পাতা:প্রবাসী (ত্রিংশ ভাগ, দ্বিতীয় খণ্ড).djvu/২৪০

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

২য় সংখ্যা ৷ AASAASAASAASAAAS দ্বীপময় ভারত RR(t দূর থেকে গামেলানের ধ্বনি কানে এল ; ছোটে৷ একটা মিছিল রাস্তা দিয়ে গেল, গামেলান বাঞ্চনা বাজাতে বাজাতে রঙীন সারং পর কতকগুলি পুরুষ, খোপার নান রঙের ফুল পরে কতকগুলি স্ত্রীলোক, আর কতকগুলি ছোটো ছেলে, সকলেই উৎসবের বেশে সজ্জিত ; মেয়েদের মাথায় কাঠের বারকোষে আর হাড়ি আর ঝুড়িতে নানা ফল-ফুলুরী, মঙ্গল উপচার ; দলের সঙ্গে সঙ্গে কতকগুলি খোলা ছাতি, সব লাল কাপড়ে মোড়া সেকেলে তালপাতার ছাতি । সকালের মিষ্টি রোদরে এই শোভাযাত্রাট অজণ্টার যেন এক জীবন্ত প্রতিরূপ হ’য়ে চোখের সামনে দিয়ে চলে গেল, কি অপরূপ সুন্দর লাগল যে কি আর ব’লবো । কবি ও মুগ্ধ হ’য়ে প্রশংসা করতে লাগলেন। বেলা আড়াইটেয় আমরা উবুদ যাত্ৰা ক’রলুম। গৃহস্বামী পুঙ্গব সুপবতী কবিকে স্বাগত ক’রে নিয়ে বসালেন । রাস্তায় তখন ভীড় আর ধরে না । সুখবতীর বাড়ীর কোণে চৌরাস্তার ধারে pavillion বা পদব যখবতীর প্রাসাদের কোণের ছতরী রাস্তায় মেয়েদের শোভাযাত্রা (খ্ৰীযুক্ত বাকে কর্তৃক গৃহীত )

  • ー〉。

ছতরীতে চেয়ার দিয়ে কবির বসবার জামুগ; ক’রে দেওয়া হ’ল । আমাদেরও কবির কাছে বসবার ব্যবস্থা করেছিল। ডচ ভদ্র মহিলা ও পুরুষ র্যার উৎসব দেখতে এসেছিলেন তাদেরও অনেকেও ছতরীতে এসে ব’স্লেন। কবির সঙ্গে এদের আলাপ হ’তে লাগল। cqUT# xU*II vẽ5 Official Tourist Bureau-# ##i শ্ৰীযুক্ত P. J. van Baarda আর র্তার সহধৰ্ম্মিণী, আর শ্ৰীমতী Demont নামে একটি ডচ মহিলা, যিনি বান্দুঙ শহর থেকে এসেছিলেন আর আমাদের নিয়ে কবিকে বান্দুঙে তারই বাড়ীতে অতিথি হতে নিমন্ত্রণ ক’রেছিলেন, ইনিও ছিলেন , পুঙ্গব স্বথবতীর পুঙ্গব সুখবতীর ভাই (খ্ৰীযুক্ত স্বরেন্দ্রনাথ কর কর্তৃক গৃহীত )