পাতা:প্রবাসী (ত্রিংশ ভাগ, দ্বিতীয় খণ্ড).djvu/৬৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

( tr বহু মহিলা কাজ করেন । আমার মনে হয় বীমার কার্য্য স্ত্রীলোকদিগের পক্ষে বিশেষ উপযোগী ! যদি মহিলারা বীম কোম্পানীর এজেন্টরূপে কাজ করেন তবে তাহারা সহজেই অনেক অর্থ উপাজন করিতে পারেন। স্ত্রীলোকেরা নিজেদের বৈশিষ্ট্য বজায় রাখিয়া এবং গৃহের কাজ করিয়া ও বীমার কাজ করিতে পারেন। বর্তমানে মহিলারা নানারূপ কাজে যেরূপ কৰ্ম্মকুশলতা দেখাইতেছেন মিঃ মেরিয়ম্ ফ্রেঞ্চ তাহাতে মনে হয় বীমার কাজে তাহার সহজেই সাফল্য লাভ করিবেন । পাশ্চাত্য দেশে মহিলারা বীমার কাজে বিশেষ প্রতিপত্তি লাভ করিয়াছেন । বৰ্ত্তমানে ইংলণ্ডে তিনটি মহিলা বীমাক্ষেত্রে উচ্চপদ লাভ করিয়াছেন মিস এডিথ, বীমূলী, মিস মারিয়ন ফ্রেঞ্চ ও মিসেস্ বভিল। প্রথমোক্ত দুইজনের সঙ্গে আমার লণ্ডনে বিশেষ পরিচয় হইয়াছিল। তাহাদের প্রচেষ্টার ফলে অনেক মহিলা বীমার কাজে অর্থোপার্জন করিয়া পরিবারের মুখস্বাচ্ছন্দ বৰ্দ্ধন করিতে সক্ষম হইয়াছেন । প্রবাসী--কাৰ্ত্তিক, Σ996

عبیر [ ৩০শ ভাগ, ২য় খণ্ড


-ുണ്.-------

মিস বীমূলী প্রথমে লগুনে টাইপিষ্টরূপে কাজ আরম্ভ করেন। তারপরে দক্ষিণ আফ্রিকাতে শিক্ষয়িত্রী হইয়া যান ; সেইথানে বীমার কাজ গ্রহণ করেন । যুদ্ধের সময় লণ্ডনে ফিরিয়! নরউইচ ইউনিয়নে কাজ করেন । আরও কয়েকটি বীমা প্রতিষ্ঠানে কার্য্য করিয়া বিশেষ যশোলাভ করেন । পরে সালের ১লা জানুয়ারী সাদর্ণি লাইফ এসোসিয়েশনের ওয়েষ্ট য়ে গু ম্যানেজারের পদ লাভ করেন । স্ত্রীলোকের পক্ষে এইরূপ উচ্চপদ বীম|ক্ষেত্রে প্রথম । কাজেই তাহার নিয়োগে সৰ্ব্বত্র বিশেষ সাড়া পড়িয়াছিল । মিসেস্ বভিল ও প্রথমে টাইপিষ্টরূপে কাজ আরম্ভ করেন । দক্ষতালাভ করিয়া ১৯২৬ সালে ইংলণ্ডের অ্যাফিক্যান লাইফ এসিওরেন্স সোসাইটির ম্যানেজারেব পদ লাভ করেন । লিভারপুল গ্লোব অপিসের মিস ফ্রেঞ্চ ও অতি সামান্ত ভাবে বীমার কাজ আরম্ভ করেন । কিন্তু কায্যক্ষমতা দ্বারা তিনি এখন উন্নীত হইয়াছেন । মিস্ ফ্রেঞ্চের চেষ্টায় প্রায় পাচশত ,হিল! বীমার কাৰ্য্যে ব্ৰতী হইয়াছেন । ১ ৯২ ৭ সান লাইফ অফ কানাড়। আপিসে বিশেষ এজেন্সি 3 উচ্চপদে অবসর সময়ে তাহার কাজ করেন এবং তাঙ্গারই ফলে অর্থ উপাজন করিয়৷ পরিবারের স্বাচ্ছন্দ্য বিধান করেন। সম্প্রতি মিস মেরী উইডনস নামে একটি তরুণী মিস ফেঞ্চের সহকারীরূপে কাজ গ্রহণ করিয়াছেন । তিনি কেম্বি জ বিশ্ববিদ্যালয়ে বি-এ ডিগ্রীর জন্য অধ্যয়ন করিতেছিলেন । কিন্তু পাঠ ত্যাগ করিয়৷ তিনি বীমার কাজ গ্রহণ করিয়াছেন । মিস উইডনস-এর খুব উৎসাহ আছে এবং তিনি আশ। করেন এ কাজে তিনি সাফল্যলাভ করিবেন । আমেরিকাতে মহিলারা বীমার কাজে আরও বেশী পারদর্শিত দেখাইয়াছেন । সেখানে অনেক মহিল৷ বীমার কাজ করিয়া অর্থোপ। জন করেন । একটি বীমা কোম্পানীর মহিলাদের জন্য স্বতন্ত্র একটি বিভাগ আছে— তাহাতে ৬০ জন মহিল৷ এজেণ্ট রূপে কাজ করেন । কম্বুজন মহিল৷ ১৯২৯ সালে প্রায় ১৪ লক্ষ টাকার বীমার কাজ সংগ্ৰহ করিয়াছেন । র্তাহীদের মধ্যে আটজন মহিল:

  • ~ এই