পাতা:প্রবাসী (ত্রিংশ ভাগ, দ্বিতীয় খণ্ড).djvu/১৯২

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

২য় সংখ্যা ] কাশ্মীরের কথা >b-> BBBBB BBB BBDDDS BB Kg BB BBBS BBBBBBB BBBBB BBBBB BBBB বাদলা বৃষ্টিও বেশ, স্বৰ্য্যের মুখদর্শন সৌভাগ্যের বিষয়। পাওয়া যায়। পৃথিবীর ইতিহাসে কাশ্মীরের মত কাজেই ইংরেজেরা এ স্থান বিশেষ পছন্দ করেন। দুর্ভাগ্য আর কোন দেশেরই হয় নাই । সম্রাট BBBBB BBBBBB BB BBBB BBBS BBBB BBBBB g BBBBBB BBB BBDDDB লোক খুব কমই এখানে বাস করেন। এখানকার পানীয় জলে লৌহ খুব বেশী থাকায় ভয়ানক কোষ্ঠকাঠিন্য হয়। সেইজন্য সোডা হুইস্কিপায়ীদেরই এসব স্থান পোষায় । গুল্মাগ দেখলে শিলং মনে পড়ে। চোখ জুড়ান সবুজ ময়দান, পাশে পাইনের ঘন বন । সৌন্দৰ্য্য অতুলনীয়। পাশেই পিলেস্মাৰ্গ, আলপাথর ও আপারওয়াটের চির তুষার, মনে হু হাত বা ড্রালেই বরফ পাওয় যায়। বিস্ময়ে ও অনেদে আকুল হ’য়ে উঠতে হয় । অনিদের বিষয় এই সব অপূৰ্ব্ব রমণীয় স্থানে সহজেই ধা ওয়া যায়। বরফের উপর গড়াগড়ি দেওয়া ব: সেটিং করার মধ্যে এ কট। নূতন আনন্দ অন্স ভব করা যায় । উলার হদ ও ঝিলম উপত্যকfর ছবি চোথের সমণে ভেসে উঠে । কাশ্মীর-প্রমণে অাসেন II এখানে কিছুদিন বাস করার অনেক অসুবিধ আছে। ফিরতে চান মার্গ দেখেন । গুলম।গ হ’তে পিলেনম{গ মাত্র ৩ মাইল । শ্রীনগরে শঙ্করাচার্য্য মন্দির হয় যেন একখান বড় হীরা ঝলমল ক’রছে, কারণ উহ। বৈদ্যুতিক আলোকে উদ্ভাসিত। উপর থেকে শনগর শহর ও বিলমের দৃশ্ব বড়ই সুন্দর। এখানকার রেশমের কারখান দেখবার জিনিষ । সরকার থেকে পাস নিতে হয়। প্রতি বৎসর প্রায় ১৫ হাজার মণ রেশম এই কারখানায় উৎপন্ন হয় । দুঃখের বিষয় প্রায় সব রেশমই বিদেশে রপ্তানী হয় । কলিকাতার উল্টাডাঙ্গার আরিফ ব্রাদাস এই রেশমের কাপড় তৈরি স্বরু করেছে। লালমণ্ডি বা কাশ্মীরের যাদুঘরে অনেক দেখবার জিনিষ আছে। সাহ হাম্‌দানের জিয়ারাট ব। মসজিদের কারুশিল্প উপভোগ্য । সংস্কৃত সাহিত্যের একমাত্র ইতিহাস কহলনের 8 --سم 8 ين গুলমাণ হ’তে নাগ পৰ্ব্বত ও হরমুপ দেখা যায় । ধীর। তাদের প্রধান ক স্তুবা সত্যি করে আনন্দ পাবেন । তবে যার একদিনেষ্ট তারা যেন পিলেন দ্রষ্টব্য | রাত্রে মনে রাজাকে বাদ দিলে কাশ্মীরের রাজাদের নররাক্ষস বললেও কোন অত্যুক্তি হয় না। নিত্য দুর্ভিক্ষ, অতিশোষণ ও পাশবিক অত্যাচারে প্রজাদের দুঃখের সীমা ছিল না । ১৩৩৯ খৃষ্টাব্দে মুসলমান রাজত্বের আরম্ভ, সঙ্গে সঙ্গে ভীষণভাবে হিন্দু নির্যাতন স্বরু। সিকান্দার শাহ নামে সোনামাগ এক ব্যক্তি হিন্দুদের কীৰ্ত্তি ধ্বংস করে ফেললে, হিন্দুদের জোর ক’রে প্রায় সকলকে মুসলমান ধৰ্ম্মে দীক্ষিত করলে । মাত্র এগারটি ব্রাহ্মণ পরিবার আত্মরক্ষণ করিয়াছিল । পঞ্চদশ শতাব্দীতে জনৈক মহাপ্রাণ মুসলমান সম্রাট হন । তার নাম জাইন-উল আবেদিন । তিনি সম্রাট আকবরের স্যায় উw নৈ : ক ছিলেন । পঞ্চাশ বৎসর রাজত্ব করেন ; প্রজারা তার রাজত্বকালে স্থখে ছিল । ১৫৮৬ খৃষ্টাব্দে আকবর কাশ্মীর জয় করেন। সম্রাট জাহাঙ্গীর ও নুরজাহান কাশ্মীরকে বড় ভালবাসতেন । তাদেরই হাতে-গড় সালামার বাগ আচ্ছেবল