পাতা:প্রবাসী (ত্রিংশ ভাগ, দ্বিতীয় খণ্ড).djvu/৬৫০

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৫ম সংখ্যা ] তিনকড়ি-চরিত ❖8ዓ তাহার পদাঙ্ক অনুসরণ করিলেন । সেই মহিলাটি এত মোট ছিলেন যে, আমি তাহার উপযুক্ত ব্যাখ্যা করিতে অসমর্থ। অতিরিক্ত স্থূলদেহের পাশ্বে দুইটি হস্ত আবার অতিরিক্ত ছোট। ঘাড় বলিতে আধ ইঞ্চি আছে কি-ন৷ সন্দেহ । এইভাবে প্রথম দিনের মিছিল দেপা হঠল । ইহার পরের মিছিলের দিন আমাদের ইউনিভাসিটি হইতে ছবি তুলিবার আদেশ হইল । কয়েকটি চৌকীর নাম আমার মনে আছে । তাহ! এই –“Civilization of Congo”, “the Moon", the Rainy Season”, “Ömegau" STIifa | Ef$ vicz অথাৎ আলোকিত মিলি বাহির হইল । তাহাতে “the Golden Electricity”, “Television,” “so “কটেজ লুথি ন” day and Yesterday” orofs of Cool প্রদর্শিত হইয়াছিল। এই সমস্ত মিছিল সৰ্ব্বপ্রথমে ব্রুসেলে প্রদর্শিত হয় এবং পরে বিভিন্ন প্রদেশে প্রেরিত হয় এই উৎসব আজিও শেষ হয় নাই । আগামী ২১এ সেপ্টেম্বর প্রধান উৎসবের দিন—ঐ দিন সৰ্ব্বশ্রেষ্ঠ মিছিল বাহির হইবে । এই উৎসবের জন্য বেলজিয়মের প্রতি প্রদেশ হইতেই দুই-একটি করিয়ু চৌকী প্রেরণ করা হইয়াছে। সেগুলি একদিনে দেখানে অসম্ভব বলিয়। অনেক পূৰ্ব্ব হইতেই উৎসব আরম্ভ হইয়াছে—শেষ মিছিলের দিন ২৮ এ সেপ্টেম্বর । মিছিলের প্রত্যেকটি চৌকীরই একটু ইতিহাস আছে । আমার সবগুলি জান৷ নাই । তিনকড়ি-চরিত তিনবারের বার জেল খাটিয়া যখন তিনকড়ি বাহির চষ্টল তাহীর পূর্বেই তাহার সংসারের একমাত্র অবলম্বন বুড়ী মাসী ধনমণি জলে ডুবিয়া পরলোকযাত্র। করিয়াছিল। ফটকের বাহিরে বন্ধু মদন ময়ূরার মুখে এই সংবাদ শুনিয়া তিনকড়ি আনন্দে নৃত্য আরম্ভ করিয়া দিল । ফটকের জমাদার হাকিল, “ভাগো হিয়াসে !” উল্লাসে বাধা পাইয়। তিনকড়ি দুই পাটি wাতের সহিত বা-হাতের বৃদ্ধাঙ্গুষ্ঠটি জমাদারকে প্রদর্শন করিয়া সদর রাস্তায় উঠিয়া আসিল । জমাদার রাগে জলিয়া বদ্ধমুষ্টি হইয়া ছুটিয়া আসিবার উপক্রম করিতেছিল, কিন্তু সহসা পিছনে জুতার শব্দ পাইয়া মুখ ফিরাইয়৷ দেখিল,—ইনস্পেক্টার সাহেব ! অগত্য জমাদার রামভরোস সিং তিনকড়ি বেহায়ার বৃদ্ধাঙ্গুষ্ঠটি হজম করিয়া অস্তরে জুলিতে লাগিলেন । ঐদিবাকর শৰ্ম্ম৷ ইহার পর দুই বন্ধুতে গোপন হইল যে, করাই স্থযুক্তি । রামর্শ হইয়া সাব্যস্ত অতঃপর আইনসঙ্গতভাবে জীবনযাপন ૨ শীতের প্রভাব । ছোট শহরের বাজার, বাজারের পাশ দিয়া নদী। নদীটির ধারে বাধানে বটগাছের তলায় তখনও সাধুদের ধুনী জলিতেছে। তিনকড়ি সেখানে আসিয়! সাষ্টাঙ্গে প্ৰণিপাত করিয়া দাড়াইল । জটাধারী প্ৰভু চক্ষু মেলিয়া বলিলেন, “কেয়া বাবা ?” জেলের মধ্যে তাহার কয়েদী বন্ধু ভজন পাড়ের সহিত তিন বৎসর একত্র বাসের ফলে হিন্দী ভাষার সহিত তিনকড়ির একরূপ পরিচয় হইয়াছিল, সে ছুই হাত জোড় করিয়া জটাধারী বাবার পায়ের কাছে মাথা