পাতা:প্রবাসী (ত্রিংশ ভাগ, দ্বিতীয় খণ্ড).djvu/৫৩৬

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৪র্থ সংখ্যা ] ১৫ ক’রে দাহ স্থানে নিয়ে গেল। অনেকগুলি মন্ত্র পুরুষ বসে আছে । কতকগুলি চিতা, তার :: একটিই য। একটু বড়ে । সবগুলিই জ’লছে । ছোটে৷ টে। দু একটা ‘ওয়াদাঃ' রয়েছে, তবে উবুদ-এর মতন ব্যাপার্ট। মোটেই বিরাট নয়। একটি স্ব শ্রী চোকর আর একটা সুন্দরী স্ত্রীলোক মাটির cশর বসে আছে, ইঙ্গিতে তাদের অনুমতি ’েয়ে স্বরেন বাবু তাদের ছবি নিলেন। আমাদের সঙ্গে ক’রে এনেছিল যার। তার এখানকার লোকেদের সঙ্গে কথা ক’য়ে আমাদের পরিচয় দিলে । জনতার সামনে ভারতের নদনদীর আর দেবতাদের আর রামায়ণ মহাভারতের পাত্রপাত্রীর নাম উচ্চারণ ক'রে আমাদের সমানধৰ্ম্মিত্ব জাহির করতে 'ল । আমরা কিছুক্ষণ প’রে ফিরলুম। সঙ্গেব লোকের প্রস্তাব করলে, গ্রামে এক বিধান পদও আছেন, তার বাড়ীতে গিয়ে তার সঙ্গে &:ধর। যদি দেখা করি । আমর। সানন্দে রাজী হ’লুম। পদ গু মহাশয়ের বাড়ীতে নিয়ে গেল। বড়ে রাস্তার ধাবেই এর বাড়ী। ‘নাছ-ছয় র’ বা রথাদ্ধার অর্থাং সদর দয়া পার হ’য়ে একটু বাগান মতন, তার পরেই বাড়ীর gিম। খুব গোল) জায়গায় খান কতক খর, একটা ,ংর সামনে একটু পোল। দর-দালান, এই দালানে একটা ৭ পৌষ পাত। ঘরের মেজে সিমেণ্টের । সমগুটী .4শ পরিষ্কার পরিচ্ছন্ন—ত্ৰাহ্মণের বাড়ী যেমন ও উচিত । দালানের দেয়ালে থানকতক কেলে হাতে-তাক চীনে ছবি । দালানের তত্তণপোষের উপরে একথান। মাদুর বিছানে। আমরা গুণপোষের উপরে ব’সলুম, সঙ্গের লোকের আঙিনার ম:টিতে বা দালানের সিমেন্টের মেজেতেই ব’সে গেল । ইস্বামী পদণ্ড মহশয় তথন দিবানিদ্র। দিচ্ছিলেন, যে “র-নালানের তক্তাপোযের উপরে আমরা ব’সলুম তারই লাগোয় ঘরের ভিতরে। তার ঘুম ভাঙিয়ে তাকে ডেকে 'নয়ে এল । লম্ব পাতল ছিপছিপে চেহারা, স্বদর্শন গৌরবর্ণ পুরুষ, প্রৌঢ় যুবাবস্থায়, মুখে সামান্য একটু গোফ রঙের একখানা ‘কাইন’ বা কটিবস্ত্র । ঘুমের জড়তা কাটেনি, বাইরে এসে আমাদের দেখে আশ্চৰ্য্য হ’য়ে গেলেন। সঙ্গের লোকের পরিচয় দিলে যে আমরা বলিদ্বীপের ভদ্রাসন বাটীর নাছ-দুয়ার’ ( শ্ৰীযুক্ত বাকে কর্তৃক গৃহীত) ভারতবর্ষ থেকে আগত পদণ্ড । এই পদগুট দেখলুম কেবল দেশভাযাই জানেন, মালাই জানেন না । তখন মালাই-জান আর একজন পদণ্ডকে ডেকে আনতে গেল । ইতিমধ্যে বাড়ীর আর প্রতিবেশী গুহের মেয়ের আমাদের দেখবার জন্য জড়ো হ’ল । ইট বা’র করা অনুচ্চ ব্যবধান-প্রাচীরের মধ্য দিয়ে পাশের একটা বাড়ীর ক্রিয়-কলাপ লোকজনের চলা-ফের সব দেখা যাচ্ছিল । এর সকলেই অতি সুশ্রী, তম্বী, গৌরী, আর বলিদ্বীপের প্রাচীন পদ্ধতি মতন আবরণ-বিরল এদের বেশ ভূষা ; অসঙ্কোচে এসে, ব’সে ব| দাড়িয়ে অণমাদের দেখতে লাগল, অ’মাদের কথা শোনবার চেষ্টা ক’রতে লাগল। দু একজনের কোলে দু একটা অতি সুন্দর শিশু—গলায় মোহরের মালা, মাথা কামানে । আর একজন পদণ্ড এলেন । ইনি বয়সে বৃদ্ধ ; পরণে লাল আর সবুজ রেশমি ফুল কাট। ধুতি, চাদরখানা বুকে বাধা, মালাই বলেন, বেশ বুদ্ধিমান লোক ব’লে মনে হ’ল । ez RfHF HGHỆ Pedanda Ngoerah “offs ಇi:'! আমার স্বল্প পূজির মালাই নিয়ে কথা কইবার চেষ্টা