পাতা:প্রবাসী (ত্রয়োবিংশ ভাগ, প্রথম খণ্ড).djvu/৬৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

১ম সংখ্যা ] - ~ নিনেভা নগরের ধ্বংসাবশেষ —বাগদাদের নিকট প্রাচীন, জীর্ণ প্রাচীরগুলি ধ্বংস করেন এবং তাহাতে যে উন্মুক্ত স্থান পা গুয়া যায়, তথায় সাধারণের জন্য উদ্যান ইতাদি নিৰ্ম্মাণের বন্দোবস্ত করেন। তিনি বাগদাদের আরও অনেক উন্নতি সাধন করেন । নাজিম পাশ। ১৯০৯ ) একবৎসরেরও কম বাগদাদের শাসনকৰ্ত্তত্ব করেন। তিনি ও ইহার কিছু কিছু উন্নতি সাধন করেন । তংপরে শেষ ওমালি পলিল পাশাপ দ্বারা ও বাগদাদেব যথেষ্ট উন্নতি হইয়াছিল। ১৯১৬ সালে পলিল পাশ বাগদাদের উত্তর হইতে দক্ষিণ পর্য্যন্ত একটি বড় রাস্ত তৈয়ার করেন । ইহার জন্য অনেক গৃষ্ঠাদি নষ্ট হওয়ায় ইনি লোকের অপ্রিয় হইয় পড়েন। ইনি এই রাস্তা শেষ করিয়৷ বাইতে পারেন নাই । ১৯১৭ সালে বাগ দ্বাদ অধিকার করিয়৷ ইংরেজের ঠত। শেস করেন। ১৯১৭ খ্ৰীষ্টাব্দ পয্যন্ত বাগদাদ তুকীদিগের শাসনাধীন ছিল। এই সালের ১১ই মার্চ ইংরেজ সৈন্য বাগদাদ অধিকার করে। বর্তমানে ইংরেজের পুতুল, হেজাজের রাজপুত্র রাজা ফয়জুল. সিরিয়া হইতে বিতাড়িত হইয়৷ আসিয়া বাগদাদে ইংরেজের অধীনে খেলাঘরের রাজত্ব করিতেছেন । বৰ্ত্তমান বাগদাদ তাইগ্রিস্ নদীর উভয়তীরে অবস্থিত। পৰ্ব্ব তীরেই প্রধান সহর ও সমস্ত সৰ্বকারী গৃহাদি। পশ্চিমতীরে প্রাচীন সম্বরের ধ্বংসাবশেষ ক্ষুদ্র সহর ; বর্তমানে অফিসাদির জন্য অনেকট প্রাধান্ত লাভ করিয়াছে। এই দুই সহর দুইটি পুলের দ্বারা সংযুক্ত, 8> একটি ইংরেজদের দ্বারা নিৰ্ম্মিত, বিস্তৃত ও স্বন্দর। অপরটি প্রাচীন তুকী পুল, অপেক্ষাকৃত সঙ্কীর্ণ ও অন্বন্দর। তুর্কী আমলে ইহার দক্ষিণে আর-একটি পুল ছিল । নাজিম পাশা বাগদাদের ওয়ালি থাকার সময়ে একটা বড় ও স্বন্দর লৌহনিৰ্ম্মিত পুল তৈয়ারীর চেষ্ট করিয়াছিলেন । নদীপথে বাগদাদের দিকে অগ্রসর হইবার সময়ে দূর হইতে মনে হয় যেন নগরটি উষ্ঠানশ্রেণীর মধ্য হইতে উঠিয়াছে। নদীর ধারে ধারে খেজুর, কমলালেবু, বেদান প্রভৃতি নান-প্রকার ফলের • বাগান থাকায় নগরটিকে বেশ সুন্দর দেখায়। প্রথম যখন ষ্টীমার-যোগে বাগদাদ গমন করি, তখন দূর হইতে তাহার এই শোভা দেখিয়া মুগ্ধচিত্তে আরব্য উপন্যাসের পরীরাজ্যে কতই ন। সৌন্দৰ্য্য দেখিবার আশা করিয়াছিলাম। কিন্তু এক ধfর ভিতরে প্রবেশ করিলে, তাহার . প্রাচীন জরাজীর্ণ কুংসিত বেশ দেপিয়ু আরব্য উপন্যাসের স্বপ্ন কোথায় উড়িয়া গেল । আবদুল কাদির গিলানীব মসজিদ-বাগ দাদ প্রাচীনকালে পূৰ্ব্ব-বাগদাদে ৪টি ও পশ্চিম-বাগদাদে ৩টি তোরণ ছিল । বৰ্ত্তমানে ইহার মধ্যে বাব-এল, সবুখি ও বাব-এল মুয়াজ্জাম নামক দুইটি তোরণের চিহ্ন দেখিতে পাওয়া যায়। ইহা ভিন্ন বাব, এল তালিজম ও বাব-এল-ওয়াস্তানিরও কিছু কিছু চিহ্ন আছে। বাগদাদে বসতি অত্যন্ত ঘন । ইহাকে একটি গলির