পাতা:প্রবাসী (ত্রিংশ ভাগ, দ্বিতীয় খণ্ড).djvu/৫১৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৪র্থ সংখ্যা ] বোম্বারা সৰ্ব্বদাই শত্রুপক্ষকে আঘাত থেকে রক্ষা করতে যদি ব্যস্ত হন, তাহলে যুদ্ধটা অহিংস হলেও মানুষ পূর্ণ হতে পারে না। শিবাজীর সৈন্যদল কাস্তে কি খুত্বপী নিয়ে স্বপক্ষ আক্রমণ করছেন কি বিপক্ষ আক্রমণ করছেন, তাও দর্শকদের বোঝা দরকার। যুদ্ধ, লাঠিখেল, নাচ, চাষ কি কোদালপাড়া যা-ই দেখাতে চাই, সে সম্বন্ধে সবার আগে ডিরেক্টারের জ্ঞান প্রয়োজন। উপযুক্ত নাট্যশিল্পী নিয়ে কোম্পানী গড়লেই হবে না। সঙ্গে চাই পাকা ব্যবসা-বুদ্ধি । নাট্যশিল্পীরা দেখবেন এর নাট্যের দিকূট, আর ব্যবসায়ীদের হাতে থাকৃবে এর ব্যবসাটা, তাতেই কাজ হয় ভাল । যোগ্য শিল্পী ইত্যাদির কথা বলছিলাম। এদেশে সাধারণতঃ শিল্পীর আসেন অশিক্ষিত বা দুনর্গম গ্রস্ত সম্প্রদায় থেকে । তারা ন-জানেন ভাল ক’রে নিজের সমাজকে, আর নী-জানেন পরের সমাজকে, সমস্ত জিনিষের বাইরেটাই মাত্র দেখতে পান এরা, ভিতরে প্রবেশ করবার এদের শক্তি নেই। তাই অনুকরণও করেন শুধু বড় বড় চুল রেখে লাফ ঝাপ দিয়ে চলাটাই । পরেরটাকে নিজের ক’রে নিয়ে নিজের রূপ দিতে পারাটাই তো সত্যিকারের রূপদক্ষ শিল্পীর বাহাদুরী । দেশীয় ফিলমের ডিরেক্টারদের ইতিহাস-জ্ঞানের অভাবট অপরাজিত ^ A.wTarunnoBot (আলাপ),ు...,,,,,^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^ ৫১৭ তাদের বোধ হয় সবচেয়ে বড় ক্রটি। তাদের কল্যাণে তপস্তারত মুনিদের পিছন দিয়ে ই. আই. আর-এর রেলগাড়ী ছুটে যায়, মহাভারতের যুগের মহিলার স্বচ্ছলে মুসলমানী পেশোয়াজ কিংবা ইউরোপীয় ব্লাউস পরে দেখা দেন, সোফায় উপবিষ্ট শিবঠাকুরের পিছনে ঘড়িতে বারোটা বাজে, স্বয়ম্বর সাবিত্রীর বয়স তাহার পিতামহীর সমানও মনে হয়। কত আর বলৰ ? দেশীয় ফিল্ম দেখতে গিয়ে পুরোহিত ঠাকুরের খাবারঘরে ডিনার টেবিলের আয়োজন দেখে হতাশ হয়ে ফিরতে হয়। রবীন্দ্রনাথের দৃঢ়প্রতিজ্ঞ কুটচক্র রঘুপতিকে সিনেমা কোম্পানীর হাতে পড়ে গেজেল সন্ন্যাসীর রূপ নিতেও ত দেখা গেছে, কাজেই এ সম্প্রদায় দিয়ে আর যাই হোক-শিল্পস্থষ্টি হওয়া শক্ত। এই সকলের উপর আছে আসল বিদ্যা—ফোটোগ্রাফির জ্ঞানের অদ্ভুত অভাব । মেক্ অপ বা প্রসাধন-বিদ্যাটাও এদের किडूकांश শেখা দরকার । তবে আশা আছে শিক্ষিত ভদ্রসম্প্রদায় নিজেদের রুচিজ্ঞান ও সংযতস্থদের আচারব্যবহার দিয়ে এ শিল্পটাকে গড়ে তুলবার চেষ্টা করবেন। তাদের কাছে ats et art for art's sake-o em 1 oitos দুর্ভাগ জাতটার অনেকখানি উপকার হবে। -o-o-o: অপরাজিত ঐবিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় ( २७ ) এক বৎসর চলিয়া গিয়াছে। অতি সামান্তই। শনিবার। অনেক জাপিস অজ বন্ধ হইবে, অনেকগুলি সম্মুখের মঙ্গলবারে বন্ধ । দোকানে কিনে খুব ভিড়-ঘণ্টাখানেক পথে স্থাটিলে হ্যাগুৰিল পুনরায় পূজার বিলম্ব হাত পাতিয়া লইতে লইতে ঝুড়িখানেক হইয় উঠে। একটা নতুন স্বদেশী দেশলাইয়ের কারখানা পথে পথে জাকাল বিজ্ঞাপন মারিয়াছে । আমড়াতলা গলির বিখ্যাত ধনী ব্যবসাদার নকুলেশ্বর গলের প্রকাগু গ্রাসাদোপম স্ববৃহৎ অট্টালিকার নিম্নতলেই ইহাঙ্গের আপিল। অনেকগুলি ঘর ও স্থটাে বড় হল