শ্ৰীযতীন্দ্রমোহন বাগচী ক্রুদ্ধ অশোক কলিঙ্গরণে ঘেরিয়া দস্তপুর, অবরোধে ভরি’ রচিল নগরী নব অস্তঃপুর ! রুদ্ধ করিতে ক্ষুব্ধ জয়ার পুরবাসী যবে তাটিল জুয়ার, ফু সিতে লাগিল শক্রবাহিনী মৃতু্যপিপাসাতুর ! % - o % أسسه তিম মাস ধরি’ মগধসৈন। আগলি’ রহিল দ্বার ; নগরবাহিরে বহিরিয়া আসে— এহেন সাধা করি ? অসহ কষ্টে স্বেচ্ছাবন্দী f তবু চাহিল ন করিতে সন্ধি, হেলার চক্ষে বিপক্ষদলে ه- هند . * "مجي করিল অস্বীকার । ফুর্গ-কবাট প্রতিজ্ঞাসম কিছুতে দিল না পথ,— বন্যার মুখে শিলাগাথা যেন হিমাদ্রি পৰ্ব্বত । ক্ষুব্ধ নৃপতি জলদভিমান গৰ্জি’ উঠিল সিংহ-সমান— সারা কলিঙ্গ করিয়া শ্মশান পুরাইব মনোরথ । দিকে দিকে ধেয়ে চলিল অমনি অসংখ্য সেনা তার ; কৃষ্ঠাবিহীন লুণ্ঠনে উঠে ঘরে ঘরে হাহাকার ! 8 --8 s কোথায় শস্য, কোথা সম্পদ– শূন্য হইল যত জনপদ । চারিধারে বেড়ি বিজয়ী সৈন্য সাধে শুধু সংহার ! রাজ্য জড়িয়। রাত্রিদিবস শুধু হায় হায় রব : শোণিতপঙ্কে সারা কলিঙ্গে প্রলয়ের তাণ্ডব ! ভরি’ উঠে দেশ হিংসার গামে, শোনে তা অশোক তৃপ্ত পরাণে,— যত শোমে কামে, তত বেড়ে উঠে বিজয়ের উৎসব ! —কিন্তু কে ঐ ? –দেখ’ তো মন্ত্রী কিসের ভিক্ষা চায় ? চোখ দুটি ওর বড় স্বন্দর, বিহুবল করুণায় --- বৌদ্ধ ভিক্ষু—আবার এখানে ? শুখাও দেশের কি বারতা জানে ; নুতন তথ্য এলে সন্ধানে, ব্যর্থ না ফিরে’ যাম । —ন, ও কিছু নয়-মিথ্যা সময় লইও না সন্ন্যাসী ; যুদ্ধাবসানে সংবাদ লয়ে সাক্ষাৎ করো জাসি ; রক্তে রঙীন আজি এ গোধূলি, শান্তির কথা রাখে; ভব তুলি ; –थामा श्रोनैौग्न छोइ यनि, लक्ष्, থাকে স্থা উপবাসী ।
পাতা:প্রবাসী (ত্রিংশ ভাগ, দ্বিতীয় খণ্ড).djvu/৩২২
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।