পাতা:প্রবাসী (ত্রিংশ ভাগ, দ্বিতীয় খণ্ড).djvu/২৪২

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

২য় সংখ্যা ] পুঙ্গব সুখবর্তী, তার কতকগুলি আত্মীয় আর তার কতকগুলি পদগু—এর ভারতবর্ষের ব্রাহ্মণের বেদপাঠ শোনবার জন্য মঞ্চের উপরে এসে দাড়ালেন । আমি ডাক্তার খোরিসকে বুঝিয়ে দিলুম-ইংরিজীতে—যে কঠোপনিষৎ আর গীতা থেকে কিছু কিছু পড়বে—কঠোপনিষদের প্রথম গোট দুই বল্লী, আর গীতার দ্বিতীয় অধ্যায় আর একাদশ অধ্যায় ( বিশ্বরূপ দর্শন ) ; আর শেষ ঋগ্বেদের দশম মণ্ডলের ষোড়শ সূক্তের কতকগুলি ঋক প’ড়বে, সেগুলি অস্ত্যেষ্টিক্রিয়ায় পঠিত হয়ে থাকে ; আর ‘মধু বাত ঋতায়তে এই সূক্ত দিয়ে আমার পাঠ সাঙ্গ করবো। পঠিতব্য অংশগুলির আশয়ও কিছু কিছু ব’লে দিলুম। শ্রযুক্ত খোরিস মালাইয়ে পুস্থ ব আর পদগুদের সংক্ষেপে বুঝিয়ে দিলেন । আমি আচমন ক’রে যথাবিধি ব’সে নিয়ম-মতন সুর করে উপনিষৎ আর গীতা থেকে পড়লুম— আর বেদথেকে সাদাসিধে ভাবে প’ড়লুম—স্বাধ্যায় করা আমার জান নেই, সেরকম ক’রে পড়বার চেষ্টা করলুম না । আঙিনায় সমাগত বলিদ্বীপীয় লোকের চুপ ক’রে শুনলে-গোলমালের লেশও ছিল না। ব্যাপারটা এদের আছে অবশ্ব খুবই নোতুন ছিল । আমার উচ্চারণ আর পাঠের রীতি এদের কাছে সম্পূর্ণ রকমে অজ্ঞাত, বইগুলিও অজ্ঞাত—তান্ত্রিক কতকগুলি মন্ত্র নিয়েই এদের পদগুদের কারবার। আমি মিনিট পনের কুড়ির বেশ সময় নিই নি । এরি মধ্যে ঘুরতে ঘুরতে কতকগুলি ডচ অণব আমেরিকান দশক সেই আঙিনখটীতে চশমাচোখে, মুগার পাঞ্জাবী গায়ে, স্বর ক’রে অজ্ঞাত ভাষায় আমি পাঠ ক'রছি, গৃহকর্তা আর স্থানীয় পুরোহিত দুই এক জন পাশে দাড়িয়ে—এর দেখেই অবাক । পরে মাচ থেকে নেমে তাদের হাজির হ’ল । বলাবলি ক’রতে শুনলুম—a Brahmin Priest who has come from India. পাঠশেষে, পুঙ্গব স্থখষতী আমার সামনে কতকগুলি *াপড়চোপড় এনে ধরলেন—এদেশের “বেনারসী জোড়শ দ্বীপময় ভারত AMAMMAMAeMAAASAASAASAASAASAASAAAS ३.8१ বলা চলে, স্থানীয় কাজ ; তাতে বোন স্বতোর বেগুনী রঙের কাপড় একখানা, তাতে চওড়া রূপালী জরীর পাড় আর লাল হ’লদে আর সবুজ রেশমের আর রূপালী জরীর বড় বড় ফুল তোলা ; এখানা উত্তরীয়-স্থানীয়, বুকে বধিতে -- ...: – هr ۰.ي. م«.. ..م ... I উবুদের পুঙ্গব কত্ত্বক উপহৃত বলিদ্বীপীয় পরিচ্ছদে শ্ৰীসুনীতিকুমার চট্টোপাধ্যায় ( খ্ৰীযুক্ত স্বরেন্দ্রনাথ কর কর্তৃক গৃহীত ) হয় এখান ! একখানা হ’লদে স্বতোর কাপড়, তার পাডটা জরীর, আর তাতে সবুজ রেশমের ঘরে লাল আর বেগুনে আর জরীর ফুল তোল,—এটা পরণের জন্ত ; আর একখানা ঐ ধরণের রঙীন আর জরীর ফুলতোলা লুদে কাপড়, মাথায় পাগড়ীর মতন বাধবার জন্য , আর লাল আর হলদে জরীর চওড়া ফিতার কোমরবন্ধ দুটে । এছাড়া পদওদের বসবার আসন একটি,—এটা সোনালী ছাপ করা রঙীন কাপড়ের পাড়বসানো একখানি গরী ; আর