পাতা:প্রবাসী (ত্রিংশ ভাগ, দ্বিতীয় খণ্ড).djvu/৪০৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

8 o 8 শ্ৰেষ্ঠ লোকদের সহিত বুদ্ধিবিদ্যাসাপেক্ষ কাজে সমকক্ষত৷ করিতে পারেন, ইউরোপের যে-কোন দেশে তাহারা বিখ্যাত হইতেন । এইরূপ যে-কয়জন ভারতীয় লোকের তিনি নাম করিয়াছেন, তাহার মধ্যে রবীন্দ্রনাথ ঠাকুর, জগদীশচন্দ্র বক্স এবং বামনদাস বস্থর নাম আছে। তাহার জ্যেষ্ঠভ্রাতা শ্রীশচন্দ্র ও তিনি পাণিনি কাৰ্য্যালয় স্থাপিত করেন । শ্রীশচন্দ্র এখান হইতে পাণিনির অষ্টাধ্যায়ী ব্যাকরণ ইংরেজী অনুবাদ ও ব্যাখ্যা সহ প্রকাশিত করেন। ম্যাক্সমূলর প্রভৃতি সংস্কৃতজ্ঞ পণ্ডিতের এইজন্য র্তাহার পাণ্ডিত্যের ভূয়সী প্রশংসা করেন । তদ্ভিন্ন শ্ৰীশচন্দ্র কয়েকটি প্রধান উপনিষদের ঐরূপ সংস্করণ বাহির করেন এবং কোন কোন স্মৃতি ও অন্যান্য শাস্ত্র সম্বন্ধীয় গ্রন্থ রচনা ও প্রকাশ করেন। ভট্রোজদীক্ষিত প্রণীত "সিদ্ধাস্তকৌমুদী” ব্যাকরণ দুই ভাই ইংরেজীতে অনুবাদ করিয়া বাহির করেন । সেক্রেড বুক্স্ অব দি হিন্দুজ নাম দিয়া পাণিনি আফিস হইতে যে বহুসংখ্যক শাস্ত্রগ্রন্থের মূল ও ইংরেজী অনুবাদ বা শুধু ইংরেজী অম্বুবাদ বাহির হয়, বামনদাস তাহ সম্পাদন করেন। তদ্ভিন্ন তিনি অনেক দুষ্পাপ্য ইংরেজী পুস্তক ও পুস্তিক পুনমুদ্রণ করেন । বামনদাস ইচ্ছা করিলে একজন শ্রেষ্ঠ সাংবাদিক হইতে পারিতেন। অনেক ইংরেজী কাগজে তিনি প্রবন্ধ লিখিয়ছিলেন। ‘মডার্ণ রিভিউ পত্রিকায় তিনি যে-সকল মূল্যবান প্রবন্ধ লিখিয়াছিলেন, তাহার তালিকা উহার ডিসেম্বর সংখ্যায় দিয়াছি। প্রবাসীতে লিখিয়াছিলেন – এবং ১ ও ০ ১ বৈশাখ ; – শত্ৰুঞ্জয় পৰ্ব্বত শ্রাবণ ঃ– সিন্ধুদেশ BBBB S SSBBBB BBBBBB BBBB KKBBBBS অগ্রহায়ণ – ইংরাজী ভাষায় বাঙ্গালী লেখক ′5笃饶一 পাশ্চাতা দেশে সংস্কৃত ভাষার চচ্চ ১৩১১ বৈশাখ :- বজাপুর 夺湾3 আহমদনগর আষাঢ় :- [ জার্মানদেশীয় সংস্কৃতজ্ঞ পণ্ডিতগণ "ঔরঙ্গজেবের সমাধি”--উত্তর শ্রাবণ -— নাসিক অশ্বিন :- গুজরাতী ভাষা ও প্রাচীন সাহিত্য কাৰ্ত্তিক :-— চাদবিবির ছবি ক্সগ্রহায়ণ পৌর্য } z-মহারাষ্ট্রীয় ভাষা ও সাহিত্য প্রবাসী—পৌষ, SGI) ৩০শ ভাগ, ২য় খণ্ড মাঘ --- মহারাষ্ট্রীয় সাহিত্যের তৃতীয় যুগ ফাল্গুন :– ষোলাপুর চৈত্র ঃ– পুণ৷ ১৩১১ জ্যৈষ্ঠ :-- ঠানা জেলা শ্রাবণ :- সাতার। কাৰ্ত্তিক --- বিজয়নগরের ইতিবৃত্ত অগ্রহায়ণ ;– রত্নগিরি ও মহারাষ্ট্র রণতরী পৌধ :– বম্বাই সহয় ឆ - জঞ্জিরা কচ্ছপ্রদেশ سيدي أ ب F tة চিত্র ঃ- থালেদশ ১৩১২ বৈশাখ :-— কোলাবা অকবরের নিন্দুকগণ س-ig gه و চৈত্র ঃ– ভারতধৰ্ম্ম কি ? ** ** } -- হিতকর ও অর্থঙ্কর ভারতীয় উদ্ভিদাবলী কীৰ্ত্তিক | ১৩২১ ভাদ্র -- বাঙ্গালীয় কয়েকটি বিশেষত্ব ১৩৩৩ বৈশাখ -- আশীৰ্ব্বচন বামনদাস বস্ব মহাশয়ের লেখ নানা শহরের ইতিহাস-সম্বলিত প্রবন্ধগুলি ঐতিহাসিক যদুনাথ সরকার মহাশয় পুস্তকাকারে প্রকাশ করিতে বলিয়াছিলেন । ভবিষ্যতে তাহী করা হইবে । শ্ৰীশচন্দ্র ও বামনদাস বস্ব ভ্রাতৃদ্বয়ের মধ্যে যেরূপ হৃদ্যতা, পরস্পরের প্রতি ভালবাসা ও শ্রদ্ধা এবং সকল কাজে সহযোগিতা ছিল, সেরূপ সৌভ্রাত্র সচরাচর দেখা যায় না । এই সৌভ্রাত্রের গুণে তাহার নানা মূল্যবান গ্রন্থের প্রচার রূপ কঠিন কাৰ্য্য করিতে পারিয়াছিলেন । আটাশ বৎসর পূৰ্ব্বে বামনদাস বাবুর সহিত আমার পরিচয়ের সৌভাগ্য ঘটিয়াছিল । ঠিক্‌ কোন বৎসর কোন তারিখে তাহার সহিত আমার পরিচয় হয়, তাহ। আমার মনে নাই ; কিন্তু তাহার মনে ছিল । তিনি র্তাহার জীবনস্মৃতির একটি খাতায় তাহা লিখিয়াছিলেন, কিন্তু অন্যান্য কয়েকটি খাতার সহিত ঐ খাতাটি হারাইয়া , গিয়াছে । পাণিনি অফিস হইতে রাজা রামমোহন রায়ের ংলা ও ইংরেজী গ্রন্থাবলীর যে সংস্করণ বাহির করা হয়, আমি তাহার ইংরেজী খণ্ডটির প্রাফ দেখিয়াছিলাম । এবং একটি দীর্ঘ ভূমিকা লিখিয় দিয়াছিলাম । তাহার দু-একটি পাদটীকাও আমার লেখা । ১৯০৬ সালে আমি এলাহাবাদের কায়স্থ পাঠশালা কলেজের প্রিন্সিপ্যালের কাজে ইস্তফ দি । ‘প্রবাসী