পাতা:প্রবাসী (ত্রিংশ ভাগ, দ্বিতীয় খণ্ড).djvu/২৯১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

২৯৬ তেজবাহাদুর সপ্র বলিতেছেন, পূর্ণ ডোমীনিয়ন ষ্টেটাস ভিন্ন অন্য কোন জিনিষেই তাহার মন বসিতেছে না । অনেকে চান, যে, ব্রিটিশ প্রতিনিধির পূর্ণ ডোমীনিয়ন ষ্টেটাস দিবেন কিনা তাহ গোড়াতেই বলুন , তাহ অঙ্গীকার না করিলে অন্য আলোচনা করিয়া কোন লাভ লাই। মুসলমান সভেরা মিঃ জিন্নার ১৪ দফা দাবীতে অন্য সকলকে আগে রাজী করিয়া তবে সমগ্র ভারতের দাবীতে যোগ দিবার বিষয় বিবেচনা করিতে চান ! সবাই কি পাইবে তাহ স্থির হইবার আগেই তাহারা নিজের পাওনাগগুটি ঠিক করিয়া লইতে চান । ইহ। কালনেমির লঙ্কাভাগের মত । ভারতীয় সভ্যদের স্থায়ী সভাপতি হইয়াছেন আগা খা । শ্ৰীনিবাস শাস্ত্রী, তেজবাহাদুর সপ্র প্রভূতির মত লোক পড়িয়া রহিলেন ; সভাপতি হইলেন এমন একজন লোক যিনি বাসনী ও বিলাসী বলিয়াই পরিচিত, এবং যিনি ভারতীয় জাতির বা মুসলমান সম্প্রদায়ের স্বাধীন মনুষ্যস্থলভ অধিকার লাভের জন্য কিছুই করেন নাই, বরং যপন সুযোগ পাইয়াছেন কর্তৃপক্ষের ਬੋੜ সমর্থন করিয়াছেন । গুজরাট ও মেদিনীপুর গুজবাটের চাষী গৃহস্থের সত্যাগ্ৰহ করিয়া খাজান। না-দেওয়া স্থির করায় ঘরবাড়ী ছাড়িয়া হাজারে হাজারে অন্তত্ব চলিয়! যাইতেছে । ইহার উল্লেখ আমরা অন্যত্র করিয়াছি এবং বিশেষ বৃত্তান্ত পাঠকের দৈনিক কাগজে দেখিয়াছেন। বাংলা দেশের কোন কোন স্থানে লোকের খাজনা ও টাক্স না-দিবার চেষ্টা করিতেছে । মেদিনীপুর জেলার অনেক গ্রামে এই চেষ্ট হওয়ার তথাকার সত্যাগ্রহীরা এরূপ নানা দুঃখ ও ক্ষতি সহ করিতেছে, যাহার বর্ণনা খবরের কাগজে সচরাচর প্রকাশিত হইতেছে না কিন্তু যাহা অন্য স্বত্রে জানা যাইতেছে । তাহ এ প্রকারের, যে, গুজরাটের নিকটেই যেমন দেশী রাজ্য আছে, মেদিনীপুরের পাশ্বে ই যদি সেইরূপ দেশী রাজ্য থাকিত, তাহ হইলে মেদিনীপুরের ঐ সকল গ্রামের লোকেরা সেই দেশী রাজ্যে চলিয়া যাইত। প্রবাসী—অগ্রহায়ণ, ১৩৩৭ [ ৩০শ ভাগ, ২য় খণ্ড


്-ു--ഹാ

এশিয়ার মহিলাদের কনফারেন্স আগামী জানুয়ারী মাসের শেষ সপ্তাহে লাহোরে এশিয়ার সমস্ত দেশের মহিলাদের কনফারেন্স হইবে। এশিয়ার নানা দেশ হইতে মহিলাদের সম্মতিজ্ঞাপক চিঠি পাওয়া গিয়াছে। প্রতিনিধিদিগের অভ্যর্থনা, তাহাদিগকে আরামে রাখিবার ব্যবস্থা প্রভৃতির উদ্যোগ চলিতেছে। সংক্ষেপে এই কনফারেন্সের উদ্দেশ্য-( ১ ) এশিয়ার নারীদের মধ্যে প্রাচ্য সভ্যতা ও কৃষ্টির ( culture-এর ) ঐক্য সম্বন্ধে বোধ জন্মান ; (২) প্রাচ্য সভ্যতার সদগুণাবলী ( সাদাসিধ। জীবনযাত্র প্রণালী, দর্শন, ললিতকল, গার্হস্থ্য ধৰ্ম্ম, মাতৃত্বের প্রতি ভক্তি, আধ্যাত্মিক চৈতন্য ইত্যাদি ) নিৰ্দ্ধারণ করিয়া জাতির এবং সমুদয় পৃথিবীর সেবার জন্য তৎসমুদয় সংরক্ষণ ; (৩) বৰ্ত্তমানে প্রাচ্য সভ্যতায় দৃশ্বমান দোষত্রটির ( অস্থস্থত, নিরক্ষরত, দারিদ্র্য, শ্রমিকদিগকে কম মজুরী দেওয়া, শিশুমৃত্যু, বিবাহের নানা কুপ্রথা, ইত্যাদির ) আলোচনা করিয়া তাহার প্রতিকারের উপায় অন্বেষণ ; (৪) পাশ্চাত্য প্রভাব হইতে ( শিক্ষা, পরিচ্ছদ, চলফিরার স্বাধীনতা, বায়োস্কোপ, কলকারখান। প্রভৃতি হইতে ) প্রাচ্যের উপযোগী জিনিয বাছিয় লওয়া ; ( ৫ ) এশিয়ার নানাদেশের আর্থিক, ধৰ্ম্মনৈতিক,প্লাষ্ট্রীয় এবং আধ্যাত্মিক বিষয়ে নারীদের অবস্থা সম্বন্ধে পরস্পরের मश्डि তথ্য ও অভিজ্ঞতার বিনিময় দ্বারা পরস্পরকে শক্তশালী করা ; এবং (৬) পৃথিবীব্যাপী শাস্তির দিকে মানবজাতিকে অগ্রসর করা। . প্যালেষ্টাইন, সীরিয়া, সিংহল, নেপাল, জাপান, ব্ৰহ্মদেশ, ইরাক, শ্বামদেশ, কাম্বোডিয়া, আনাম, মালয়, হাওয়াঈ, পারস্থ, বালুচীস্থান, জাভা প্রভৃতি দেশ হইতে কনফারেন্সের অমুকুল পত্রোন্তর পাওয়া গিয়াছে । ইহা হইতে শুভফলের আশা করা যাইতে পারে । বাংলা দেশ হইতে যাহতে অনেক মহিলা প্রতিনিধি যান, তাহার চেষ্টা এখন হইতে করা উচিত । , মাঘ মাসে লাহোরে শীত বেশী । অতএব প্রভিনিধিদের থাকিবার জায়গ} ভাল হওয়া ধেমন দরকার, তাছাদের খুব গরম পরিচ্ছদ লইয়া যাওয়াও তেমনি দরকার ।