পাতা:প্রবাসী (ত্রয়োবিংশ ভাগ, প্রথম খণ্ড).djvu/৬৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

6 e প্রবাসী—বৈশাখ, ১৩৩০ কাজিমায়ের মসজিদের অভ্যস্তুর-বাগ দাদ গোলকধাঁধা বলিলেও চলে। ইহাতে বৰ্ত্তমানে খলিলপাশার নিৰ্ম্মিত “খলিল” বা নিউ ষ্ট্রীট ও নাজিম পাশার নিৰ্ম্মিত রিভার ট্রীট মাত্র এই দুইটি বড় রাস্ত আছে। সংকীর্ণ, নীচু, অন্ধকার গলির দুইপাশে ঘনসন্নিবিষ্ট বাড়ী, আর সে বাড়ীর না আছে জানালা, না আছে বড় দরজা ; আবার তাহার উপর প্রত্যেক বাড়ীর আছে ঝুলবারান্দ-উপর হইতে যে আলে। প্রবেশ করিবে, সে পথও একরূপ রুদ্ধ। এই গলিতে প্রবেশ করিলে মনে হইবে, যেন দেওয়ালে ঘেরা আরব্য উপন্যাসের কোনও হারেমে প্রবেশ করিয়াছি—গোপন মিলন ও গুপ্তহত্য, যেন হারুণ-অল-রসিদের সময় হইতে এখানকার বাতাসকে ঘন করিয়া রাপিয়াছে, যেন প্রতিপদেষ্ট কোন ও বাগ দাদসুন্দরী Serene with argent-lidded eyes Amorous, and lashes like to rays Of darkness, and a brow of pearl Tressed with redolent elony, In many a dark delicious curl, Flowing beneath her rose-hued zone— চক্ষের সম্মুখে রূপের পসর খুলিয়া ধরিবে ; আর সত্যই যখন সেখানে কোনও দ্রুতগামিনী ইহুদী বা কালীয় [ ২৩শ ভাগ, ১ম খণ্ড স্বন্দরী রঙীন ওড়না উড়াইয়া, জালের অবগুণ্ঠনের তল হইতে অস্ফুট সৌন্দৰ্য্য বিকাশ করিয়া, চলিয়া যায়, তখন স্বপ্ন ও বাস্তবে ভ্রম জন্মিয়া যায়। বাগদাদের বাড়ীগুলি সমস্তই ঈষৎ হলদে রঙের ইটে নিৰ্ম্মিত। এখানকার • অধিকাংশ বাড়ীই ব্যাবিলন, টেলিফোন ও ওয়াসিতের ধ্বংসাবশেষ হইতে সংগৃহীত ইটের দ্বারা নিৰ্ম্মিত। বাড়ীগুলি প্রায়ই দ্বিতল । নীচের তলায় সাধারণতঃ সারদাব, রান্নাঘর ও ভাণ্ডার থাকে। প্রত্যেক বাড়ীতে গ্রীষ্মের দ্বিপ্রহর যাপন করিবার জন্য ভিত্তির কয়েক ফুট নীচে একটি গৃহ মারজান মসজিদ-বাগ দ্বাদ থাকে; ইহারই নাম সারাব। গলিপথের বাড়ীগুলির কোনও বহিঃসৌন্দর্ষ্য নাই ; তবে উপর তলায় ভিতরের