পাতা:প্রবাসী (ত্রিংশ ভাগ, দ্বিতীয় খণ্ড).djvu/১৫৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

58%. বঙ্গ ধায় না। কিন্তু অনেক শত কোটি টাকা অক্ষায় করিয়া ভারতবর্ষের স্বন্ধে চাপান হইয়াছে, এবং অনেক শত কোটি টাকা ঋণ করিয়া সামরিক ও অল্প ব্রিটিশ প্রয়োজনে রেলওয়ে ও অন্য এমন পূৰ্ত্তকাৰ্য্য করা হইয়াছে, যাহা লোকসানের ব্যাপার। এই জগু কংগ্রেস ও কংগ্রেসনেতার চান যে, কোন নিরপেক্ষ আন্তর্জাতিক আদালত বা কমিটি সব ঋণ ও তাহার ব্যয় পরীক্ষা করিয়া বলিয়া দিউন, কোন কোনটি ভারতবর্ষ স্থায়তঃ পরিশোধ করিতে বাধ্য। র্তাহারা প্রত্যেক সরকারী ঋণই নিৰ্ব্বিচারে অস্বীকার করিতেছেন না, প্রত্যেকটির ক্টাধ্যতা অন্যায্যতার পরীক্ষণ চাহিতেছেন । পণ্ডিত মোতীলাল নেহরুর কারামুক্তি পণ্ডিত মোতীলাল নেহরু কঠিন পীড়ায় আক্রান্ত হওয়ায় স্তার নীলরতন সরকার প্রমুখ বেসরকারী চিকিৎসকদিগের মত গ্রহণ করেন। সেই মতের প্রভাবে গবন্মেষ্ট তাহার রোগ সম্বন্ধে সরকারী ডাক্তারদের মত লরেন। তদনুসারে তাহার কারামুক্তি হইয়াছে। সমগ্র ভারতবর্ষ অচিরে তাহার রোগমুক্তি কামনা করিতেছে। গৱন্মেণ্ট তাহাকে মুক্তি দিয়া স্ববিবেচনার কাজ কুরিয়াছেন। .. কলিকাতা বিশ্ববিদ্যালয়ে পুলিসের কাজ সম্প্রতি কলেজ ষ্ট্রট ও গোলদীঘিতে পুলিস বখন মিছিল ও জনতা ভাঙিতেছিল, তখন কলিকাতা বিশ্ববিদ্যালয়ের আশুতোষ অট্টালিকা হইতে কাহারা নাকি “শেম শেম” (“ধিকৃ ধিক্‌” ) বলিয়ু চেচাইয়াছিল এবং পুলিসের উপর ইঁট-পাটকেল ছুড়িয়াছিল। পুলিসের ভিযোগ এইরূপ। ইহার সত্যতা পরীক্ষিত হয় নাই । জাগুতোষ অট্টালিকায় বিশ্ববিদ্যালয়ের বি-এ এম-এ পাশ করা ছাত্রেরা পড়ে, সেখানে ষ্টট-পাটকেল সঞ্চিত থাকে না। ছাত্রেরাও তাহা সঙ্গে করিয়া আনে না। ৰাত্তিরের লোক সেখানে ঐসব “অন্থ" লইয়া ঢুকিয়াছিল ক্লিন, তাহারও কোন প্রমাণ প্রকাশিত হয় নাই । শি যখন তাহদের কাজ সারিয়া চলিয়৷ গেল, তখন প্রবাসী - কাৰ্ত্তিক, ১৩৩৭ সেখানে অর্থাৎ জটালিকাটির বারাল ও কামরাগুলিতে [ ৩eশ ভাগ, ২য় খণ্ড AMAMAJeMAMMBAAA AAAAS AAAAAS AAAAAA অন্ততঃ ২৪টা ঢিলও পড়িয়া ছিল কিনা, তাহাও কাগজে পড়ি নাই। - যাহা হউক, ধরিয়া লইলাম পুলিস যাহা বলিয়াছে তাহা সত্য। কিন্তু কোন জায়গায় কোন লোকে ধিক্‌ ধিক্ বলিলে বা ঢ়িল ছুড়িলে অপরাধীকে গ্রেপ্তার করিবার অধিকার পুলিসের আছে। কে অপরাধী তাহ। স্থির করিতে না পারিলে,উপস্থিত সকলকেই না-হয় পুলিস গ্রেপ্তার করিতে পারে। তাহাতে যদি তাহার বাধা দেখ বা বল প্রয়োগ করে, তখন পুলিসের পক্ষে (সরকারী ভাষায়? “নৃত্যুনতম” বল প্রয়োগ করিবার কারণ ঘটে। কিন্তু আশুতোষ অট্টালিকায় এরূপ কিছু ঘটে মাই। খবরের কাগজে বাহির হইয়াছে, যে, পুলিস তাহার ভিতর ঢুকিয়াই অনেক ছাত্রকে বেদম প্রহার করে, অনেকে গুরুতর আহত হয়। ভাইস-চ্যান্সেলার লেফটেন্যান্ট-কর্ণেল ডাক্তার স্বহাওয়াদী স্বয়ং সেখানে রক্তের দাগ দেখিতে পান। কয়েক জন ছাত্রকে হাসপাতালে যাইতে হয়। তাহার পর স্বাহ যাহা ঘটিয়াছে তাহা পাঠকেরা খবরের কাগজে পণ্ডিয়াছেন। পুলিসের কাজের সরকারী বা বেরসকারী* তদন্ত কিরূপ হইল বা নী হইল, হইয়া থাকিলে তাহার ফল কি হইল, তাহ ১লা আশ্বিন পৰ্য্যস্ত খবরের কাগজে দেখিতে পাই নাই । কাগজে কেবল দেখিয়াছি, যে, ভাইস-চ্যান্সেলার এই ইস্তাহার প্রকাশ করিয়াছেন, যে, অতঃপর বিশ্ববিদ্যালয়ের কোন বাড়ীতে বে-আইনী কিছু হইতেছে বলিয়া পুলিসের মনে হইলে পুলিল তৎক্ষণাৎ সেখানে না গিয়া বিশ্ববিদ্যালয়ের নির্দিষ্ট কোন-ন-ৰোন ভারপ্রাপ্ত কৰ্ম্মচারীকে সংবাদ দিবেন। তাহার দ্বার প্রতিকার না হইলে তখন পুলিস স্বয়ং কিছু করিতে পরিবেন । ইহা ভবিষ্যতের कथा, ७२९ अक्रम निश्भ डाल। क्रुि चन्द्र अजैप्ङ যাহা হইয়া গিয়াছে বলিয়া সংবাদপত্রে প্রকাশিত হইয়াছে, তাহাতে পুলিসের দোষ থাকিলে তাহার কোন প্রতিকার হইবে না ?

  • কাগজে দেখিলাম বিশ্ববিদ্যালয়ের জাপ্ত কমিটির ক্সিপোর্ট গ্রঙ্কত शरैयारह, ७षः उीश जाछ २ब्र चोरिन ७ङ्गदाब मैौखिक कईक बैि बडि हईरुश्नि कक्षी !