পাতা:প্রবাসী (ত্রিংশ ভাগ, দ্বিতীয় খণ্ড).djvu/৬৮৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

8"לר প্রবাসী—ফাঙ্কন, ১৩৩৭ f ७०* छां★, २ध्न थ७ বরোদার লাইব্রেরী-পরিচালনায় চেষ্টা কিছুকাল হইতে চলিতেছে। যতদূর জানি, লাইব্রেরী-জান্দোলন বরোদায় যতটা অগ্রসর হইয়াছে, ভারতবর্ষে আর কোথাও তেমন নয় । আলোচ্য গ্রন্থে লেখক দেশবিদেশের লাইব্রেরী-আন্দোলনের বিষয়ণ লিপিবদ্ধ করিয়া এবং তাছার সার্থকতা নির্দেশ করিয়া পাঠকসাধারণের কৃতজ্ঞতা অর্জন করিয়াছেন, সন্দেহ নাই। এ সম্বন্ধে আমাদের দেশে প্রচুর আলোচনার প্রয়োজন আছে। সুশীলবাবুর অক্লাস্তু পরিশ্রম ও নিষ্ঠার ফলে গত দশ বৎসরে লাইব্রেরী-আন্দোলন ক্রমে ভারতব্যাপী হইয়া উঠিতেছে। हैठूल কলেজ ও সাধারণ পাঠাগারে এই বই অপরিহার্য হইবে। ইহা সৰ্ব্বাংশে সময়োপযোগী হইয়াছে । মহামহোপাধ্যায় শ্ৰীযুক্ত হরপ্রসাদ শাস্ত্রী মহাশয় একটি সংক্ষিপ্ত অথচ সারগর্ভ মুখবন্ধ লিখিয়া গ্রন্থাগার সম্বন্ধে আলোচনা করিয়াছেন। তাহ পড়িয়া পাঠক উপকৃত হইবেন। বইখানি ভাল কাগজে পাইক হরফে পরিষ্কার ঝরঝরে ছাপা— পড়িতে কষ্ট নাই। যাত্রী—শ্ৰীভারতচন্দ্র মজুমদার প্রণীত ও লেখক কর্তৃক ১৪, কৈলাস বোস ষ্ট্রট, কলিকাতা হইতে প্রকাশিত। ডবল ক্রাউন যোড়ষাংশিত ৪২ পৃষ্ঠা, কাগজের মলাট। মূল্য আট আনা। কবিতার বই। রচনা বিশেষত্ববর্জিত—কোথাও কবিতা হইয়া ওঠে নাই। লেখক ‘নিবেদন' করিয়াছেন—সাহিত্যিক বন্ধুদের সনিৰ্ব্বন্ধ অনুরোধ ও উৎসাহে এই বই ছাপাইয়াছেন। লেখক বা তাহার সাহিত্যিক্ষ' বন্ধুদের রসবোধের প্রশংসা করিতে পারিলাম না। ঐসুরেশচন্দ্র বন্দ্যোপাধ্যায় বার্ষিক শিশুসাথী—১৩৩৭ সাল) শ্ৰীকাৰ্ত্তিকচন্দ্র দাসগুপ্ত সম্পাদিত এবং ৫, কলেজ স্কোয়ার, কলিকাতা, আশুতোষ লাইব্রেরী হইতে প্রকাশিত। দাম দেড় টাকা। এখানি পঞ্চম বার্ষিক শিশুসাথী। শ্ৰীমতী স্বর্ণকুমারী দেবী, গ্রীমতী কামিনী রায়, শ্ৰীমতী প্রিয়ম্বদা দেবী হইতে শ্ৰীঅবনীন্দ্রনাথ ঠাকুর, ঐদীনেশচন্দ্র সেন প্রভৃতি বহু খ্যাতনামা সাহিত্যিকের লেখা এই ছেলেদের বার্ষিকীখানিকে অলস্কৃত করিয়াছে। কবিতা গল্প গাথা .