পাতা:প্রবাসী (ত্রিংশ ভাগ, দ্বিতীয় খণ্ড).djvu/৬৪৬

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৫ম সংখ্যা ] ত্রুসেলে শতবার্ষিকী উৎসব স্বাধীনতা উৎসবের মিছিল দ্বিতীয় লিওপোল্ড চিরস্মরণীয় হইয়া রহিয়াছেন। তাহার জ্যেষ্ঠপুত্র কোনো এক সন্ধান্ত বংশীয় মহিলা-সংক্রান্ত ব্যাপারে দ্বন্দ্বযুদ্ধে হইয়া নিহত হন। সুতরাং দ্বিতীয় লিওপোল্ডের মৃত্যুর পর ( ১৭ই ডিসেম্বর ১৯৭৯ ) তাহার ভ্রাতুষ্পপুত্র আলবার্ট বেলজিয়মের সিংহাসনে অধিরোহণ করেন । বর্ধমানে তিনিই বেলজিয়মের রাজা । এই দেশের শতবর্ষের ইতিহাস দুই চারি কথাতেই শেষ করিলাম । বেলজিয়মের “ স্বাধীনতার শতবার্ষিকী ” উৎসব বাজধানী ব্রুসেল নগরে বর্তমানে অতি সমারোহে সম্পন্ন ইহঁতেছে। শিক্ষার্থী-হিসাবে এই সময়ে এখানে অবস্থিতি সমাতুত করা হেতু আমি এই বিরাট উৎসব দেখবার স্থযোগ পাইয়াছি । এই উৎসবের জন্য ব্রুসেলকে নববধূর ন্যায় ; নানাবিধ অলঙ্কার ও মাল্যে স্থসজ্জি ত করা হইয়াছে। সাজসজ্জার প্রধান উপকরণ পুষ্পমালা ত আছেই, উপরন্তু অগণিত জাতীয় পতাকার মাল্য, বিজলী আলোকের মাল্য এবং রঙীন কাগজের মাল্যাদি । উৎসবের সুষমাবৃদ্ধির সহিত সৰ্ব্বত্র একটা প্রবল উদ্দীপনা জাগাইয়া দিয়াছে। বড় বড় রাস্তার সঙ্গমস্থলের মধ্যভাগে বিরাট কাষ্ঠস্তম্ভ নানারূপ কারুকার্য্যসমম্বিত ও পত্রপুষ্পে সজ্জিত হইয়া মস্তকে প্রকাণ্ড জাতীয় পতাকা বহন করিতেছে। প্রতি অট্টালিকার বাতায়নে