পাতা:প্রবাসী (ত্রিংশ ভাগ, দ্বিতীয় খণ্ড).djvu/৪২৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

8ඵඟ ন হইলে আ ত্যাচার হইয়াছে কি না বলিতে পারি না । বেশ ; তাহ হইলে নিরপেক্ষ আদালতের অঙ্গুসন্ধান তিনি করুন । আমরা অাহত লোকদের ছবি দিতে বিরত থাকিলাম । অন্য রকম কতকগুলি ফোটোগ্রাফ দেখিয়াছি, যেগুলি সস্বন্ধে সভ্য বা মিথ্যা বিবরণ এই, যে, পুলিসের লোক ঘরবাড়ী ধানের গোলা ভাঙিয়া লুট করিয়া পুড়াইয়া দেওয়ায় তাহদের অবস্থা ঐরূপ হইয়াছে । কয়েকটির ফোটোগ্রাফের প্রতিলিপি মুদ্রিত করিতেছি । এগুলি গোকুলনগরে এই ধানের গোলাটি পুলিস পুড়াইয়া দিয়াছে বলিয়া প্রকাশ সম্বন্ধে গবন্মেন্টের তদন্ত করান উচিত । বেসরকারী আইনজ্ঞ লোকদের দ্বারা তদন্ত হইলেই ভাল হয় । নতুব। কতক এইরূপ বেসরকারী লোক এবং কতক হাইকোর্টের - , ব্যারিষ্টার-জজ ও উকীল-জজদের দ্বারা হউক । গবন্মেষ্ট তাহাও যদি না চান, কেবলমাত্র কলিকাতা হাইকোর্টের বারিষ্টার-জজ ও উকীল-জজদের দ্বার প্রকাশ্ব তদন্ত করিয়া সমুদয় সাক্ষ্য ও রিপোর্ট প্রকাশ করুন । বিধ্বস্ত ঘরবাড়ী, ধানের গোলা, ডিস্পেন্সারী প্রভৃতি সম্বন্ধে সরকার বাহাদুরকে অম্বসন্ধান করিতে বলিবার কারণ এই, যে, এই পদার্থগুলি অচেতন ; ইহারা বেআইনী জনতা করে না, দাঙ্গা করে না, পুলিসকে আক্রমণ করে না, ম্যাজিষ্ট্রেট বা পুলিসের হুকুম অমান্ত করে না, খাজনা বা টেক্স দিতে অস্বীকার করে না ; স্বতরাং তাহাদের প্রবাসী—পৌষ, ১৩৩৭ [ ৩০শ ভাগ, ২য় খণ্ড উপর নূ্যনতম বা অধিকতম বলপ্রয়োগের কোন স্থায্য কারণ নাই । অধ্যাপক রামনের নোবেল পুরস্কার প্রাপ্তি কলিকাতা বিশ্ববিদ্যালয়ের পদার্থ-বিজ্ঞানের পালিত অধ্যাপক স্তার চন্দ্রশেখর বেঙ্কট রামন ১৯৩০ সালে পদার্থবিজ্ঞানের শ্রেষ্ঠ আবিক্রিয়ার জন্য নোবেল পুরস্কার অধ্যাপক স্তার চন্দ্রশেখর বেঙ্কট রামন পাইয়াছেন । এশিয়ার মধ্যে সর্বপ্রথমে রবীন্দ্রনাথ ঠাকুর এই পুরস্কার প্রাপ্ত হন । তাহ! সাহিত্যের জন্ত । অধ্যাপক রামন তাহার পর, এশিয়ার মধ্যে, এই পুরস্কার পাইলেন । ইহা এশিয়াবাসীর, ভারতীয়দের, মান্দ্রজীিদের, এবং কলিকাতা বিশ্ববিদ্যালয়ের গৌরবের বিষয় । এই পুরস্কারের মূল্য প্রায় ৬৫০০ পাউণ্ড, অর্থাৎ বর্তমান বিনিময়ের হারে মোটামুটি ৯০,০০০ টাকা । । আলফ্রেড নোবেল পুইডেনে জন্মগ্রহণ করেন।