পাতা:প্রবাসী (ত্রয়োবিংশ ভাগ, প্রথম খণ্ড).djvu/৮৮৬

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৬ষ্ঠ সংখ্যা ] অজুমী বাম হইতে আরম্ভ করিয়া, বাম ভ্ৰ, বাম চক্ষু, নাসিকার অগ্রভাগ ও দক্ষিণ কোমর বরাবরে ভেদ করিয়া আসি বাহির হইয়া যাইবে । মোঢ়া - দক্ষিণ স্কন্ধের মোঢ় হইতে আরম্ভ করিয়া বাম স্তনের বেঁটার দুই অঙ্গুলী নিম্ন বরাবরে বাম বক্ষ-পার্থ ভেদ করিয়া বাহির হইয়া যাইবে । অন্তর-দক্ষিণ কর্ণমূলের দুই অঙ্গুলী নিম্ন হইতে আরম্ভ করিয়া মস্তক ও গলদেশের ঠিক সন্ধিস্থল ভেদ করিয়া বাম কর্ণমূলের দুই অঙ্গুলী নিম্ন দিয়া বাহির হইয়া যাইবে । কুচ,= দক্ষিণ পদের কজির ভিতর দিকের গিরুটি ব্যাপিয়া চারি অঙ্গুলীর মধ্যে আঘাত করিয়া একটু নিম্নমুখে বক্র ভাবে ঐ-সন্ধিস্থল বিচ্ছিন্ন করিয়া দিতে হইবে । ( যে আঘাতগুলির সঙ্গে •/// এই চিহ্ন সংযুক্ত থাকিবে তাহা “তরাসে” প্রয়োগ করিতে হুইবে ; যে আঘাতগুলির সঙ্গে // এই চিহ্ন সংযুক্ত থাকিবে তাহা “জাৰ্ব্বে” প্রয়োগ করিতে হইবে ; যে আঘাতগুলির সঙ্গে / এই চিহ্ন সংযুক্ত থাকিবে তাহা গরদেশে প্রয়োগ করিতে হইবে। যে আঘাতগুলির সঙ্গে কোন চিহ্নই থাকিবে না তাহাও মূলতঃ গরদেশেই প্রয়োগ করিতে হইবে, তবে “জাৰ্ব্ব” এবং "তরাসের”ও সামান্ত ংযোগ থাকিবে । বর্ণনা :– 顧 ১ম । লাঠি পিঠের সমান্তরাল ভাবে পিছন দিকৃ দিয়া ঘুরাইয়া হাতের মুঠ দক্ষিণ স্কন্ধের উপরে আসিলে লাঠির অগ্র-বিন্দু ক্রমে উপরে তুলিয়া হস্ত সম্পূর্ণ সরল করিয়া স্থির লক্ষ্যে “শির" মারিয়া প্রতিপক্ষের দক্ষিণ কোমর বরাবরে টানিয়া আনিয়া দক্ষিণ হস্ত নিজ বাম পার্থে আসিলে ক্রমে কনুই ভাঙ্গিয়া লাঠি উপরে তুলিয়া হাতের মুঠ বাম স্কন্ধদেশের উপরে আসিলে লাঠি ফিরাইয়া হস্ত সরল করিয়া স্থির লক্ষ্যে “মোঢ়া” মারিয়া তরাসে টানিয়া আনিয়া কচুই ভাঙ্গিয়া লাঠি পিছন দিকৃ দিয়া সামান্ত গরদেশে ঘুরাইয়া মাথার উপরে আনিয়া · প্রতিপক্ষের “শিরের" আঘাত আটুকাইবার নিমিত্ত প্রস্তুত হইতে হুইবে । লাঠিখেলা ও অসিশিক্ষা ( প্রতিপক্ষের আঘাত আটুকাইবার বিভিন্ন নাম, যথা,—রোখা, কৰ্ত্তন করা, প্রতিহত করা, ফিরান, প্রতিকার করা প্রভৃতি বিভিন্ন সময়ে ব্যবহৃত হইয়া থাকে । ) শির আটুকাইবার সময় লাঠি ঠিকভাবে ধরিলে হাতের মুঠের বৃদ্ধাঙ্গুলী নিজ মস্তকের দক্ষিণ পার্শ্ব বরাবরে প্রায় অৰ্দ্ধ হস্ত উৰ্দ্ধে ও সম্মুখে থাকিবে, এবং লাঠির অগ্রবিন্দু নিম্নমুখ হইয়া বাম স্কন্ধ হইতে বামে প্রায় অৰ্দ্ধ হস্ত দূর বরাবরে থাকিবে । লাঠি বক্ষের সমান্তরাল থাকিবে । নিম্নে ছবিতে শির আটকাইবার পদ্ধতি প্রদর্শিত হইল। শরীরের উপরে অঙ্কিত রেখাটি বরাবরে আঘাতের গতি কল্পনা করিতে হইবে । fią মোঢ়া আটুকাইবার সময় লাঠি ঠিক ভাবে ধরিলে হাতের মুঠের বৃদ্ধাঙ্গুলী দক্ষিণ স্কন্ধ-মোঢ়ের નૈઃ চারি অঙ্গুলী দক্ষিণে ও নিম্নে এবং অৰ্দ্ধহস্ত সম্মুখ বরাবরে দূরে থাকিবে । লাঠির অগ্রবিন্দু বাম স্কন্ধ-মোঢ় হইতে অৰ্দ্ধহস্ত সম্মুখ বরাবরে উদ্ধে থাকিবে। লাঠি বক্ষের সমান্তরাল থাকিবে । বিশেষ দ্রষ্টব্য –আটুকাইবার সময় সৰ্ব্বদাই নিজ রাঠি দ্বারা প্রতিপক্ষের লাঠিকে তাহার লাঠির গতির