পাতা:প্রবাসী (ত্রিংশ ভাগ, দ্বিতীয় খণ্ড).djvu/১৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

〉R ( ৯০ ০০ ফিট্‌ ) বরফ জমে থাকে, এবং অক্টোবরের শেষে বানিহাল পাশে বরফ পড়ার সম্ভাবনা থাকে । কাশ্মীরে কোন পরিচিত বন্ধুবান্ধবকে লিখলে বা কোন এজেন্সি—যথা, কোবর্ণস এজেন্সী লিখলে হাউস বোট ঠিক ক’রে থানে বলে ( শীনগর হতে ৩১ মাইল ) পাঠিয়ে দেওয়া হয়। জম্মু হতে থানেবল কোলাহাচ্চ গ্লেসিয়ারের পথে ১৭২ মাইল মোটরে এসে থানে বলে হাউস বোটে আশ্রয় গ্ৰহণ ৷ হাউস বোট, রয়ার নৌকা শিকার চালাইতে জোতের বিমুখে আট দশ জন এবং প্রোতের মুখে ছ’জন হাজী দরকার । খানেবল থেকে শ্রীনগর তিনচার দিনে পৌছানো যায়। ঝিলমের অপূৰ্ব্ব সৌন্দয়া এই নৌকাপথে না গেলে সম্যক্ উপলব্ধি হয় না । শ্রীনগরে জুন, জুলাই আগষ্ট অত্যন্ত খারাপ । ছারপোকা ও মশ প্রচুর পাওয়া যায়। উপত্যকার চারপাশেই উচু পাহাড়, কাজেই হাওয়া কম। গ্রীষ্মে রাত্রে বাইরে শুতে হয়। শ্রীনগরের স্বাস্থ্য তেমন ভাল নয়, জলও বেশ হজমী বলা চলে না । ১“মায়সই হ’তে সপ্তাহে দু-দিন জল আনিয়ে নিতে পারলে খুবই ভাল হয়। কাশ্মীরে স্বাস্থ্যাম্বেষী এবং শান্তিপ্রিয় সৌন্দর্য্যপিপাসু মাতুমের আদর্শ স্থান পাহfলগাম। শ্রীনগর প্রবাসী—কাৰ্ত্তিক, ১৩৩৭ পার হতে হয়। [ ৩০শ ভাগ, ২য় খণ্ড S AAAAASAAAAMASAMSMSeAMMMAMMSAASAASAASAASAASAASAASAASAASAAAS হতে ৬১ মাইল, মোটরে যাওয়া যায়। পাহালগাম হতে অমরনাথ তীর্থ মাত্র ৩১ মাইল, পায়ে হেঁটে, ডাণ্ডি বা ঘোড়াতে তিন দিনে পৌছায়। অমরনাথের উচ্চতা ১৩,৫০০ ফিট্‌ ! সৌন্দর্য্যপিপাসু, রসিক, প্রেমিক ও ভগবদ ভক্তের আদশ তীর্থ অমরনাথ । শ্রাবণ পূর্ণিমায় মেলা হয় । মনে হয় যিনি অমরনাথ দর্শন করেছেন, পৃথিবীতে র্তর দেখবার আর কিছু নেই। সেইজন্য প্রত্যেক শিক্ষিত মানুষের জীবনের সাধন হওয়া উচিত একবার এই পরম তীর্থ দৰ্শন । পাহালগাম হ’তে শেষনাগ নদীর (অন্য নাম পূৰ্ব্বলিদার বা দুধগঙ্গা ) তীরে চন্দনওয়ারীর পথের যে সৌন্দৰ্য্য তাহার বর্ণনা অসম্ভব। কোথাও বরফের সেতু দিয়ে চন্দন ওয়ারী হ’তে শেষনাগ হ্রদ ৪ মাইল, ওয়াজওয়ান ৯ মাইল । শেষনাগ ও ওয়াজওয়ান অঞ্চলে একরকম ফুল ফোটে তার গন্ধ এমন তীব্র যে, অনেকে মূচ্ছিত হ’য়ে পড়েন, সেইজন্য জনশ্রুতি যে, ঐ ফুল বিষাক্ত । ওয়াজওয়ানে ঝড় হাওয়ার সম্ভাবন খুব ওয়াজওয়ান হ’তে পঞ্চতরণী ৮ মাইল, পঞ্চতরণী অমরনাথ ৫ মাইল । অমরনাথের পথ খুবই বিপদসঙ্কল, তবে শ্রাবণ পূর্ণিমাতে তীর্থযাত্রীদের সুবিধার জন্য কাশ্মীর-রাজ যথেষ্ট স্বন্দোবস্ত করেন । বেশী । ठू':उ £. পাহালগাম হ’তে কোলাহাই-এর বরফ জমা নদী প্লাসিয়ার যাওয়া যায়। সঙ্গে তাবু নিতে হয়। পাহালগাম হ’তে আছু ৭ মাইল, আডু হ’তে লিদারভাট ৭ মাইল--এই ১৪ মাইল একদিনে পৌছানো যায় । লিদাবভাটে তাঁবুতে রাত্রি যাপন। লিদারভাট কোলাহাই ছ' মাইল, প্রাতে বা’র হ’লে সন্ধ্যায় লিদারভাটে প্রত্যাবর্তন ও রাত্রি যাপন । যাতায়াতে তিন দিন লাগে। লিদারভাটে প্রচুর ভালুক। রাত্রে তাবুর - চারিপাশে আগুন জেলে রাখা প্রয়োজন। কোলাহাইকে তুষারের সমুদ্র বলে। এইখানেই লিদার নদীর উৎপত্তি, ৬০ মাইল দূরে ঝিলমে ইহার সমাপ্তি। শেষনাগ নদী পাহালগামে লিদারে মিশেছে। এই দুই নদীর যে কত রূপ এবং এর সৌন্দর্য যে কি মনোরম বর্ণনা করা যায় না। হ’তে