থাকিলেও তাহার জার সে । শক্তি নাই। নীচের বড় ড্রয়িং-রুমটা পরিষ্কার”ৰরিয়ান্ট বসিবার শুইবার গাইবার ঘর করা হইয়াছে। শুধু কাজীসাহেব তার পুরাক্তন ঘরে গেছেন । . . . সুন্দর সকালবেলা। ভুট-রুমটা মধুর উজ্জ্বল জালোঙ্ক ভরিয়া উঠিয়াছে । পিয়ানোর ঠিক উল্টোদিকের কোণে এক ছোট মাৰ্ব্বেল টেবিল মিরিয়া বসিয়া খাওয়া হষ্টতেছিল। রমলার এক পাশে রজত, আর-এক পাশে পোক বসিয়া ; তাহার উল্টাদিকে কাজীসাহেল খুকীকে কোলে করিয়া । কাজীসাহেবের চেহারার খুব বেশী পরিবর্তন হয় নাই, - শুধু গেৰুড়ান দীর্ঘ চলগুলি সব প্রায় পাকিয়া সাধু হইয়া । গিয়াছে, শ্মশ দীর্ঘ শুভ্রবর্ণ, চোপের জ্যোতি একটু তীক্ষ, পঙ্ক আম্রের মত মৃগের লাবণ্য, রক্ত যেন ফাটির পড়িতেছে। তিনি খুকীকে কোলে করিয়া ফিডিং বোতল ধরিয়া দুধ খাওয়াইতেছিলেন । রঞ্জতের দেহ শীর্ণ হইয়াছে, কপালে কয়েকটি চিন্তায় দুঃখের রেখা টান, চোখের কোলের কালি চশমার কাচ দিয়া দেখা যাইতেছে, হাত-পাগুলি একটু সরু হইয়াছে, গলায় কয়েকটি ধমনী স্ফীত দেখা যাই ত্রে:ছ রমলার