পাতা:প্রবাসী (ত্রিংশ ভাগ, দ্বিতীয় খণ্ড).djvu/৩১৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৩য় সংখ্যা ] করিবার পর অগ্রগামী সৈন্তদের নিকট থবর পাওয়া গেল যে, আমাদের বিপক্ষ সৈন্যদের সংখা প্রায় পাচ শত, তাহারা দশবারটা পুরান ধরণের কামান এবং বর্শ ছোরা প্রভৃতি দ্বারা সজ্জিত। তাহাদের সঙ্গে বারট ঘোড়া ও ১২০ খচ্চর আছে ৷ পথমধ্যে কিছুক্ষণ বিশ্রাম করিতে পাইলাম। কেননা পহুছিবামাত্র শক্রশিবির আক্রমণ করিতে হইবে । সন্ধ্যা ৬টার সময় পাচ মাইল দূরে এক বাগানে কুচ করিলাম এবং অৰ্দ্ধ ঘণ্টা বিশ্রাম লাভ করিবার পর অগ্রসর হইতে প্রস্তুত হইলাম। অনতিবিলম্বে খবর আসিল যে, বিপক্ষ সৈন্ত পরিখা ( ট্রেঞ্চ ) মধ্যে আহারাদি করিতে মনোনিবেশ করিয়াছে এবং পরিখাসন্নিবিষ্ট প্রহরীরাও কৰ্ত্তব্য কৰ্ম্মে কিছু অমনোযোগী হইয়াছে। আমরা অশ্বারোহণ করিয়া সাবধানে দু তিন মাইল অতিক্রম করিলে শক্রশিবির দৃষ্টিগোচর হইল। তখন রাত্রি নয়টা। আমাদের নায়ক তীরবেগে অশ্ব চালাইয়া শক্রবাহ আক্রমণ করিতে হুকুম দিলেন । আজ্ঞামাত্রই আমরা ভীমবেগে তাহাদের উপর আসিয়া পড়িলাম। তাহারা অপ্রস্তুত থাকিলেও অসমসাহসিকতার সহিত চার পাচ ঘণ্টা লড়াই করিয়া পরাভূত হইল। কতক মরিল, কতক জখম হইল, কতক পলাইল এবং ২০ জন আমাদের বন্দী হইল । বারটি কণমান, ১৫০ বন্দুক এবং দশটি রাইফল এবং সমস্ত সরঞ্জাম আমাদের দখলে আসিল । এই যুদ্ধে আমি বাম পদে আহত হইয়াছিলাম ; কিন্তু উৎসাহধিক্যে কিছু কষ্ট কিয়ৎকাল অনুভব করিতে পারি নাই। কয়েক ঘণ্ট। পর যখন টিনসিন শিবিরস্থানে প্রত্যাবর্তন করিয়া সঙ্গীদের সহিত কথাবাৰ্ত্তায় নিযুক্ত ছিলাম তখন এক জন সৈনিক আমার আহত পদ ও রক্তাক্ত পটি প্রভৃতির দিকে আমার দৃষ্টি আকর্ষণ করিয়া দিল । আমাদের নেতাদের আজ্ঞায় আমার ক্ষতস্থান পরীক্ষা হইল। তখন আমার মাথা ঘুরিয়া আসিল । তিনি ভুলি করিয়া তৎক্ষণাৎ আমাকে টিনসিন হাসপাতালে পাঠাইয়া দিলেন। সেদিন ১২ই আগষ্ট, ১৯০০ সাল । যখন ভৰ্ত্তি হইলাম তখন বেলা তিনটা । হাসপাতালে নিয়মিতরূপ চিকিৎসা হইতে লাগিল, কিন্তু আমার نما ----- 8 চীনযুদ্ধে দফাদার হরিনারায়ণ বস্থ Soo দুর্ভাগ্যবশত ক্ষত বিষাক্ত হওয়াতে ভয়ানক প্রদাহ হইয়া জর হইতে লাগিল। হাসপাতালে দেড়মাস চিকিৎসার পর আরোগ্য না হওয়াতে আমাকে ওয়েই-হাই-ওয়েই সাধারণ হাসপাতালে পাঠান হইল । দফাদার হরিনারায়ণ বসু ১লা অক্টোবর যাত্রা করিয়া ৬ই তথায় পহুছিয়া ভক্তি হইলে আমার রীতিমত চিকিৎসা হইতে লাগিল। রোগীসংখ্যাগুলি দেখিলাম সবই আহত সৈন্যবৃন্দে পূর্ণ। কয়েক দিন চিকিৎসার পর আমার জর ছাড়িল ও ক্ষতও ভাল হইতে লাগিল ; কিন্তু সঙ্গীবিহীন ও নিষ্কৰ্ম্ম৷