পাতা:প্রবাসী (ত্রিংশ ভাগ, দ্বিতীয় খণ্ড).djvu/২৯০

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

য় সংখ্যা । রাজনৈতিক দল ব৷ ধৰ্ম্মসম্প্রদায় বা দেশী রাজ্য নিমন্ত্রিতদের এক জনকেও প্রতিনিধি নিৰ্ব্বাচন করে নাই । রাজনীতি বিষয়ে যাহারা চিন্ত করে, এরূপ ভারতীয়দিগের প্রায় সকলেই প্রকাশু ছাবে বা গোপনে কংগ্রেসের পৃষ্ঠপোষক । কংগ্রেসকে বাদ দিয়া ভারতবর্ষের রাষ্ট্রিয় ব্যবস্থার জন্য কনফারেন্স করা রামশুন্য রামায়ণের অভিনয়। গবন্মেষ্ট বলিতে পারেন না, যে, কংগ্রেসওয়াল রা এই বৈঠকে যোগ দেন নাই —কংগ্রেসকে বা ব্যক্তিগত ভাবে কংগ্রেসওয়ালাদের এক জনকেও গবন্মেণ ডাকেন নাই । স্বশাসনের অধিকার ভোগ জাতীয় আত্মসম্মানের পক্ষে একান্ত অবিশ্বক, ইহ বলিয়া প্রধান মন্ত্রী ঠিক কথাই বলিয়াছেন । এই অধিকার ব্রিটেন ভোগ করে, ডোমীনিয়নগুলিও ভোগ করে । ভারতবর্ষও তাহ ভোগ করিয়! এক রাজার অধীনে তাহাদের সহিত বাস করিবে মিঃ মা কৃডনাল্ড এই কথা বলিয়াছেন । ইহা পুরাতন মামুলী কথা । কখন ভারতবর্ঘ স্বশাসক এইবে, তাহ ন জানিলে এ সবই র্যাক কথা । তারিখ- বিহীন অঙ্গীকার অঙ্গীকারই নহে। ডোমীনিয়নের লোকের সহিত ত্রি টশ জাতির অস্থি মাংসের সম্পর্ক,প্রধান মন্ত্রী বলিয়াছেন; ইহা অনেকটা ঠিক । যাহার একজাতীয় তাহার একরাঞ্জার অধীনে থাকিবে, ইহা স্বাভাবিক হইতে পারে। কিন্তু যাহারা জাতি ধৰ্ম্ম ভাষা অচিার ব্যবহারে স্বতন্ত্র, তাহার সেই রাজার বরাবর অীন থাকিবে, ইতিহাস কি এ আশাকে সমর্থন করে ? সৰ্ব্বশেষে আবশ্ব কংগ্রেসের নেতা ও কৰ্ম্মদের নিন্দ আছে । তাহারা নাকি শক্রভাব উত্তেজিত করিতেছেন, এবং ক্ষতি ও দুঃখের কারণ হইতেছেন। উপহার। নাকি খণ্ডবিখণ্ড ও চুণিত করেন, পরামর্শ ও আলোচনা করিতে বিবিধ প্রসঙ্গ—লগুন বৈঠকে ভারতীয় সভ্যগণ AJSJAMMAAAJJMMA AJAMAMAMMMMJA AJJSAMSAJJAMAAAA ఫిఫి( চান না। ইংরেজ:দর মতে সায় দিয়া আলোচনা না করা মহা অপরাধ বটে। যাহার অধিকার দাবী করেন এবং র্যাহারা সমুদয় হৃদয়ের সহিত তাহা মঞ্জুর করিতে প্রস্তুত, কংগ্রেস নাকি তাহদের পথে কাট দিতেছেন । “সমস্ত হৃদয়ের সহিত"ই বটে ; এই হৃদয়ট কিন্তু খুজিয়া বাহির করাই কঠিন—এই যা দুঃখ । “অভ্যর্থনা !” SMAMMSAAAAAA AAAA AAAASAAA SASS SSSS ترمہ حمی* عيسمع مصعبيه

‘আমরা কি ভুক্তবিশেষটুকুও পাব না । { গোলটেবিল বৈঠকের প্রতিনিধিগণ এরোপ্লেন বাহিনীর খেলা দেপিতে গিয়া বসিবার জায়গ কিংবা খাদ্যাদি কিছুই পান নাই । ইংলণ্ডের প্রধান মন্ত্রী তখন ডোমিনয়মের প্রতিনিধিগণকে অভ্যর্থনা করিতে ব্যস্ত ছিলেন। একজন ইংরেজ সরকারী কৰ্ম্মচারী আসিয়া মধ্যপ্রদেশের ভূতপূৰ্ব্ব গবর্ণ ঐযুক্ত তাম্বেকে জিজ্ঞাসা করে,তিনি এবং তাছার সঙ্গীগণ ইংরেজী বলিতে পারেন কেন ? লণ্ডন বৈঠকের ভারতীয় সভ্যগণ (গও)গোল টেবিল বৈঠকের সভ্যগণ এখনও ( ১১ নবেম্বরের খবর অসুসারে ) গোড়াতেই কি প্রধান দাবী উপস্থিত করিবেন, সে বিষয়ে একমত হইতে পারেন নাই । গবন্মেণ ভারতবব'হষ্টতে যে রকম লোক বাছাই করিয়া লইয়া গিয়াছেন, তাহাতে এরূপ ফল হইবে অল্পমান করিয়াছিলাম ও লিথিয়া:ছলাম। অনুমান করিয়াছিলাম, গবন্মেটি জগদ্বাসীকে বলিতে পরিবেন, “দেখ, ভারতীয়ের একমত হইতে পারে না ; অতএব আমরাই তাহাণের জন্য একটা কিছু করিব।” স্থার