পাতা:প্রবাসী (ত্রিংশ ভাগ, দ্বিতীয় খণ্ড).djvu/১৩২

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

১ম সংখ্যা ] --സാ. নয়, কল্পনার ঐশ্বয্যেও কবিতাগুলি অপূৰ্ব্ব সমৃদ্ধি লাভ করিয়াছে। জন্মলীলা' কবিতাটিতে তাহার খুব সুন্দর পরিচয় তাছে । মনের কানো বিশেষ ভাব ও ধারণাকে প্রকৃতির বিচিত্র লীলার মধ্যে ব্যাপ্ত পরিয়া দেখিবার ও তাছার মধ্যে একটা সার্থকতা খুজিযার মানুষের য একটা সহজ প্রবৃত্তি আছে, এবং তাহার মধ্যে কল্পনার প্রসারের দ-বিচিত্র সুযোগ আছে, শ্ৰীমতী মৈত্রেয়ী সে-সুযোগকে কোথাও ব্যর্থ ইতে দেন নাই। আর শুধু কল্পনার প্রসারের কথাই বা বলি কেন, এই কবিতাগুলির প্রকাশের ভঙ্গও খুব সুন্দর । ছন্মলীলায় "আজি এই বসন্তে প্রথম সকলে আকাশ রঙীন হ’লে নীলে আর লালে, আনন্দ সিন্দুবে হনীর করিয়া দিল শিশির বিদুরে । শুপপত্র ঝরে গেল আমধন তলে, বিকশিত কিশলয়ে আনন্দ উছলে যে-বাঁচিটি পড়েছিল প্রাঙ্গণের কোণে সে তাঞ্জিকে হয় কখন উঠিল কঁপি পুষ্পিত লতায় ।” আমি ইচ্ছা করিয়াই অংশ উদ্ধত করিয়া কবিতাগুলির পরিচয় দিতে চেষ্টা করিলাম না ; শুধ ইহণদের বিশিষ্ঠতার দিকে একটু ইঙ্গিত করিলাম মাত্র । এই কবিতাগুলির মধ্যে যে সহজ কবি-প্রতিভার পরিচয় আছে, তাই। আমি সানন্দে উপভোগ করিয়াছি, আশা করি সকলেই তাই করিবেন। প্রার্থনা করি, বাংলা কাবাকাশে সদউদিত শ্ৰীমন্ত মেত্রেয়ীর কবি প্রতিষ্ঠা কয়যুক্ত হো । শ্ৰীনীহাররঞ্জন রায় পঞ্চশর—ত্রপ্রেমেন্দ্র মিত্র প্রণীত ও ২০s কর্ণওয়ালিস স্ট্রট, কলিকাতা হইতে রথহরি গ্রামানী এণ্ড মৰ্ম্ম কর্তৃক প্রকাশিয়। দ্রবণ ক্রাউন ষোড়শংশিত ১৫২ পুণ্ঠ কাপড়ে বাধাই দাম পাচ সিকা । প্রেমেন্ত্রবাবুর গল্প লেখার হাত আছে। ইতিপূৰ্ব্ব ঠ}ং কয়েকটি ছোট গল্প ভিন্ন ভিন্ন নামে মাসিকপত্রে ছাপা হইয়াছিল, সেগুলিকে গবিচ্ছিন্নভাবে একত্রে গথিয়৷ "পঞ্চশর” নামে প্রকাশ করা হইয়াছে। পাংলা দেশে ছোটগল্পের বাজার বড়ই মন্দা গুণিতে পাই তাই কি গুটিকয় ছোটগল্পকে একটি বড় গল্পের ছাচে ঢালাই করার এই কৌশল ? ব্যবসায়ারি হিসাবে হয়ত ভালই, কিন্তু সাহিত্যের প্রতি fণশ্চয়ই ইহা সুবিচার নয়। সাহিত্যের ধার ধারি না, অথচ সাহিত্যপ্রকাশের উচ্চাকাক্ষ আছে, এরূপ ক্ষেত্রে সাহিত্যের যে দুৰ্গতি ঘটে পঞ্চশর” তার প্রকুষ্ট প্রমাণ। পড়িতে পড়িতে লেখকের প্রতি সত্যই মায়া হয়। মুদ্রাকরের হাতে