পাতা:প্রবাসী (ত্রিংশ ভাগ, দ্বিতীয় খণ্ড).djvu/১০৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ృ లి రి অগ্নি সকলেই একে একে চিত্তে গ্রহণ করচে, ভারতবর্ষকে প্রণাম কয়চে । আমরা যদি একান্ত সত্য হয়ে ভারতবর্ষের পূর্ণাঙ্গীন মুক্তিসাধনায় শৈথিল্য না করি, শুধু ভারতকে নয়, সমস্ত জগতকে নূতনতর আশার পথ দেখাবো । আজ আর নয়, তাহ’লে সকালে শয্যা থেকে উঠতে কষ্ট হবে—অনেক রাত হয়েছে ।

এল্‌সিনোর, ডেনমার্ক ৭ই আগষ্ট, ১৯৩০ শনিবার দিন কোপেনহেগেনে রবীন্দ্রনাথের চিত্রপ্রদর্শনী খোলা হবে। এখানে খুব সাড়া পড়ে গেছে— নরওয়ে সুইডেন থেকে দলে দলে লোক রবীন্দ্রনাথকে দেখতে এবং তার বক্তৃতা শুনতে ও ছবির প্রদর্শনীতে যোগ দিতে আসচে । বড় ভাল লাগচে । স্বন্দর, খামল, সমুদ্রবেষ্টিত দেশ ; হেমন্ত ধান্তের সোনার প্রাচুর্য্যেভরা মাঠ, মন্থরभेडि পরিপুষ্ট গোরু চরচে, ঝকঝকে পরিষ্কার গ্রামাকুটার, হাসিমুখী ছেলেমেয়ে লোকজন নীল সমুদ্রের ধার দিয়ে পথে চলেচে । এখানকার গ্রামের ক্লষক পৰ্য্যন্ত রবীন্দ্রনাথের বই পড়েছে, তাকে গভীরভাবে শ্রদ্ধ করে । প্রতিদিন এমন সব দৃশু দেখি, যাতে মন বিচলিত হয়— 44 塑 殊° প্রবাসী—কাৰ্ত্তিক, ১৩৩৭ AMMMMM MMMMMMMSAASAASAASAASAASAAMMMMMMAMMAe SAMSMAMAJSMSMAMA MMAAASAAAA [ ৩eশ ভাগ, ২য় খণ্ড কোথায় সুদূরে এসেচি কিন্তু এখানেও আমাদের কবিত্বে এরা আপন বলেই জানে। সব দ্বার তিনি খুলে দিয়েচেন, যেখানেই যাই রবীন্দ্রনাথের দেশের লোক ব’লে সম্মান সমাদর পাই । Berlin, Wannse Friedrich Karlstrasse 18, ১৯শে আগষ্ট, ১৯৩• এখানে সুমধুর সময় কাটুল। এই বাড়ীর লোকেরা আমাদের আপন হয়ে গেছেন—হদের ওপর এদের বাড়ীতে আছি। আইনষ্টাইন কাছেই আছেন, প্রায়ই দেখাশোনা হয় । জাৰ্ম্মেনীর ন্যাসান্তাল গ্যালারি রবীন্দ্রনাথের পাচখানি ছবি চেয়ে নিল। হৈ চৈ পড়ে গেছে । ডেনমার্কেও ছবির প্রদর্শনী চলেচে— তদূর সম্ভব সমাদর হচ্ছে । কাল যাচ্চি জেনেভায় । এসব দেশে এলে শুধু পেঁচে যেন লজ্জ বোধ হয়, সবক্ষণ কিছু প্রতিদান দিতেই হবে ; চল চাই, বল চাই, লেখ চাই, সভায় নিমন্ত্রণে সুসজ্জিত হয়ে যাওয়া চাই । তাই নিয়ে এখন দেশের গাছের ছায়ায় নিভৃত অনাম কুটীরে বসে স্বপ্ন দেখতে চাই । এখানে যা পেলাম ধনুমনে