পাতা:প্রবাসী (ত্রিংশ ভাগ, দ্বিতীয় খণ্ড).djvu/১৫৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ృt a প্রবাসী-কাৰ্ত্তিক, ১৩৩৭ [ ७०* छां★, २ग्न भर} ہیء বেসরকারী পেশাওয়ার তদন্ত কমিটির রিপোর্ট ব্যবস্থাপক সভার ভূতপূৰ্ব্ব সভাপতি পটেল মহাশয়ের সভাপতিত্বে পেশাওয়ারের হাঙ্গামার যে তদন্ত হয়, তাহার রিপোর্ট কোন কোন প্রাদেশিক গবন্মেটি বাজেয়াপ্ত করিয়াছেন। তাহার পূৰ্ব্বে কমিটির সিন্ধান্ত"গুলি লাহোর দিল্লী, এলাহাবাদ ও বোম্বাইয়ের কোন কোন কাগজে বাহির হইয়াছিল । রিপোর্ট পুস্তকটিরও অনেক খণ্ড দেশের নানা জায়গায় এবং বিদেশে গিয়া থাকিৰে । সুতরাং কমিটির বক্তব্য খুব জানা না-পড়িলেও অনেকে জানিয়াছে, এবং যতগুলি বহি ধরা পড়ে নাই তাহাও - নিশ্চয়ই হাতে হাতে ফিরিতেছে। অতএব, একদিকে কমিটি যেমন সৰ্ব্বসাধারণকে নিজেদের সিদ্ধাস্তু ভাল করিয়া জানাইতে পারেন নাই, অন্যদিকে তেমনি গবন্মেটিও জিনিষটি সম্পূর্ণ চাপা দিতে পারেন নাই। , এই বেসরকারী রিপোর্ট প্রকাশিত হইবার এবং আমেরিক পৌছিবার পূৰ্ব্বে একখানি প্রসিদ্ধ আমেরিকান সাপ্তাহিকের একজন সম্পাদকের লেখা “অমৃতসর ও পেশাওয়ার” শীর্ষক প্রবন্ধ পড়িয়াছি । তাহাতে পেশাওয়ারের ঘটনা সম্বন্ধে গান্ধীজির ইয়ং ইণ্ডিয়া কাগজের বৃত্তান্তই প্রামাণিক ও বিশ্বাসযোগ্য বলিয়া ধরিয়ালওয়া হইয়াছে। ইহা হইতে বুঝা যাইতেছে যে, সংবাদ চাপা দেওয়া দুঃসাধ্য । বঙ্গের মডারেট নেতার একটি মন্তব্য ঐযুক্ত যতীন্দ্রনাথ বস্তু বঙ্গের মডারেট দলের নেতা এৱং ভারতসভার সভাপতি। তিনি ভারতসভার গত বার্ষিক অধিবেশনে ধীরভাবে সংযত ভাষায় একটি বস্তৃত৷ করেন। তিনি কংগ্রেস দলের প্রতি ইচ্ছা করিয়া অবিচার না করিলেও কংগ্রেস সম্বন্ধে সম্পূর্ণ নিরপেক্ষ কথা খলিতে পারিয়াছেন মনে করি না। যাহা হউক, এই বিষয়ের আলোচনা আমাদের উদ্বেগু নহে। গবয়েন্টের লোকদের লেখায় ও বক্তৃতায় এই ধারণ জন্মাইবার চেষ্টা দেখা যায়, যে, পুলিস ও শাসক কৰ্ম্মচারীরা খুব ধীর ও সংৰস্তু-ব্যবহার করিতেছেন, দাঙ্গ মারপিট রক্তপাত ইঙ্গাদির জন্য বেসরকারী লোকের-বিশেষ করির কংগ্রেসের লোকেরা—দায়ী । অতএব দেশের অশাস্ত অবস্থার কারণ সম্বন্ধে একজন ধীর ও শাস্ত মডারেট নেতার মত জানা ভাল। যতীন্দ্রবাবু ভারতসভার বাৰ্ষিক অধিবেশনে তাহার বক্তৃতায় অস্কান্ত কথার মধ্যে বলেন – In spite of the banning of public meetings in many localities and the difficulties placed in the way of the public press, the facts as to the violence committed by men employed under the executive administration receive widespread publicity leading gradually to an attitude which does not include men to peace. Compared with the violence displayed towards the people, the violence on the part of the people has been negligible. বিদেশী কাপড় বর্জন বিলাতী ও দেশী নানা কাগজে প্রকাশিত বিবরণ পড়িয়া বুঝিতে পারা যায়, ভারতবর্ষে বিদেশী কাপড়ের আমদানী অনেকটা কমিয়াছে। সব রকম কাপড় প্রস্তুত করিবার যথেষ্ট উপকরণ দেশে আছে। সেইজন্য আশা করিতেছি, বিদেশী কাপড়ের আমদানী একেবারে বন্ধ হইতে পারিবে । তাহা ষাহাতে হয় তাহার চেষ্টা বিক্রেতা ক্রেতা সকলকেই করিতে হইবে। পূজার কেনা-বেচা আরম্ভ হইয়া গিয়াছে । আগামী কয়েক দিনের মধ্যে উহা শেষ হইবে । এই সময়, সকলের উচিত নিজে বিদেশী কাপড় ক্রয় হইতে নিবৃত্ত থাকা এবং অন্ত সকলকেও সৌজন্তসহকৃত যুক্তিদ্বারা নিবৃত্ত করা। শুধু বিলাতী ও অন্য বিদেশী কাপড় নহে, বৎসরের সকল সময়ে এবং বিশেষ করিয়া পূজার আগে অন্ত অনেক রকম বিদেশী জিনিষ ভারতীয়েরা ক্রয় করেন যাহা হয় অনাবশ্বক বিলাসদ্রব্য কিংবা দরকারী জিনিষ হইলেও যে জাতীয় জিনিষ দেশীও পাওয়া যায়। এই সব বিদেশী জিনিষ বর্জনীয়। পাটের দর এ বৎসর নানা কারণে পাটের দর এরূপ কমিয়াছে, যে, তাহাতে পাট উৎপন্ন করিবার খরচের অৰ্দ্ধেকও