পাতা:প্রবাসী (ত্রিংশ ভাগ, দ্বিতীয় খণ্ড).djvu/৪০৬

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৩য় সংখ্যা ] তাহার পূৰ্ব্বেই বাহির হইয়াছিল। তখন ইংরেজী মডার্ণ রিভিউ” বাহির করিতে মনস্থ করি । এই সময়ে এবং তাহার পরও বরাবর বামনদাস বস্থ মহাশয় নানা প্রকারে আমার সাহায্য করিয়াছেন । তজ্জন্ত আমি চিরকৃতজ্ঞ । বামনদাস বস্থ মহাশয়ের স্মৃতিশক্তি অসাধারণ ছিল । ত্রিশ চল্লিশ পঞ্চাশ বৎসর আগেকার ঘটনার বৃত্তান্ত ও তারিখ তাহার মনে থাকিত । ‘মডার্ণ রিভিউ” ও *প্রবাসী’তে বহু বৎসর পূৰ্ব্বে কিছু প্রকাশিত হইয়া থাকিলে তাহা দেখিবার প্রয়োজন হইলে আমি যদি তাহ খুজিয়া ন পাইতাম, তাহাকে চিঠি লিখিলে ফেরত ডাকে ঠিক সন্ধান তিনি লিথিয়া পাঠাইতেন। তিনি নানা বিষয়ের বহুসংখ্যক পুস্তক পড়িয়াছিলেন এবং অনেক পুস্তক হইতে অনেক অংশ আবৃত্তি করিতে পারিতেন। তিনি যেসব বিদ্যা জানিতেন, তদ্বিষয়ক অনেক কথা প্রয়োজন হইলেই জানিয়া লইতে পারিতাম । বাংলা ইংরেজী সংস্কৃত ৪ ফার্সী কবিতা তিনি অনেক আওড়াইতেন। লুগুনে পড়িবার সময় বামনদাসের পুরাতন পুস্তকের عمجمعنایب تیم حسیسمس - سنند...، দোকান রিয়_বেড়াইবার অভ্যাস-ছিল । সেখান হইতে তিনি অনেক দুষ্পাপা পুরাতন বহি এবং মুদ্রিত ছবি ক্রয় করেন । এই সকল ছবি ও বহি তিনি সঙ্গে করিয়া লইয়া আসেন । দেশে অসিয়াও তিনি অনেক বহি ক্রয় করেন। তাহার দাদাও অনেক বহি কেনেন। পাণিনি আফিস হইতে প্রকাশিত বহির বিনিময়ে প্রাপ্ত এবং গবন্মেটি ও কোন কোন গ্রন্থকার ও প্রকাশক কর্তৃক উপহৃত বহু পুস্তক দ্বারাও এই গ্রন্থসমষ্টি পুষ্ট হয় । বস্ত্র ভ্রাতৃদ্বয় তাহাদের মাতার নামে এই গ্রন্থসংগ্রহের নাম ভুবনেশ্বরী লাইব্রেরী রাখেন। ইহাতে প্রধানত: সংস্কৃত, প্রত্নতত্ত্ব ও ইতিহাস বিষয়ক বহি বিস্তর আছে । বোম্বাইয়ের কর্ণেল কীৰ্ত্তিকর যখন ১৯১৪ সালে এলাহাবাদ আসেন, তখন এই লাইব্রেরী র্তাহার এত ভাল লাগে, যে, তিনি তাহার জীববিদ্যা ও উদ্ভিদবিদ্যা বিষয়ক সমুদয় গ্রন্থ ও পত্রিক এবং অপুষ্পক উদ্ভিদসমূহের নমুনা, রঙীন ছবি ও ফোটোগ্রাফ উইল করিয়া তাহার বন্ধু মেজর বস্তুকে দিয়া যান। মেজর বস্তু ১৯২০ সালে এইগুলি কলিকাতা বিশ্ববিদ্যালয়কে এই সর্ভে দান করেন, 8 S سس۔ جرثہ বামনদাস বসু 80 (t যে, বিশ্ববিদ্যালয় একটি শুষ্ক উদ্ভিদ-মন্দির স্থাপন করিয়া তাহার নাম রাখিবেন কীৰ্ত্তিকর উদ্ভিদ-মন্দির এবং ভারতবর্ষীয় অপুষ্পক উদ্ভিদসমূহ সম্বন্ধে একটি গ্রন্থ রচনা ও প্রকাশ করাইবেন যাহাতে কীৰ্ত্তিকর মৰ্চাশয়ের তদ্বিষয়ক গবেষণা ও চিত্র-সমূহ সন্নিবিষ্ট হইবে। এই সকল উদ্দেশু সাধনের জন্য এবং কলিকাতা বিশ্ববিদ্যালয়ে ভারতীয় অপুষ্পক উদ্ভিদ সম্বন্ধে গবেষণা কাৰ্য্যে উৎসাহ দিবার নিমিত্ত মেজর বস্থ কীৰ্ত্তিকর ও তাহার প্রণীত ঔষধাৰ্থে ব্যবহৃত ভারতীয় উদ্ভিদবলীবিষয়ক মূল্যবান সচিত্র গ্রন্থের একশত সেট কলিকাত বিশ্ববিদ্যালয়কে দান করেন। প্রত্যেক সেটের মূল্য দুইশত পচাত্তর টাকা । ভারতীয় অপুষ্পক উদ্ভিদাবলী সম্বন্ধীয় পূৰ্ব্বোক্ত গ্রন্থ কারমাইকেল মেডিক্যাল কলেজের উদ্ভিদবিদ্যার অধ্যাপক বিজ্ঞানাচাৰ্য্য সহায় রাম বস্থ মহাশয় ৰ্ত্তিকর ফাগু হইতে বৃত্তিপ্রাপ্ত দুইজন গবেষক ছাত্রের সাহায্যে প্রস্তুত করিয়াছেন । উহা অচিরে ছাপিবার জন্য প্রেসে দেওয়া হইবে । উহাতে বহু রঙীন চিত্র থাকিবে । এই গ্রন্থখানির প্রকাশ দেখিয়া যাইতে পরিলে মেজর বসু আহলাদিত হইতেন । তাহার প্রদত্ত উপকরণ হইতে র্তাহার অভিলাষ অনুসারে অধ্যাপক ফণীন্দ্রনাথ বয় কর্তৃক লিখিত র্তাহার জ্যেষ্ঠ ভ্রাত শ্ৰীশচন্দ্রেব জীবনচরিতের প্রকাশও দেখিয়া যাইতে পারিলে তিনি সাতিশয় সুখী হইতেন । র্তাহার লাইব্রেরীর কিয়দংশ প্রয়াগের মহিল৷ বিদ্যাপীঠে তিনি জীবদ্দশাতেই দান করিয়া গিয়াছেন। বামনাস বাৰু কেবল যে পুরাতন পুস্তকই সংগ্ৰহ করিতেন তাহা নহে ; পুরাতন খবরের কাগজ ও পত্রিকা সংগ্রহেও তাহার উৎসাহ ছিল । যত বহি তিনি পড়িতেন, তাহা হইতে প্রয়োজনীয় অংশ খাতায় টুকিয়। রাখিতেন । পুরাতন খবরের কাগজ ও পত্রিকা হইতে অনেক প্রবন্ধ ও তথ্য কাটিয়া রাখিতেন। চাকরি উপলক্ষ্যে কোন একটি স্থানে থাকিবার সময় তিনি তত্ৰত্য অফিসার ও অন্ত লোকদের নিকট হইতে দশ মণ পুয়াতন সংবাদ-পত্র ক্রয় করিয়া তাহা হইতে এইরূপ টুকরা কাটিয়া রাখেন। ঐ জায়গা হইতে বদলী