পাতা:প্রবাসী (ত্রিংশ ভাগ, দ্বিতীয় খণ্ড).djvu/৪৯৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৪র্থ সংখ্যা ] SAMJMSABBMMBBMMMAJJAMMMAAJJ S হবার ভাণ করেছি। তোমরা সকলে দেখছ এখানে ফরাসী দলপতিদের । এদের কুড়ি জনকে তোমরা স্পর্শ কোরো না । এদের আয়ু শেষ হয়েছে, সবাই এরা বিষাক্ত মদ্য পান করেছেন ।” গ্রামের লোকেরা ভয়ে বিস্ময়ে কোলাহল করিয়া উঠিল । তাহারা অগ্রসর হইয়া আসিয়া দেখিল নিমন্ত্ৰিতদের ভিতর অধিকাংশই প্রাণশূন্য অবস্থায় বসিয়া আছে ; তাহাদের মাথা বুকের উপর ঝুলিয়া পড়িয়াছে, হাত শীতল ও কঠিন হইয়া আদিতেছে। অন্যদেরও মৃত্যু আসয় । “গালি য়া দীর্ঘজীবী হও,” এই ধ্বনি করিতে করিতে তাহারা চিকিৎসকের চারি পাশে আসিয়া দাড়াইল । গাদিয়া আর দাড়াইতে পারিতেছিলেন না । তিনি নভ জাদু হইয়। বসিয়া পড়িয়া বলিলেন, “ক্যালিডোনিও পঠন বৈষ্ণব-রাজপুত্র বিজুলী খাঁ S AMAMAMMMSAAAMMMMMAMAMMMAMeeMMAHH SAAAAAS AAAASS 8ఫిలి میہ »ہجیی،میہ یہx^* محمہ** مـ ওষুধের দোকানে আফিং আর বিন্দু মাত্র বাকি নেই সৰ খরচ হয়ে গেছে। অন্য জায়গা থেকে আনিয়ে রেখে। তখন র্তাহার প্রতিবেশীরা বুঝিতে পারিল যে, গাসিয়া নিজেও বিষাক্ত মদ্য পান করিয়াছেন। তাহার পর যে দৃশ্ব দেখা গেল তাহ দর্শকদিগের মধ্যে জীবনে কেহ ভুলিতে পারে নাই। স্ত্রীলোকরাই গাসিয়ার প্রাণবধ করিবার জন্য বেশী উৎস্থক ছিল, তাহারাই এখন তাহার হত-চেতন দেহ ক্রোড়ে লইয়া বিলাপ করিতে লাগিল। পুরুষেরা আলোগুলি তুলিয়া ধরিয়া নীরবে প্রতীক্ষা করিতে লাগিল। ক্রমে ক্রমে একুশ জনের জীবন-প্রদীপই নিবিয়া গেল । মৃত গাসিয়ার মুখে আনন্দের হাসি ফুটিয়া উঠিল । দেশবাসীয় আৰ্ত্তনাদ, ও ধৰ্ম্মযাজকের আশীৰ্বাচনের মধ্য দিয়া তিনি পরলোকে প্রস্থান করিলেন। ఇ:5జ... পাঠান বৈষ্ণব—রাজপুত্র বিজুলী খ শ্ৰীঅমৃতলাল শীল কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী শ্ৰীশ্ৰীচরিতামৃতে লিখিয়াছেন যে, মহাপ্ৰভু চৈতন্যদেব বৃন্দাবন হইতে প্রত্যাগমনের সময়ে মথুরা হইতে বরাহক্ষেত্রে [ সোরে। ] গিয়াছিলেন ; পরে বরাহক্ষেত্র হইতে গঙ্গার তীরে তীরে ইাটাপথে প্রস্থাগে আলিয়াছিলেন। মথুরা ও বরাহক্ষেত্রের মধ্যে কোনও স্থানে তিনি পথশ্রাস্ত হইয়া বৃক্ষতলে বসিয়াছিলেন। নিকটে গোপবালকেরা গরু চরাইতেছিল । আচম্বিতে এক গোপ বংশী বাজাইল । শুনি মহাপ্রভুর প্রেমাবেশ হুইল ॥১৬১ অচেতন হঞা প্ৰভু ভূমিতে পড়িল । প্রেমাবেশ তখনও ভঙ্গ হয় নাই, ुनं কালে প্তাহ জাসোয়ার দশ জাইল৷ 1| * ইহাঙ্গের তরুণবয়স্ক প্রভূ বিজুলী খাঁ একজন পাঠান রাজপুত্র । তাছার সহিত র্তাহার গুরু ছিলেন। 8vడి= | সেই ম্লেচ্ছ মধ্যে এক পরম গষ্ঠীর । কাল বস্ত্র পরে, তাতে লোকে কহে পীর। ১৮e তীর্থযাত্ৰী গৈরিকবসনধারী সন্ন্যাসীদের মধ্যে অনেকে ধনবান ছিল, এখনও আছে । তাহারা প্রায়ই আপনার ধনরত্ব লুকাইয়া সঙ্গে লইয়া ভ্রমণ করিত। তাহার সঙ্গীরা ধনের সন্ধান পাইলে তাহাকে ধুতুরা ইত্যাদি মাদকদ্রব্য খাওয়াইয় অজ্ঞান করিয়া বা মারিয়া ফেলিয়া ধন অপহরণ করিত। এরূপ ঘটনা সেকালে সচরাচর ঘটিত, এখনও মধ্যে মধ্যে ঘটিয়া থাকে। রাজপুত্র সন্দেহ করিলেন প্রভূর সঙ্গীরা সেইরূপে প্রভুর ধন অপহরণ করিবার জন্য র্তাহাকে ধুতুরা খাওয়াইয়া অজ্ঞান করিয়াছে, অতএব তাহার শাস্তির ষোগ্য। রাজপুত্র প্রভূর সঙ্গীদের বন্ধন করিয়ু প্রভুর চেতনালাভ করিবার জঙ্গ অপেক্ষা করিতে লাগিলেন । সচেতন হুইঙ্গ--