পাতা:প্রবাসী (ত্রিংশ ভাগ, দ্বিতীয় খণ্ড).djvu/৪১৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

8२० শ্ৰীযুক্ত পুলিনবিহারী দাসের আখড়ায় ব্যায়াম ও লড়াইয়ের কৌশল শিক্ষা করিয়াছেন । সাম্প্রদায়িক দাঙ্গায়ু আত্মরক্ষ{— বিগত জুলাই মাসে যখন কিশোরগঞ্জ মহকুমার অন্তর্গত বহু হিন্দু বাড়ী মুসলমান লুণ্ঠনকারিগণ বিন বাধায় এবং নিঃসঙ্কোচে লুণ্ঠন করিয়া পাকুন্দিয় ও হুসেনপুর থানার বহু হিন্দু অধিবাসীকে সর্বশ্বাস্ত করে এবং যেদিন প্রাতে ৮টা ৯টার সময় জাঙ্গালিয়া গ্রামের স্বগীয় কৃষ্ণচন্দ্র রায় মহাশয়ের বাড়ীর লোমহর্ষণ ঘটনা ঘটে, সেই দিনই কটীহাদী থানার অধীন বানিয়াগ্রামের পিছন দিকে একটা জায়গায় প্রায় তিন চারি শত মুসলমান দুৰ্ব্বত্ত নানাবিধ সাংঘাতিক অস্ত্র-শস্ত্র লইয়া জমা হয় এবং বানিয়াগ্রাম লুণ্ঠনের চেষ্টা করে। কিন্তু তাহার। সেই গ্রামের তালুকদার শ্ৰীযুক্ত স্বরেন্দ্রমোহন চৌধুরীর উদ্যম ও নিম্ভীকতার জন্য কৃতকার্য হইতে পারে নাই। দুৰ্ব্বত্তের। ॐश्ब्रजभांश्न cझौभूी যথম বানিয়াগ্রামের নিকটে একটি মাত্র কনষ্টেবল ও জমাদারকে হঠাইর গ্রামের ভিতর লইয়। আসে ঠিক সেই সময় স্বরেন্দ্র বাবুখবর পাইয়া ঘটনাস্থলে উপস্থিত হইলে জমাদার তাহাকে গুলি ছড়িতে অনুরোধ করেন। স্বরেন্দ্র বাবু প্রথমতঃ গোটা দুই র্যাক আওয়াজ করিলে দুৰ্ব্বত্তের একটু হঠিয়া যায়। কিন্তু তৎপর তাহারাজাবার দ্বিগুণ উৎসাহে স্বরেন্দ্র বাবু ও জমাদারের মাথা লইতেই হুইবে ইত্যাদি চীৎকার করিতে করিতে অগ্রসর হইতে থাকে। তথম স্বয়েন্ত্র বাবু প্রবাসা—পৌষ, ১৩৩৭ [ ৩০শ ভাগ, ২য় খণ্ড আরও কতকজন গ্রামবাসী এবং জমাদারকে সঙ্গে লইয়। গুলি ছাড়িতে ছাড়িতে অগ্রসর হইতে থাকিলে লুণ্ঠনকারীরা তাহাদিগকে তিন দিক হইতে খিরিয়া ফেলার চেষ্টা করে এবং বর্শ ইত্যাদি দ্বার} আঘাত করিবার চেষ্টা করে, কিন্তু অবশেষে পলাইতে বাধ্য হয় । তখন দুৰ্ব্ব ত্তদের মধ্যে তিন জন ধরা পড়ে। ধৃত ব্যক্তিগণকে সঙ্গে লইয়া তাহারা সকলেই আসিয়া এক বাড়ীতে অপেক্ষা করিতেছেন এমন সময় দুৰ্ব্বত্তগণ পুনরায় ভীষণ চীৎকার করিতে করিতে ঐ বাড়া আক্রমণ করিতে আসিলে সুরেন্দ্র বাবু পুনরায় অগ্রসর হইয়। গুলি ছাড়িলে এবং তাহাদের পশ্চাদমুসরণ করিলে দুৰ্ব্বত্তের গলায়ন করে। তখন পাট ক্ষেতের মধ্য হইতে আরও ছয় জন পলায়নকারী ধরা পড়ে । একমাত্র বন্দুক লইয়। এইরূপ অসমসাহসিকতার সহিত স্বরেন্দ্র বাবু বাধা দিতে না পারিলে বানিয়াগ্রাম কেন, এই অঞ্চলের কোন হিন্দু বাড়ী রক্ষণ পাইত কি ন। সন্দেহ। প্রবাসী বঙ্গ-সাহিত্য সম্মিলন – আগামী বড়দিনের অবকাশে প্রবাসী বঙ্গ-সাহিত্য সম্মিলনের নবম অধিবেশন আগ্রায় হইবে স্থিরীকৃত হইয়াছে। সম্মিলনের সঠিক দিন পরে জ্ঞাত করা হইবে । পরিচালক সমিতির পক্ষ হইতে সমগ্র প্রবাসী বাঙ্গালীকে এই সম্মিলনে যোগদান করিতে সাদরে আমন্ত্রণ করা হইতেছে। প্রতিনিধিগণের চাদ। ৫২ টাকা ও ছাত্ৰগণের জন্য ২০ টাক। ধায্য হইয়াছে । সমাগত প্রতিনিধিবর্গের অtহার ও বাসস্থানাদির যথাসম্ভব ব্যবস্থা অভ্যর্থনাসমিতি করিবেন। ভারতীয় ছাত্রের কৃতিত্ব— গত ১৩ই আগষ্ট, ১৩৩৯, শ্ৰীমান সারদাপ্রসাদ সিংহ বাংল। সরকারের প্রদত্ত, বিদেশে শিল্পশিক্ষার্থ বৃত্তি গ্রহণ করিয়া বিলাত ধাত্র। স্ত্রসারদাপ্রসাদ সিংহ