পাতা:প্রবাসী (ত্রয়োবিংশ ভাগ, প্রথম খণ্ড).djvu/৬৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

& 8 حمید حبیبر همینی احیه صمیمی .ണ്. ബി.ബ്ബ് তীর্থস্থান। ইহা ভিন্ন মুয়াজ্জামের আবুহার্ণেফার মসজিদ, মাৰ্বজান মসজিদ, হায়দরখানা মসজিদ, স্বকৃ-এল-খাজলের খলিফার মসজিদ এবং মারুফ অল-কাখির মসজিদ বাগদাদ-প্রবাসীদের নিকট পরিচিত। আবদুল কাদের গিলানীর মসজিদ কাদেরী, দরবেশ সম্প্রদায়ের প্রতিষ্ঠাত, স্বকী সাধু আবদুলকাদের গিলানীর সমাধির উপর স্থাপিত। গিলানী ১০৭৭ হইতে ১১৬৫ খ্ৰীষ্টাব্দ পর্য্যন্ত জীবিত ছিলেন । আরবী পোষক পশ্চিম বাগদাদের উপকণ্ঠ হইতে কাজিমায় পৰ্যন্ত প্রায় ৭ মাইল পথ একপ্রকার দ্বিতল ঘোড়ার ট্রাম যাতায়াত করে। এই ট্রাম ১৮৭০ খ্ৰীষ্টাবে েমিধাৎপাশা তীর্থযাত্রীগণের সুবিধার জন্য নিৰ্ম্মাণ করাইয়া দেন। ট্রামে যাইতে এ পথে অনেকগুলি স্বন্দর সুন্দর বাগান দেখিতে পাওয়া যায়। গিলানীর মসজিদ স্বল্পীগণের, কাজিমায়ের মসজিদ সিয়াগণের তীর্থস্থান। এখানে সিয়াগণের সপ্তম ইমাম মুস-ইবন-জাফর-এল-কাজিম এবং তাহার পৌত্র নবম প্রবাসী—বৈশাখ, ১৩৩০ [ ২৩শ ভাগ, ১ম খণ্ড तां★ प्रांटमञ्च भरश्लl cनौकां ইমাম মহম্মদ-ইবন-আলি-এল-জাওয়াদের সমাধি হইয়াছিল । দেশবিদেশের শিয়। মুসলমানের, বিশেষতঃ পারস্তের মুসলমানের, এখানে তীর্থ করিতে যাইয়াথাকেন। অনেক ধৰ্ম্মপ্রাণ শিয়া মুসলমান এখানে স্থায়ী বসবাসও করেন এবং এইরূপে কাজিমায় বিদেশী, প্রধানতঃ ইরাণী, মুসলমানগণের উপনিবেশে পরিণত হইয়াছে। কাজিমায়ের মসজিদটি যেমন সুন্দর, তেমনি বৃহৎ । ইহার নিকট বোধ হয়, বিখ্যাত কারবালার মসজিদও মান হইয়া যাইবে । এই মসজিদের জন্য পারস্যের শী নিয়মিত অর্থ দান করিয়া থাকেন । ইহার ২টি বৃহৎ গুম্বজ ও ৪টি স্বউচ্চ মিনার সোনার পাতে ( কেহ বলেন ১ ইঞ্চি পুরু, আবার অন্য কেহ কেহ বলেন } ইঞ্চি পুরু ) মোড়া । কাজিমায়ের মসজিদে মুসলমান ভিন্ন অন্ত কাহারও প্রবেশাধিকার নাই ; এখানকার লোকেরা এত গোড়া ও হিংস্র প্রকৃতির যে গুপ্তভাবে বা মিথ্যা পরিচয়ে প্রবেশ করাও বিপজ্জনক। সমস্ত বাগদাদে এরূপ আর কিছু দেখিবার নাই । • কাজিমায়ের নিকট তাইগ্রিস পার হইলে মুদ্রাজ্জাম