পাতা:প্রবাসী (ত্রিংশ ভাগ, দ্বিতীয় খণ্ড).djvu/৩২৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

లిఫిy প্রবাসী—ে SAAAAAA SAAAAA AAAAMMAAASAASAASAASAASAASAASAA AAASAASAASAASAASAASAA AAAAM AMM MAAA AAAAS AAAASS যন্ত্রচালিত দুর্গদুয়ার অমনি সে গেল খুলি’,— মস্ত্রে যেম-বা চক্ষের ধনে বক্ষে লইল তুলি’ ; অতি অপূৰ্ব্ব রণকৌশলে স্তম্ভিত করি’ বিক্রম বলে বীরসেন আজি শত্রুর চোখে ছড়াইয়া দিল ধূলি ! ক্ষণেকের তরে অশোকের মনে জলিয়া উঠিল রোষ, ধিক্কার হানি’ ঈীয় আলস্ত্যে জাগিল অসন্তোষ । ক্ষুদ্র করদ – এত তেজ তার ! এ হেন দম্ভ—সম্মুখে কার ? তথাপি ধন্য বীর্য তাহার নিৰ্ভীক নির্দোষ । কহিল মন্ত্রী—কুতন্ত্রতার দিতে হবে প্রতিফল,— কলিঙ্গসাথে বঙ্গের মিল ঘটাবে চোখের জল । কহে সম্রাট—ঐ বীরত্বে বৈরতে নয়, বাধি’ মমত্বে ভাবিতেছি মনে, সাধিব কেমনে মগধের মঙ্গল । শুধাল মন্ত্রী—এই কি শাস্তি বিশ্বাসঘাতকের ? উত্তর এল—ভাবিনি সে কথা— ভেবেছি বীরত্বের ! ক্ষুণ্ণ মন্ত্রী ভাবে, এ কি কথা ! কোন পথে পাব মনের বারত ? মৃদু গম্ভীরে রাজা কহে ধীরে-- রাত্রি হয়েছে ঢের । 8 অৰ্দ্ধরাত্রে উদিল চন্দ্র দুর্গ প্রকারপারে ; প্রেতের মতন শোভিছে শিবির আবছা অন্ধকারে ; পৗষ, ১৩৩৭ [ ৩০শ ভাগ, ২য় খণ্ড প্রহরী হাকিছে দণ্ডে দণ্ডে, ঘণ্টা বাজিছে কাংস্যকণ্ঠে ; এক সম্রাট স্তন্ধ বিরাট চাহি’ ব্যোমপারাবারে । দূরে উঠে গান—“কেন মিছে নর দুঃখের ভার বহু ? মুক্তিসাগরে কর নির্বাণ বাসন স্থদুঃসহ ; প্রতি নিঃশ্বাসে দিন যে ফুরায়, ডাক’ এই বেল, ব্যথা যে জুড়ায়, প্রভু মুগতের দু'টি রাঙা পায় লহ রে শরণ লহ ।” — গান নয়, যেন কাদিছে করণ বেদনাসাগরতীরে, স্তব্ধ বিমান, নিশীথের প্রাণ ফাটিছে শিশিরমীরে ; রাজা অশোকের বজবক্ষে মৰ্ম্মপুরীর কক্ষে কক্ষে ফিরে’ ফিরে” করে পরশন তারি বার বীর ধীরে ধীরে ! & দু’টি বৎসর গেছে তারপর কলিঙ্গ-রণভূমে ; জেগেছিল যারা বিশ্রামহারা, ঘুমায় গভীর ঘুমে ! সম্রাট তার যজ্ঞের শেষে বিজয়মাল্য পরিয়াছে কেশে ; শবসাধনার শেষের আহুতি নিৰ্ব্বাণ চিতাধূমে । কলিঙ্গ শুধু পিঙ্গ নয়নে চাহিয়া উৰ্দ্ধপালে,— মরুভূমি যেন নির্মেধাকাশে দৃষ্টিশায়ক হানে ! মাঠে নাহি ঘাস, পাতা নাহি গাছে, শূন্য পুরীতে মহামারী নাচে ; শ্রাস্ত অশোক ঘুরছে আপন কীৰ্ত্তির সন্ধানে !