পাতা:প্রবাসী (ত্রিংশ ভাগ, দ্বিতীয় খণ্ড).djvu/৪২৬

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৩য় সংখ্যা ] বিবিধ প্রসঙ্গ—ডাক্তার সিমসনের হত্যার জন্য দায়িত্ব ভারতীয় লোক ভারতবর্ষের প্রতিনিধি না হইলেও ভারতবর্ষের ভবিষ্যৎ -শাসন-প্ৰণালী সম্বন্ধে একটা ব্যবস্থা করিবার নিমিত্ত বিলাতে গিয়াছেন, তখন তাহাদের কাজে কোন বিল্প বাধা না জন্মান উচিত। কিন্তু এই বাধাবিঘ্ন বে-সরকারী টেরারিজম দ্বারাই জন্মে, সরকারী লোকদের টেরাজিজম দ্বারা জন্মে না, এরূপ মনে । করিবার কারণ কি আছে জানিতে ইচ্ছা করি । ডাক্তার সিমসনের হত্যার জন্য দায়িত্ব আইন ও শৃঙ্খলা রক্ষার ভার ব্রিটিশ হস্তে থাক উচিত, ডাঃ সিমসনের হত্য। ইহাই প্রমাণ করিতেছে, ম্যাঞ্চেষ্টার গার্ডিয়ান এই যুক্তি সঙ্গত মনে করেন না । কেন করেন না, তাহ। ঐ কাগজের সম্পাদক বলেন নাই । যখনই ভারতবর্ষে একটা “ধৰ্ম্ম’-দাঙ্গ বা কোন অরাজকত বা লুটপাট ঘটে, বা কোন ইংরেজ খুন হয়, তখনই চরমপন্থী জবরদস্ত বাদশাহের দোস্ত ইংরেজরা বলে বটে, যে, ঐ সব ঘটনা দ্বারা প্রমাণ হয়, যে, ভারতবর্ষে আইনের ময্যাদা রক্ষা ও শুঙ্খলা রক্ষার ভার ইংরেজদের হাতে থাকা উচিত। এই-সব লোকেরা হয় আহম্মক নতুব সত্য গোপন করিতে চায়। তাহারা ভুলিয়া যায় কিম্ব গোপন করিতে চায়, যে, এই সব ঘটন। ইংরেজরা আইন ও শৃঙ্খলার রক্ষক থাকা কালেই ঘটিতেছে । সুতরাং তৰ্কশাস্ত্র অনুসারে কথা বলিতে গেলে জিনিষটি দাড়ায় এইরূপ — “ধৰ্ম্ম”-দাঙ্গা, অরাজকতা, লুট পাট এবং ইংরেজ ও দেশী সরকারী কৰ্ম্মচারী খুন আইন ও শৃঙ্খলা রক্ষার ভার ইংরেজ কৰ্ম্মচারীদের হাতে থাকা কালেই ঘটিতেছে ; অতএব অন্ততঃ পরীক্ষা হিসাবেও দেখা উচিত এসব বিষয়ে প্রভুত্ব দেশী লোকদের হাতে গেলে অরাজকতা, দাদা, লুট-পাট, সরকারী কৰ্ম্মচারী হত্যা লোপ পায় কি না, কিম্বা অন্ততঃ কমে কি না । বড়লাট লর্ড আরুইন এবং অনেক প্রাদেশিক গবর্ণর পুলিসের কার্য্যদক্ষতার এবং সংযম ও সাধুতায় মুগ্ধ এবং তাহার প্রশংসায় শতমুখ। আমরা এরূপ প্রশংসায় বিশ্বাস করি না । কিন্তু সে কথা থাক্ । সিমসন সাহেবের হত্য পুলিসের শৈথিল্যের একটি প্রকৃষ্ট প্রমাণ । কেন, তাহা বলিতেছি । দেশের নানা জায়গায় অত্যাচারের অভিযোগ প্রকাশ খবরের কাগজে যত বাহির হইয়াছে ও হইতেছে, তাহাতে অল্পবয়স্ক লোকদের মন উত্তেজনায় পূর্ণ হইয়া আছে। বেসব ছোট ছোট কাগজ গুপ্তভাবে ( কতক সরকারী ডাকঘরেরই সাহায্যে ! ) প্রচারিত হয়, তাহাতে আরও গুরুতর অত্যাচারের কাহিনী ও অভিযোগ থাকে। লোকের মুখে মুখে যাহা ছড়ায় তাহ ভীবণতম । অনেক লোকের উত্তেজিত মানসিক অবস্থার কারণ এই-সব সংবাদ ও গুজব । সেগুলা খাটি সত্য বা মিথ্যা তাহ জানিবার উপায় নাই । প্রকাশ খবরের কাগজের ও গুপ্ত সংবাদ-পত্রের প্রচার যদি-বা বন্ধ করা যায় ব৷ কমান যায়, গুজব বন্ধ করিতে পারেন, এমন শক্তিমান লোক এখনও জন্মগ্রহণ করেন মই । যাই। হউক, সে-কথ। এখন আমাদের আলোচ্য মহে । আমরা বলিতেছিলাম, অনেকের মন উত্তেজিত অবস্থায় আছে। তাহার ফলে অল্প দিন পূৰ্ব্বে লোম্যান সাহেবের প্রাণনাশ হয়, এবং স্তর চালর্স টেগার্টের উপর বোমা নিক্ষিপ্ত হয় । জেলের বাহিরে ও জেলের ভিতরে পুলিসের ও জেলবিভাগের লোকদের দ্বারা অত্যাচারের যত সংবাদ বাহির হয় তাহা মিখ্যা হইতে পারে, কিন্তু অনেকে-বিশেষতঃ উত্তেজনাপ্রবণ অল্পবয়স্ক লোকেরাতাহ৷ সত্য বলিয়া বিশ্বাস করে । এ অবস্থায় পুলিস ও জেলবিভাগের বড় বড় কৰ্ম্মচারীদিগকে নিরাপদ রাখিবার জন্ত র্তাহাদের জন্য গুপ্ত রক্ষীর বন্দোবস্ত করা পুলিস বিভাগের একান্ত কৰ্ত্তব্য । সিমসন সাহেবের সম্বন্ধে এই কৰ্ত্তব্য পালিত না-হওয়ায় পুলিসের নির্ব দ্বিত, অসতর্কত, বা শৈথিল্য প্রমাণিত হইতেছে। তাহাকে যে বা যাহারা মারিয়াছে, তাহার প্রাণনাশের জন্তু অবশু তাহারাই প্রধানত: দায়ী । কিন্তু যাহারা তাহাকে নিরাপদ রাখিবার জন্য বন্দোবস্ত করে নাই, তাহদেরও কিছু দায়িত্ব আছে। আংশিক দায়িত্ব সেই সব নিম্নপদস্থ সরকারী লোকেরও আছে, যাহাদের দ্বারা দেশে জুলুম হওয়ায় উত্তেজনার হাওয়া দেশে বহিতেছে, এবং সেই সব