পাতা:প্রবাসী (ত্রিংশ ভাগ, দ্বিতীয় খণ্ড).djvu/১৩৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

১৩০ প্রবাসী— কীৰ্ত্তিক, ১৩৩৭ [ ৩০শ ভাগ, ২য় খণ্ড গ্রামের দৃষ্ঠ– ঐতারকনাথ বস্ব ইহাতে দেওয়া সম্ভবপর নয়। ইহা শুধু পাঠক সাধারণের এই সব ভিন্নদেশীয় শিল্পীচিত্তও যে বঙ্গীয় পদ্ধতিতে মনের কৌতুহল-বোধকে চরিতার্থ করিবার জন্য ও আপনাদের প্রকাশ-পথ খুজিয়া পাইতেছেন তাহ রসিকবর্গের দৃষ্টি এদিকে আকর্ষণ করিবাৰ জন্য। একদিকে যেমন সমগ্র ভারতীয় মনের এক-ধর্মের প্রমাণ, কিন্তু পূৰ্বেই উক্ত হইয়াছে, বঙ্গীয় চিত্রকলা আজ তেমনি আবার বাঙালীর এই কলাপদ্ধতি যে সঙ্কীর্ণ আর বাংলারই একান্ত নয়। ত্রযুক্ত চিত্র, মথুরাদাস প্রাদেশিক মনোভাবের উদ্ধে বিচরণ করিতেছে, তাহাও গুজরাটা ইহারই সাক্ষ্য। ঐযুক্ত চিত্রা কলাভবনের উপলব্ধি করা যায়। দুইদিক হইতেই ইহা আশার কথা। পূৰ্ব্বতন ছাত্র ; এখন তিনি স্বদেশে মাদ্রাজ স্কুল অফ আশার কথা এই যে ইহাদের স্বষ্টি আড়ষ্ট নয়—অর্থাৎ, আর্টস-এ কাজ করিতেছেন। এই পথে এমন কিছু নাই যাহা সঙ্কীর্ণ ও জড় ।