পাতা:প্রবাসী (ত্রিংশ ভাগ, দ্বিতীয় খণ্ড).djvu/৬১৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৫ম সংখ্যা ] পুরাণে কাল ᏬᎽ☾ –১৯১০ অব্দে কৃত্তিকা পাদান্তে বিষুব হইত। পুরাণকার সেকালের কথা লিখিয়াছেন। এটি বৈদিক কালের দ্বিতীয় দীপ । এই দীপের ২৪০ বৎসর পরের দীপও পাইতেছি । যদি কার্তিকী পূর্ণিমা হইতে বৎসর ধরা হইত, তদনুসারে পাজি গণিবার স্বত্রও ছিল। বোধ হয় বরাহের “বসিষ্ঠ সিদ্ধান্ত” সেই সূত্র । ইহার আরম্ভ – São 4 of fowl I (Hindu-Aryan Astronomy" by Bhagwandas Pathak. 1 পাঠক স্মরণ রাখিবেন, অশ্লেষাৰ্দ্ধ ও মঘাদ্য, এই দুই দীপ বতর্মান নক্ষত্র-বিভাগ ধরিয়া প্রতিষ্ঠিত করা হইল । এই বিভাগে অশ্বিনী-নক্ষত্র আদি ধরা গেল । এককালে কৃত্তিকা যে আদি নক্ষর গণ্য হইত, জ্যোতিষ-সংহিতায় ও পুরাণে তাহার ভূরি ভূরি নিদর্শন আছে। যদি আদি, তাহা হইলে ষড় তারক কৃত্তিকা, আদি বুঝিতে হইবে। এই তারার পশ্চাতে কিম্ব অগ্ৰে শূন্ত আকাশে আদি স্থির হইতে পারে নাই। ষড় তারক কৃত্তিকায় বিষুব হইত, এই ঘটনা ধরিয়াই মহাভারতে ও পুরাণে ষণ মাতৃক কাতিকেয়র জন্ম-উপাখ্যানের উৎপত্তি হইয়াছে। কাতিকেয় “কুমার’ নামেও খ্যাত। কালিদাস এই কুমারের জন্ম লিখিয়াছেন। এই নবকুমার বিষুব বটে, বিষুবদিনের যজ্ঞায়িও বটে। ( “আমাদের জ্যোতিষী ও জ্যোতিব” দেখুন )। গণিত করিলে দেখি, -২২০০ অব্দে কৃত্তিকা ‘তারা’য় বিষুব হইত। বিষুব হইতে ৯০ অংশ (৬৭০ নক্ষত্র ) দূরে দক্ষিণায়ন হইয়৷ থাকে। প্রায় এইস্থানে উজ্জল মঘাতারা বিদ্যমান আছে । কেতকর ঠিক লিখিয়াছেন, দক্ষিণায়ন চিনিতে ঋষিগণের কষ্ট না হয়, বিধাতা যেন এই ভাবিয়াই কৃত্তিক হইতে মঘাতারাকে ৯০ অংশ দূরে বসাইয়াছেন। -২৩০০ অকে মঘাতারায় দক্ষিণায়ন হইত, এবং রবির দক্ষিণপথ পিতৃযান নামে খ্যাত হইয়াছিল। মঘার অধিপতি পিতৃগণ হইবার কারণ এই। অতএব কৃত্তিকা "তারা”য় বিষুব বলায় যে কাল, মঘা “তারা”য় দক্ষিণায়ন বলাতেও প্রায় সেই কাল । এটি বৈদিক কালের তৃতীয় দ্বীপ, এত উজ্জল যে, বাকৃ-প্রপঞ্চে ও সন্দেহের ফুৎকারে নির্বাপিত হুইবার নয়। এই দীপেরও পূর্বের দীপ পুরাণে আছে, কিন্তু, দুই একটি ব্যতীত রূপকে আবৃত। সে আবরণ উন্মোচিত হইলে সে সকল দীপও দপ-দপ জলিতে দেখা যায়। বিষ্ণুপুরাণ শ্ৰীকৃষ্ণের বাল্যলীলায় অনেক দীপ সাজাইয়া রাখিয়াছেন । কৃত্তিকার প্রথম পাদান্তে বিষুব, অশ্বিস্তাদি হইতে গণিলে -১৯০০ অব্দে পাই। কৃত্তিকাদি হইতে গণিলে, কৃত্তিকায় -২২০০ অবো, এবং পাদ-নক্ষত্রে, অর্থাৎ -২৪০ বৎসর পূর্বে, -২২০০-২৪০ = -২৪৪• অন্ধ পাই। বৃদ্ধগৰ্গ এক বিখ্যাত জ্যোতিষী ছিলেন। “বৃহৎ-সংহিতা”য় বৃদ্ধ-গর্গমতে বরাহ লিথিয়াছেন, “যুধিষ্ঠির নৃপতির পৃথ্বীশাসনকালে সপ্তর্ষি মঘা নক্ষত্রে ছিলেন । শকাঙ্কে ২৫২৬ যোগ করিলে যুধিষ্ঠিরের অন্ধ হয়।” অর্থাৎ সে অব্দের আরম্ভ -২৪৪৯ অব্দে । -৩১০২ অব্দে কলিযুগের আরম্ভ । অতএব কলির + ৩১০২ – ২৪৪৯ = + ৬৫৩ বর্ষগতে, অর্থাৎ ৬৫৩ কলাব্দে যুধিষ্ঠিরাব্দ আরম্ভ হইয়াছে। কেহ কেহ মনে করিয়াছিলেন, এই অব্দে যুধিষ্ঠির ছিলেন । তখন মঘায় দক্ষিণায়নও বটে। ইহা হইতে অনেক অনর্থের উৎপত্তি হইয়াছে । (গ) মেষান্তে বিষুব উপরে সংশয়ে পড়া গিয়াছে। অশ্বিনী হইতে কৃত্তিকার প্রথম পাদাস্ত, না কৃত্তিক হইতে এক পাঙ্গ শেষ । পুরাণকার এই সংশয় নিরাস করিয়া লিখিয়াছেন, “ম্যোন্তে চ তুলাস্তে চ” রবির উদয়কালে দিবা ১৫ মুহূত। এবং রাত্রিও ১৫ মুহূত হয়। অর্থাৎ বিষুব হয়। অশ্বিনীর আদিতে মেষের আদি । অতএব মেষাস্তে বল, আর কৃত্তিকার প্রথম পাদান্তে বল, একই অর্থ । এতদ্বারাও অবশু একই কাল পাওয়া যায়। এখন মীনের ৭ অংশে মহাবিষুব হইতেছে। অতএব মীনের iSBBB SAAAAA AAAA S AAeH BB DDB BBB S -৫৩x ৭২°২ = -৩৮২৭ বৎসর। ইহা হইতে +১৯৩০ বৎসর কাটিয়া দিলে -৩৮২৭ + ১৯৩• = – ১৮৯৭, বা