পাতা:প্রবাসী (ত্রিংশ ভাগ, দ্বিতীয় খণ্ড).djvu/৩৬৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

○○や চিতাগৃহে বৃষের মূৰ্ত্তি খুব জ’লতে জলতে, ঘরের চালে আগুন লাগল। এইরূপে এক বিরাট অগ্নিকাণ্ডের মধ্যে নিজ অমুগামী স্বগ্রাম আর স্বদেশবাসীদের সঙ্গে পুঙ্গব সুখবতীর পিতৃব্য ইন্দ্রলোকে প্রয়াণ ক’রলেন । আমরা তারপরে প্রত্যাবর্তন ক’রলুম। রাতও খানিক হ’য়েছে, নিভস্ত আগুনের ছাইয়ের স্ত,প দেখবার আবশ্যকতা ছিল না । শুল্লুম, মৃতের আত্মীয়েরা সারা রাত দাহ-স্থানে থাকৃবেন । তারপরে চিতাভস্ম কিছু নিয়ে নিকটে কোনও বড়ে নদী থাকলে সেই নদীতে, নয় সমুদ্র কাছে হ’লে সমুদ্রে ফেলে দেবেন, তার পরে স্নান ক’বে বাড়ী ফিরবেন । বলিদ্বীপের অভিজাত বংশে এইরূপ ঘট ক’রে অস্ত্যেষ্টিক্রিয়া আর বেশী দিন ধ’রে চ’লবে না বোধ হয় । সমস্ত ব্যাপারে পুঙ্গব সুখবর্তীর প্রায় চল্লিশ হাজার গিলডার-আমাদের হা জা র পয়ত্রিশ ছত্রিশ টাকা—খরচ হ’য়েছিল । ছোটো দ্বীপের এক জন জমীদারের পক্ষে টাকাটা কম নয়। তা ছাড়া, মৃত্যুর এতদিন পরে দেহের সংকার-এ বীভৎস প্রথাটাও শিক্ষার প্রসারের সঙ্গে-সঙ্গে ক’মে আসবে। ইউরোপীয় শিক্ষ, মুসলমানদের দৃষ্টান্ত, আর মূল হিন্দু শাস্ত্রের সঙ্গে প্রবদ্ধমান পরিচয়-এ সবে মিলে এই অস্তু ত অস্ত্যেষ্টির অনুষ্ঠান বিষয়ে বলিদ্বীপীয়দের মনের ধারণ ক্রমে অন্য রকম ক’রে দেবেই । যাই হোক, আমরা কিন্তু যে জগৎ চ’লে যাচ্ছে তার একটা অতি বিচিত্র অনুষ্ঠান দেখে গেলুম। প্রবাসী—পৌষ, ১৩৩৭ [ ৩eশ ভাগ, ২য় খণ্ড ৫ই সেপ্টেম্বর, সোমবার – আজ বাদুঙে আমাদের শেষ দিন । আজ আমরা বলিদ্বীপ-ভদ্রাসন গৃহের দেবমন্দির উত্তর-পশ্চিম বলির পাহাড়ে অঞ্চলে Moendock মুণ্ডুকৃ ব’লে একটা স্থানে যাবে।—এটকে এই দ্বীপের সিমলা বা দাৰ্জিলিঙ বলা যায়। এখানে তিন দিন কবির সঙ্গে থাকবে, তারপরে বুলেলেঙ হ’য়ে যবদ্বীপে ফিরবেবলিদ্বীপের ভ্ৰমণ আমাদের সাঙ্গ হবে । বাদুঙ শহরে একটা সুন্দর সেকেলে প্রাসাদ সরকার থেকে স্বরক্ষিত অবস্থায় রেখে দিয়েছে। এই প্রাসাদটার