পাতা:প্রবাসী (ত্রিংশ ভাগ, দ্বিতীয় খণ্ড).djvu/৫৭৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

Q?○ র্তাহার এক বা দুই পুত্র জেলে। মালবীয় পরিবারের দুই বা তিন জুন (তন্মধ্যে একজন পণ্ডিত মদনমোহন মালবীয়ের পুত্র ) জেলে। পণ্ডিত জবাহরলাল নেহরু পঞ্চম বার জেলে গিয়াছেন । তাহার পিতা দুই বার জেলে গিয়াছিলেন, তাহার এক ভগিনী এক বার। র্তাহার বুদ্ধ শ্বশ্ৰঠাকুরাণী জেলে গিয়াছেন । র্তাহার ভগ্নীপতি আগে হইতেই জেলে আছেন। এখন তাহার পত্নী জেলে গিয়া নিজের সহধৰ্ম্মিণীত্ব অক্ষরে অক্ষরে সপ্রমাণ করিলেন । এলাহাবাদে পণ্ডিত মোতীলাল নেহরুর বাস-গৃহ আনন্দভবনের কেবল দুই জন জেলে যান নাই—পণ্ডিত মোতালালের গৃহিণী পিতামহী শ্ৰীমতী স্বরূপরাণী নেহরু এবং তাহার পেী স্ত্রী বালিকা ইন্দির। বঙ্গে শ্রযুক্ত যতীন্দ্রমোহন সেন গুপ্ত ও র্তাহার পত্নী জেলে আছেন । - এইরূপ আরও অনেক দৃষ্টাস্ত দেওয়া যায়। পাটনায় ঐতিহাসিক কমিশন সরকারী ও অন্য ঐতিহাসিক দলীল ও কাগজপত্র আবিষ্কার ও রক্ষা এবং তৎসম্বন্ধে গবেষণা ও আলোচনা করিবার জন্য একটি কমিশন কয়েক বৎসর হইল গঠিত হইয়াছে । ইহা আধা-সরকারী গোছের প্রতিষ্ঠান, কিন্তু ইহার কৃতিত্ব ও সার্থকতা আছে। ইহার একটি বাষিক অধিবেশন হইয়া থাকে। এবার পাটনায় স্তার যদুনাথ সরকারের সভাপতিত্বে এই অধিবেশন হইয়াছিল । সভাপতির ও অন্ত অনেকের সারগর্ভ প্রবন্ধ পঠিত হইয়াছিল। ঢাকায় দার্শনিক কংগ্রেস ভারতবর্ষীয় দার্শনিক কংগ্রেসের অধিবেশন এবার ঢাকায় হইয়াছিল। অধ্যাপক ওয়াডিয়া সভাপতি মনোনীত হন । মহাত্মা গান্ধীর নানা উক্তিতে ও তাহার জীবনে ভারতবর্ষীয় দর্শন কি নূতন বিকাশলাভ ও মূৰ্ত্তিপরিগ্রহ করিয়াছে, তাহাই তাহার অভিভাষণের প্রধান বক্তব্য ছিল। দার্শনিক কংগ্রেসের এই অধিবেশনে গভীর দার্শনিক প্রবাসী—মাঘ, ১৩৩৭ [ ৩eশ ভাগ, ২য় খণ্ড তত্বের ব্যাখ্যাপূর্ণ কয়েকটি প্রবন্ধ পঠিত হয়। রুশিয়ায় যে কমু্যনিজম্ বা সাধারণ স্বত্বস্বামিত্ববাদকে বাস্তবে পরিণত করিবার চেষ্টা হইয়াছে, তদ্বিষয়ে একদিন তর্কবিতর্ক হয় । অবশু তর্কবিতর্ক প্রধানতঃ বস্তুবিচ্ছিন্ন (abstract ) চিন্তা, শোনা কথা ও পড়া কথার ভিত্ত্বির উপরই চলিয়াছিল। পাটনায় প্রাচ্য কনফারেন্স পাটনায় এবার ভারতবর্ষীয় ওরিয়েণ্ট্যাল বা প্রাচ্য কনফারেন্সেরও অধিবেশন হইয়াছিল। প্রত্নতাত্বিক ীিকাণীপ্রসাদ জায়সবাল ব্যারিষ্টার কাশীপ্রসাদ জারসবাল ইহার অভ্যর্থনা সমিতির সভাপতি এবং প্রত্নতাত্ত্বিক রায়বাহাদুর হীরালাল ইহার সভাপতি মনোনীত হন । এই অধিবেশনেও সভাপতিদের বকৃত ছাড়া অনেক সারবান প্রবন্ধ পঠিত হইয়াছিল। নাগপুরে বিজ্ঞান কংগ্রেস ভারতীয় বিজ্ঞান কংগ্রেসের গত অধিবেশন নাগপুরে হইয়াছিল । সরকারী নৃতত্ব বিভাগের ডিরেক্টর লেফটেন্যান্ট কর্ণেল সিওয়েল উহার সাধারণ সভাপতি হইয়াছিলেন।