পাতা:প্রবাসী (ত্রিংশ ভাগ, দ্বিতীয় খণ্ড).djvu/৩৫৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৩৬২ এই ওয়াদাঃ লুট হ’ত, দর্শকরা ইচ্ছে হ’লে যে যা পাবৃত ভেঙে চুরে পছন্দ মত ওয়াদার অলঙ্কার নিয়ে যেতো ; উবুদ্ধ সাদা কাপড়ে জড়ানো নীয়মান শবদেহ ( শ্ৰীযুক্ত বাকে কর্তৃক গৃহীত ) কারণ ওয়াদাটও আগুনে পুড়িয়ে ফেলবার নিয়ম । পুঙ্গব মুখবর্তী কিন্তু স্থির ক’রেছিলেন, এইরকম ক’রে অত যত্বের সঙ্গে খোদা কাঠের মূৰ্ত্তিগুলি নষ্ট না ক’রে, বা যাকে তাকে না দিয়ে, ওগুলি আগুন লাগাবার পূৰ্ব্বে আস্তে আস্তে খুলে নিয়ে বাভাবিয়ার যাদুঘরে পাঠানো হবে, সেখানে চিরকালের জন্য বলির শিল্পকলার নিদর্শনহিসাবে রক্ষিত হবে। মাথার দিকটায় টলমল ক’রতে ক’রতে ওয়াদাঃ তো শে-ভ-য: < সঙ্গে বেরুলো । আমরা এগিয়ে এসে শোভাযাত্রা দেখতে লাগ লুম। এই শোভা-যাত্রায় সেই মনোহরগতি লীলাময়ী জনপদ কন্যা ও বধুদের সারি —কালকের রাক্ষস-মূৰ্ত্তি পুতুলের সং ছিল । হলি-ফ্যাশানের পোষাক পরা—অর্থাৎ মাথায় রঙীন রুমালের পাগড়ী, গায়ে গলার্তাটা (বা টাই-কলার-যুক্ত গলা-খোল) সাদা জীনের কোট, প্রবাসী—পৌষ, ১৩৩৭ [ ৩০শ ভাগ, ২য় খণ্ড পরণে রঙীন সারং, পায়ে চাপলী—বা সাবেক-ধরণের পোষাকপর, অর্থাৎ খালি গী, খালি মাথা বা মাথায় একটা রঙীন রুমাল বাধা, কানের পাশে ফুল গোজ, কোমরে রঙীন উত্তরীয় জড়ানে, পরণে রঙীন ধুতি, খালি প৮—এই দু রকম বেশে বলিদ্বীপীয় অভিজাত আর ভদ্র জনগণ। বিস্তর গেয়ে লোকও এসেছে। ঘুরতে ঘুরতে দেখি, এক জায়গায় রাজবাড়ীর মেয়েরা দাড়িয়ে আছেন, সঙ্গে ছাতি ধ’রে কতকগুলি দাসী চাকর ; পুঙ্গব স্থখবতীর পত্নীকেও দেখলুম। এদের সঙ্গে অতি ফুটফুটে সুন্দরী একটি ছোটো মেঘে র’য়েছে, মাথায় তার একটি ঝলমলে সোনার ফুলের মুকুট-পরা ; শুনলুম, এটা পুঙ্গব স্থখবতীর মেয়ে। এরা মিছিলের জন্য দাড়িয়ে আছেন, মিছিল একটু দেখে শবৰাহী ওয়াদাঃ (ঞ্জযুক্ত বাকে কত্ত্বক গৃহীত ) তারপরে দাহ-স্থানে যাবেন । বাকে, স্বরেনবাবু, আর ইউরোপীয় দর্শকেরা খুব ফোটোগ্রাফ নিচ্ছেন। আমাদের