পাতা:প্রবাসী (ত্রিংশ ভাগ, দ্বিতীয় খণ্ড).djvu/৩৬৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৩য় সংখ্যা ] নাম Poera Satrija অর্থাৎ ক্ষত্রিয়-পুর বা প্রাসাদ, একে ডচেরা ‘পুর-সাত্রিয়ার মিউজিয়ম’ বলে । খালি সুন্দর বাড়াটা প’ড়ে আছে, শূন্ত পুরী খা খ করছে ; মিউজিয়ম বললে যে নানা জিনিসের সংগ্ৰহ বোঝায়, তার কিছুই নেই। তবে বন-জঙ্গল হয় নি, সরকার থেকে সাফ-স্থরা রাখে, কতকগুলি ঘরে চাবি দেওয়া থাকে। বাড়ীট এমন বড়ে নয়। দু-মহল বলা চলে। বলিদ্বীপীয় রীতিতে বাড়ীর বাইরে একটা স্বানের জায়গা আছে, কিন্তু সেখানে জলের ব্যবস্থা আর নেই। একট চমৎকার আর বেশ উচু ছতরী আছে, বা’র বাহুঙ, পুরী-সাত্রিয়ার ছতরী (খ্ৰীযুক্ত স্বরেন্দ্রনাথ কর কর্তৃক গৃহীত ) বাড়ীর এক কোণে। বাড়ীর বাইরে একটা ঘড়ী বাজাবার ইঙ্গি-ঘর আছে। বেশ পরিষ্কার খোলা জায়গায়, বড়ে বড়ো দুই আঙিনা,—একটী বড়ে ঘর, পাশে ছোটে ঘর ; দ্বীপময় ভারত ৩৬৭ ی۔ ..........-----.....م.م... ا. আর একটী ছোটো দেবমন্দির, দেবতা অবশু নেষ্ট । অনেক প্রাসাদের সংশ্লিষ্ট এই রকম ছোটো দেবমন্দির থাকে, আর পাথরের কাজে সেগুলি দেখতে অতি সুন্দর পুর-সাত্রিয়ার দেওয়ালে খোদিত হনুমান মূৰ্ত্তি শ্ৰীযুক্ত সুরেন্দ্রনাথ কর কর্তৃক গৃহীত ) হয় । পুর-সাত্রিয়াতে আর একটী দ্রষ্টব্য জিনিস আছে, এর ঘড়ী-ঘরের সামনেকার বাইরের দিককার দেওয়ালের গায়ে নরম পাথরের ইটের উপরে খোদা কতকগুলি #—bas-relief–ox একটা ক’রে মূৰ্ত্তি বলিদ্বীপীয় শিল্প রীতি অনুসারে খোদা, খুব চমৎকার দেখতে, বেশ প্রাণযুক্ত মূৰ্বি ক’ট। আলাদা আলাদা রাম লক্ষ্মণ ভরত শত্রুঘ্ন সীতা হনুমান অঙ্গদ বিভীষণ প্রভৃতি রামায়ণের পাত্রপাত্রীদের মূৰ্ত্তি । আবার তা ছাড়া মহাভারতের পাচ পাণ্ডব আর দ্রৌপদীর মূৰ্ত্তি ; সব-শুদ্ধ গুটি চোদ