পাণ্ডুলিপি সপিয়া দিলেই প্রকাশকের পুস্তক-পরিচয় SASAA SAAA AAAAMAMASAMASJASAMMMMAA AMA AAAAA ১২৫ কৰ্ত্তব্য ফুরায় ন-প্রকাশক সে-কথা জানেন কি ? জানিলে আগাগোড়া মারাত্মক ছাপার ভুলে এবং অন্তবিধ ভুলে- যেমন স্পেসিং এবং প্যারা ভাগ, বইখানিকে অপাঠ্য করিয়া তুলিয়া লেখক ও পাঠককে বধ করিতেন না। গ্রন্থের “পঞ্চশর' নাম সার্থক, কারণ গল্পগুলি সমস্তই নরনারীর প্রেমের কাহিনী-নানান WIRR platonie eště rhasirai i স্থানে স্থানে কিছু কিছু ভাষার ত্রুটি সত্ত্বেও প্রায় সবগুলিই সুলিপিতৃ । চিত্রা’, ‘কমেলিয়া, 'নীপুঢ়া', 'গণেশ এবং ‘লত ও কমল’-এর গল্পে লেখকের শক্তির পরিচয় পাইয়াছি ; তার মধ্যে চিত্র’ ও ‘গণেশ 〔当访日 স. ব: সঙ্গীত-মুকুর—প্রথম থও, সঙ্গীতাচাৰ্য্য শ্ৰীসত্যকিঙ্কর বন্দ্যে। পাধ্যায় লিখিত। মূলা আট আন।। শ্ৰীযুক্ত সত্যকিঙ্কর বন্দ্যোপাধ্যায় মহাশয়ের সুপ্রসিদ্ধ সঙ্গীতজ্ঞ বংশে জন্ম । তাহার নিজেরও সঙ্গীতে অসাধারণ বুৎপত্তি। আজকাল প্রায় সৰ্ব্বত্রই সঙ্গীতের আদর ক্রমশঃ বাড়িতেছে । শিক্ষা-বিভাগ হইতেও সঙ্গীতকে শিক্ষার বিলয় রূপে গ্রাহ করা হইয়াছে। সঙ্গীত-মুকুর বিদ্যালয়ে ব্যবহারার্থ লেখা হইয়াছে । পুস্তকের ভাষা ও শিক্ষণ-পদ্ধতি বেশ তাল এবং ইহার সাহায্যে অল্পবয়স্ক বালকবালিকার সহঞ্জে দঙ্গীত শিক্ষা করিতে পরিবে বলিয়া মনে হয়। আমরা এই পুস্তকের বহুল প্রচার কামনা করি } অ. চ, কুন্তলীন পুরস্কার---১৩৩৭, এইচ বস্তু, পারফিউমার কর্তৃক প্রকাশিত, ৬১ বস্থবাজার, কলিকাতা । এবারকার কুন্তলীন পুরস্কারে মোট সাতটি গল্প আছে। প্রথমেই পরশুরামের হনুমানের স্বল্প –স্বপ্নেরই মত অভিভূত করিয়া ফেলে । স্বপ্নরাজ্যের আবেশ গল্প শেষ হইয়া গেলেও রেশের মত মনে লাগিল্পী থাকে। তাহার উপর শিল্পী যতীন্দ্রকুমার সেনের মোহন তুলিক। গল্পটিকে বাস্তব মূৰ্ত্তি দিয়াছে। শৈলজানদের ভয়ঙ্কর গল্পটি বেশ লাগিল, তবে আর একটু অল্প পরিসরের মধ্যে রাখিলে ভাল হইত। সৌরীনবাবুর পুরুধস্ত ভাগ্যম্ গল্পটি সুন্দর । গল্প-সাহিত্যের অনেক স্বপ্রতিষ্ঠ লেখকের রচনাই কুন্তলীন পুরস্কারে স্থান পাইয়াছে। প্রকাশক মহাশয় নিবেদনে লিখিয়াছেন,-“পুরস্কার প্রকাশ করিয়া শারদীয় মহোৎসবের আনন্দ যদি কিছুমাত্র বাড়াহঁতে পারি, তবেই আমাদের সমস্ত পরিশ্রম ও অর্থব্যর সার্থক মনে করিব।” আমাদের মনে হয়--তাহার চেষ্ট-যত্ন সার্থক হইয়াছে।