পাতা:প্রবাসী (ত্রিংশ ভাগ, দ্বিতীয় খণ্ড).djvu/২৭৬

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

২য় সংখ্যা | “নূ্যনতম বলপ্রয়োগ” বড়লাট বলিয়াছেন, পুলিস বাধ্য হইয়। “নৃানতম ৰল প্রয়োগ’ করিয়া থাকে। অন্য কোন কোন লাটও এইরূপ কথা বলিয়াছেন । এইরূপ উক্তি সম্বন্ধে সাধারণভাবে জিজ্ঞাস্য এই, যে, ভারতীয় ব্রিটিশ কোন আইন বা অডিন্যান্স অল্পসারেও যাহার কোন দোষ করে নাই, তাহাদের অনেকের প্রতিও পুলিস বল প্রয়োগ করিয়াছে ও করে কি না ? যাহারা গ্রেপ্তারে কোন বাধা দেয় না এবং যাহ দিগকে গ্রেপ্তার করিলেই চলে, তাহীদের প্রতি নূনতম বা অধিকতম কোন প্রকার বলপ্রয়োগের প্রগেজন, ন্যায্যতা ও বৈধতা কোথায় ? কি প্রকার বলপ্রয়োগকে নূ্যনতম বলপ্রয়োগ বলে ? নূ্যনতম ও তদপেক্ষ অধিক বলপ্রয়োগের মাপকাঠি কি ? বোম্বাইয়ের একটি দৃষ্টান্ত লওয়া যাক্ । বোম্বাইয়ের চিকিৎসক সম্মেলনের ( Bombay Medical Union ) কার্য্যনিৰ্ব্বাহক কমিটির ২৯শে স্থক্টে রেব অধিবেশনে উহার অবৈতনিক সম্পাদক ডাক্তার দেশমুখ, এম ডি ( লগুন ), এফ আর সি এস ( লগুন ), মহাশয়ের সভাপতিত্বে নিম্নলিখিত প্রস্তাবটি %ोड इग्न : “Thal the Managing Committee of the 130mlay Medical Union looks upon with horror and disgus th" wo y high percentage (62 p. c.) of head injuries inflicted on the publie by the police dimring their Jathi charges on Sunday the 25th October, 1930.” তf২পর্য্য, “বোম্বাই চিকিৎসক সম্মেলনের কায্যনিৰ্ব্বাহক কমিটি, ২৬শে অক্টোবর সর্বসাধারণের উপর পুলিসের লাঠি প্রয়োগ দ্বারা আহত লোকদের মধ্যে মস্তকে আঘাতের সংখ্যা ( শতকরা ৬২ ), বীভৎস ও বিভীষিকাজনক মনে করেন ।” এইরূপ মনে করিবার কারণ এই, যে, চিকিৎসাশাস্ত্রের ইহা একটি সৰ্ব্ববাদিসম্মত সত্য, যে, মস্তকে সামান্ত আধাতের ও ফল গুরুতর হইতে পারে বলিয় তাহাকে অকিঞ্চিৎকর মনে করা উচিত নয় । বোম্বাইয়ে পুলিস কোন তারিখে লাঠি চালাইয়া আহত লোকদের মধ্যে কত জনের মাথ জখম করিয়াছিল কমিটি তাহার একটি তালিকা দিয়াছেন ; যথা, বৰ্ত্তমান বৎসরের ২১শে জুন শতকরা ১০ জনের মাথা জথম ১১ই জুলাই ” ని ** לל ২রা আগষ্ট 22 సె לל ** ১৮ই সেপ্টেম্বর ” &p 23 33 ২৬শে অক্টোবর ” বিবিধ প্রসঙ্গ-নারীদের প্রতি দুর্ব্যবহারের অভিযোগে বোম্বাই-লাট ২৮১ AMMiAMSMSMAA ASASASAJJAMMMiSAAAAASA SAAAAAMMAAASASASS সুতরাং কমিটি এই সিদ্ধান্তে উপনীত হইয়াছেন, সে, “২৬শে অক্টোবর বোম্বাই পুলিস যে বলপ্রয়োগ করিয়াছিল, সৰ্ব্বসাধারণকে যথাসম্ভব গুরুতর আঘাত করিবার জন্যই তাহা করিয়াছিল ।” এই সিদ্ধাস্থ সম্বন্ধে বোম্বাই গবন্মেণ্টের মত জানা যায় নাই । পুলিসের নূ্যনতম বলপ্রয়োগের ফলে কেবল মে বোম্বাইয়েই অনেকে গুরু স্তর আঘাত পাইতেছে তাহ। নহে, অন্যান্য প্রদেশেও ইহা ঘটিতেছে ; যেমন আসামের শ্রীহট্টে, বঙ্গের ঢাকা শহরে, মেদিনীপুর জেলার নানা গ্রামে, ইত্যাদি । আসামে ও বঙ্গে নু্যনতম বলপ্রয়োগের বৃত্তাস্ত বাংলা দৈনিক কাগজে বাহির হইয়াছে। এই সকল বৃত্তান্তে কেবল লোকদের দৈহিক আঘাত এবং স্থল-বিশেষে মৃত্যুর অভিযোগই যে আছে, তাহ নহে, সম্পত্তিনাশের অভিযোগও আছে । শ্ৰীযুক্ত যতীন্দ্রনাথ বসুকে সভাপতি করিয়া যে অতুসন্ধান কমিটি নিযুক্ত হইয়াছিল, তাহদের রিপোটে এই সব কথা আছে । রিপোর্টগুলি বড়লাট ও বঙ্গের লাটকে পাঠান হইয়াছে বলিয়া প্রকাশ । তাহার। তাহা পাইয়া কি করিয়াছেন, জানা যায় নাই । নারীদের প্রতি দুব্যবহারের অভিযোগে বোম্বাই-লাট বোম্বাই শহরে ২৬শে অক্টোবর জাতীয় পতাকা অভিবাদন উপলক্ষ্যে পুলিস সভাস্থ মহিলাদের হাত হইতে পতাকাগুলি কাড়িয়া লইবার জন্য তাহদের গায়ে হাত দেয় ও ধস্তাধস্তি করে, এবং কতকগুলি মহিলাকে একটা মোটরগাড়ী করিয়া একটা জঙ্গলে ছাড়িয়া দিয়া আসে, এইরূপ সংবাদ বোম্বাইয়ের কাগজে বাহির হয়। বোম্বাইয়ের মেয়র ও দেশী বণিকদের চেম্বারের সভাপতি শ্রযুক্ত হোসেনভাই লালজি বোম্বাই-লটকে জানান যে, এই কারণে শহরে খুব উত্তেজনা হইয়াছে এবং তাহাকে জিজ্ঞাসা করেন, এ বিষয়ে গবন্মে"ট কি মনে করেন এবং কি প্রতিবিধান করিতে ইচ্ছা করেন । উg:ব বোম্বাই-লাট স্তার ফ্রেডরিক সাইক্স লিখিয়াছেন, .৭, “তিনি দুটি ঘটনা সম্বন্ধেই পূরা তদন্ত করাইয়াছেন এবং তদ্বারা জানিতে পারিয়াছেন, যে,খবরের কাগজে প্রকাশিত সংবাদ অত্যন্ত অত্যুক্তিপূর্ণ। একট। অপরাধের সঙ্গী মহিলাদিগকে গ্রেপ্তার করা হয়, এবং তাহাদের বিচiব করিয়া জেলে না পাঠাইয় তাহাদিগকে পুলিসের একটা গাড়ীতে করিয়া বড় রাস্তার এমন এক জায়গায় ছাড়িয়া