পাতা:প্রবাসী (ত্রিংশ ভাগ, দ্বিতীয় খণ্ড).djvu/৫০২

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৪র্থ সংখ্যা ] বুঝিতে পারে না। বুঝিবার কোনো উপায়ও নাই, প্রভাসের চোখের আড়ালেই মায়াকে রাখিবার জন্য সবাই যেন বদ্ধপরিকর। এত ভয় কেন তাহাকে ? সত্যই এত ভয়ের কারণ কিছু কি ঘটিয়াছে ? প্রভাস নিজের কাছে এখন অস্বীকার করিতে পারে না যে, মায়াকে সে অনেকখানি ভালবাসে। তাহার আশ। একেবারেই নাই, তাই জোর করিয়া নিজেকে সে সংযত করিয়া রাখে, ন হইলে সমগ্র হৃদয় দিয়াই সে ভালবাসিত। এ ভালবাসা পাগলিনী মায়াকে নয় ; যেমায়াকে দেখিয়া সে নারী সম্বন্ধে প্রথম সচেতন হইয়া উঠিয়াছিল, সেই মায়াকেই । কিন্তু এখন সে স্মৃতি হারাইয়াছে, বুদ্ধি হারাইয়াছে, তবু প্রভাসের অস্তরে তাহার আসন একই ভাবে বিরাজ করিতেছে । প্রভাস জানিত, মায়াকে পাইবার কোনো আশাই তাহার সত্য সত্যই নাই। এখন কোনো কারণে মায়া হয়ত তাহার প্রতি আকৃষ্ট হইয়াছে, কিন্তু স্মৃতি, বুদ্ধি ফিরিয়া আসিবর্ণমাত্র দেবকুমারের প্রেম তাহাকে গ্রাস করিবে, প্রভাসের অস্তিত্বও সে ভুলিয়া যাইবে । এখনকার যে ভালবাসা, তাহ পাগলের প্রলাপ, নিদ্রিতার স্বপ্নের মতই অর্থহীন । তবু এইটুকুই ত জগতকে রঙীন করিয়৷ তুলিয়াছে। মায় তাহার কথা ভাবে, তাহাকে স্বামী রূপে চায়, এই কথা মনে হইবামাত্র প্রভাসের সমস্ত চেতনা যেন আনন্দে প্লাবিত হইয়া যায়। বাস্তব জগতের জিনিষ এ নয়, ইহার আশ্রয়ে দাড়াইবার কল্পনাও সে করিতে পারে না । তবু ইহাকে এক মুহূৰ্ত্ত সে তুলিতে পারে না। মায়া বলিতে এমন যাহাকে সে চোখের সম্মুথে দেখিতেছে, কালই সে নিশাশেষের স্বপ্নের মত শূন্তে মিলিয়া যাইতে পারে, পৃথিবীতে তাহার আর কোনো চিহ্নই থাকিবে না। কিন্তু এই মিথ্যা মায়া বাচিয়৷ থাকুক, ইহাই কি প্রভাস চায় ? ছি, ছি, এত স্বার্থপর সে নয়। মায়ার ঘোরতর অমঙ্গলকে সে নিজের তৃপ্তির জন্য কখনই কামনা করে না। ঈশ্বর তাছাকে যেভাবে জ্ঞান, বুদ্ধি, স্মৃতি দিয়াছিলেন, তাহ অক্ষুণ্ণভাবে আবার ফিরিয়া আহক, প্রভাসের যা দুঃখ ডাহা সে পুরুষের মত বহন করিবে । - ". . سجنسي. 8 8 মহামায়া SS SSAAAASA SAAAAS AAASASAAAMAMSAAAAASA SAASAASSASAS SSAS SSAS SSAAAASA SAASAASSAAAAAAS AAASASAS SSAS SSAS SSAS (te У নানা কথা ভাবিতে ভাবিতে সে সারা শহর ঘুরিয়া বেড়াইতে লাগিল। জাহাজে বার্থ সহজেই পাইল, একজনের জায়গা পাইতে প্রায় কোনো কষ্ট হয় না। একবার নিরঞ্জনের আপিসে গিয়া খবরটা তাহাকে দিয়া আসিবে মনে করিল। কিন্তু তিনি হয়ত তাহাকে দেখিয়া বিরক্ত হইবেন, মনে করিয়া আর গেল না। দুই চারিট ছোটখাট জিনিষ কিনিবার ছিল, বাড়ীর লোকদের জন্য। কোথায় কি পাওয়া যায়, তাহা সে একেবারেই জানিত না । আধ ঘণ্টায় যাহা পাওয়া যাইত, তাহাই কিনিতে তাহার চার পাচ ঘণ্টা কাটিয়া গেল । বিকালবেল। আর কিছু করিবার না পাইয় একট। চীনা হোটেলে ঢুকিয়া ভাল করিয়া খাইয়া লইল । তাহার পর কাছেই একট। সিনেমা হাউস দেখিয়া সেইখানে গিয় উপস্থিত হইল। ছবিখানি ভালই ছিল, দেখিতে দেখিতে নিজের হৃদয়ের ভার অনেকখানিই যেন ভুলিয়া গেল। ইনটার ভ্যালের সময় হঠাৎ দেখিতে পাইল, তাহার অনতিদূরেই দেবকুমার বসিয়া আছে। প্রভাসকেও সে দেখিতে পাইল, কিন্তু নিকটে আসিবার বা কথা বলিবার কোনো চেষ্টা করিল না। দূর হইতে শুধু একটা নমস্কার করিল। প্রভাসের মনটা আবার যেন অন্ধকার হইয়া আসিল । চারিদিকে এত বেদন কেন ? কাহারও শাস্তি নাই, স্থখ নাই। দেবকুমারের মুখ দেখিয়া মনে হয়, নিরস্তর তাহার বুকের ভিতর দাবানল জলিতেছে। প্রভাসকে সে নিজের সর্বপ্রধান শত্রু মনে করে, কিন্তু প্রভাসও ত গভীর দুঃখের বোঝা বহিয়া বেড়াইতেছে। যে এই সকল দুঃখ বেদনার মূলে, সেই মায়ারই বা সুখ কোথায় ? সেও ত আলেয়ার পিছনে ছুটিয়া চলিয়াছে। ভগবান একি অবস্থার স্বষ্টি করিলেন । সন্ধ্যার পর নিতান্তই আর কিছু করিবার জিয়া न *श्श्रिl, eङाग फिब्रिब्र छजिल। चाब्र ७को निन মাত্র মাঝে । তাহার পর এদেশ আর জীবনে কখনও সে দেখিবে না, এই মাহুষগুলিকেও সম্ভবতঃ আর দেখিৰে .না ! জীবনের একটা অঙ্কের এইখানে একেবারে श्वनिक-°उन । देशब्र 'एब्रख्न चौश्न उहाङ्ग ८कथम হইবে কে জানে ? ' s s - یہی ہے. .. یہ حیہم ، محمح**