পাতা:প্রবাসী (ত্রিংশ ভাগ, দ্বিতীয় খণ্ড).djvu/৬৭৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৬৭২ প্রবাসী—ফাঙ্কন, ১৩৩৭ [ ৩০শ ভাগ, ২য় খণ্ড মেয়ে মৈত্রেরী, তখন সে থামিয়া খতমত খাইয়া নমস্কার করিতেই ভুলিয়া গেল। মৈত্রেী নমস্কার করিবার পর সে কোনোমতে ত্রুটি সংশোধন করিয়া লইল । তাহার এই সলজ অপ্রতিভ ভাবট। মৈত্রেয়ীর কেমন একটু ভাল লাগিল। অনঙ্গ যদি খুব বেশী সপ্রতিভ ভাব দেখাইত মৈত্রেয়ী তাহা হইলে হয়ত আরও পিছাইয়া যাইত। কিন্তু এই যুবকটি একেবারে নব্য সমাজে মেলামেশা করিতে অনভ্যস্ত বুঝিতে পারিয়া, মৈত্রেয়ী সাহস করিয়া নিজেই যাচিয়া কথা বলিতে আরম্ভ করিল। অনঙ্গের কাছেই একটা চেয়ার টানিয়া বসিয়া সে জিজ্ঞাসা করিল, “আপনি কি এই প্রথমবার দার্জিলিং এসেছেন ?” অনঙ্গ বলিল, “আঞ্জে, হঁ্য ।” মৈত্রেয়ী জিজ্ঞাসা করিল, “কেমন লাগছে ? সব জায়গায় বেড়ান হয়ে গিয়েছে ?” অনঙ্গ যতই চেষ্টা করিতেছিল, বেশ সহজ সপ্রতিভ ভারে কথা বলিবে, ততই তাহার কথা বাধিয়া যাইতেছিল এবং কপাল ঘামিয়া উঠিতেছিল। কিন্তু কথা না বলিলেও নয়, প্রথম দিনই যদি মৈত্রেয়ী তাহাকে একটা ভ্যাবাগঙ্গারাম স্থির করিয়া লয়, তাহা হইলে কোনো দিনই অনঙ্গ সম্বন্ধে তাহার শ্রদ্ধ৷ হইবে না। অনেক চেষ্টায় নিজেকে একটু প্রকৃতিস্থ করিয়া সে বলিল, “ভালই লাগছে। দেখবার জায়গা সবই প্রায় দেখেছি।” দুঃখে ক্ষোভে তাহার কণ্ঠরোধ হইয়া আসিতেছিল। একটা এমন কথাও কি তাহার মনে আসিতে নাই, যাহাতে মৈত্রেয়ী তাহাকে একটু স্মার্ট মনে করে } এমন সময় বন্ধু নামক যুবকটি আসিয়া তাহাকে বঁাচাইয়া দিল । বলিল, “নিজেই বিনা পরিচয়ে আলাপ করছি বলে কিছু মনে করবেন না। আপনাকে কলকাতায় অনেকবার দেখেছি বলে মনে হচ্ছে । আপনি কোন কলেজে পড়েন বলুন ত ?” অনঙ্গ কলেজ ক্লাশ মেস সব কিছুর ঠিকানা দিয়া क्लि । प्रजाऊँौञ्च uक छन cथाउ भाहेब आहे बारब्र জাহার भ्रूं गिङ्गा গেল। মৈত্রেী মাকে সাহায্য করিবার জন্তু মাঝে উঠিয়া গিয়াছিল, ফিরিয়া আসিয়৷ দেখিল অনঙ্গ অনর্গল কথা বলিয়া চলিয়াছে, রীতিমত চালাক ছেলে । তাহার সামনে চা জলখাবার রাখিয়া বলিল, “চাটা খেয়ে নিন, অনেক দেরি হয়ে গেল।” অনঙ্গ মৈত্রেয়ীকে দেখিয়া থামিয়া গেল এবং বঞ্চুৱ দেখাদেখি খাইতে লাগিয়া গেল। চা খাওয়া শেব হইতেই বন্ধু বলিল, “আমি কিন্তু আজ আর বসতে পারব না, মাসিম, বড় জরুরী য়্যাপয়েণ্টমেণ্ট আছে। নিতান্ত সন্তোষ রাগ করবে বলে এলাম।” সে চলিয়া গেল । অনঙ্গ দেখিল মৈত্রেয়ী নিকটেই বসিয়া চা খাইতেছে, এখন কিছু কথা না বলিলেই নয় । অনেক ভাবিয়া বলিল, “আপনি কোথায় পড়েন ?” মৈত্রেয়ী হাসিয়া বলিল, “বেথুনেই পড়তাম, কিন্তু ছেড়ে দিয়ে স্কটিশচার্চে ঢুকেছি।” অনঙ্গ ভাবিল কেন ছাড়িয়া দিল, জিজ্ঞাসা করা যায় কি ? থাক কাজ নাই, যদিই সে বিরক্ত হয় ? খানিকক্ষণ চুপ করিয়া থাকিয়া জিজ্ঞাসা করিল, “ওখানে বেশ ভাল পড়ান হয়, না ?” মৈত্রেয়ী বলিল, “মন্দ নয়, তবে নিজের যদি পড়ায় মন থাকে, তা হলে সব কলেজই প্রায় সমান।” - অনঙ্গ জিজ্ঞাসা করিল, “আচ্ছা, মেয়েরা ফি ছেলেদের চেয়ে বেশী ষ্টুডিয়াস ? মৈত্রেয়ী বলিল, “তা কি করে জানব ? মেয়ের সবাই ত এক রকম নয়, ছেলেরাও বোধ হয় নয়।” এমন সময় মৈত্রেয়ীর মা আসিয়া পড়িলেন, বলিলেন, “কিছুই ত খেলেন। বাবা । ও ঘরে ব্যস্ত ছিলাম, কিছু দেখতে পারিনি। মিষ্টিগুলো ফেলে রেখেছ কেন ? আরো চা নাও, খাও !” অনঙ্গের মনে হইল, ইনি ঠিক হিন্দুঘরের মা-মালীর মতই। কিন্তু মৈত্রেয়ী পাছে তাহাকে পেটুক মনে করে *झे उरग्र cन किहूडहे थांब्र थाहेरङ ब्राजौ श्झेल नां । গৃহিণীর সহিত দুইচারিট কথা বলিয়া বিদায় লইয় চলিয়া আসিল। সারারাত তাহার ঘুমই হইল না। যতই মৈত্রেীর চিন্তাক্ষন হইতে ঝাড়িয়া ফেলিতে চায়, ততই উহা দে,