ফ্লপকথা ঐতিহাসিক ও পৌরাণিক কাহিনী স্বাস্থানীতি এবং জীবনচরিত প্রভৃতি নানাবিধ রচনা শিশু এবং কিশোরদের মনকে আকর্ষণ করিবে। প্রচ্ছদপটখানি প্রসিদ্ধ শিল্পী স্ত্রপূর্ণচন্দ্র ঘোষের জাক। আরও অনেক স্বধৃগু ছবি তাছে। ছাপা ও কাগজ ভাল । বঙ্গের মহিলা কবি—শ্ৰীযোগেন্দ্রনাথ গুপ্ত প্রসূত এবং ৬৪ স্বামীবাগ রোড, ঢাকা ও ২৪-বি শম্ভুনাথ পণ্ডিত ষ্ট্রীট, কলিকাতা হইতে প্রকাশিত। মূল্য দুই টাকা । বইখানি সুদৃপ্ত। ছাপা বাধাই ও কাগজ ভাল। এবং রচনা হিসাবে বইখানি সুপাঠ্য। এইরূপ একখানি পুস্তকের বিশেষ প্রয়োজন ছিল। যোগেন্ত্রবাৰু সেই অভাব দূর করিতে অগ্রসর হইয়াছেন দেখিয়া আমরা স্বর্থী হইলাম। কিন্তু বইখানি পূর্ণাঙ্গ হইলে আমরা আরও স্বর্থী হইতাম । বঙ্গের মহিলা-কবিদের কথা বাংলা সাহিত্যের এক অতি-প্রয়োজনীয় অধ্যায় । ইহার গুরুত্ব অধিক বলিয়াই এ-সম্বন্ধে আলোচনাকালে একদিকে যথেষ্ট পরিশ্রম BDD BBBB BBB BBBBS BBBD BBDD S BD DDBS BB বলিতে প্রাচীন ও আধুনিক উভয়বিধ কবিই বোঝায়। কিন্তু পুস্তকখানিতে প্রাচীন স্ত্রী-কবিদের মধ্যে রামী চম্রাবতী আনন্দময়ী ও গঙ্গাদেবী—এই চারিঞ্জনকে মাত্র পাইলাম। পাচশত বৎসরের মধ্যে চারিজন মাত্র মহিলা কবি যে দেশে জন্মগ্রহণ করে, সে দেশ দুর্ভাগ্য। কিন্তু বাংলাদেশ এমন দুর্ভাগ্য বলিয়ু আমরা মনে করি না । প্রোচীন কালে সত্যই কি নারী কবির এত অসম্ভাব ছিল ? বিশ্বাস করি, পদাবলীর মধ্যে এবং বৈঞ্চব-সাহিত্যে অনুসন্ধান করিলে নারীনামের ভণিতাযুক্ত আরও অনেক পদ পাওয়া যাইতে পারে। যেমন, গৌরাঙ্গে পরম ভক্তিমতী নীলাচলবাসিনী 'শিখি মাহিতীর ভগ্নী শ্ৰীমাধবী দেবী।" মাধবী দ্বাণীতে কয়, অপরূপ গোর রায় ভট্টগৃহে করল প্রবেশ । শুধু পদাবলী কেন, প্রাচীন এবং অনতিপ্রাচীন বঙ্গসাহিত্য খুজিলে নারীকবিদের কিছু কিছু রচনার সাক্ষাৎ মিলিবেই। এস্থলে কবিওয়ালাদের কালের যজ্ঞেশ্বরীর নাম উল্লেখ করা যাইতে পারে। লেখিকাদের নাম এবং তঁাহাঙ্গের কাব্যের আলোচনা পাঠ করিলে একটু সন্দেহ হয়, যেন গ্রন্থকার পুরাণে সাহিত্যের ফাইলই বিশেষভাবে দেখিয়াছেন । পুরাতন সকল মাসিক ও সাময়িক পত্রই ভাল করিয়া দেখা দরকার। 'চারুকুসুমাঞ্জলি’ রচয়িত্রী চারুলতা ঘোষ বিক্রমপুর নিবাসিনী । 'বনপ্রসুন’ রচয়িত্রী মোক্ষদায়িনী মুখোপাধ্যায় হেমচন্দ্রের সমসাময়িক । ইনিই প্রথম ‘বাঙ্গালীর মেয়ে'র উত্তরে বাঙ্গালীর বাবু লেখেন। 'বনপ্রস্থনের সমালোচনায় বঙ্গদর্শন’ ( ১২৮৯) লিখিতেছেন, “সাহিত্যসংগ্রামক্ষেত্রে বাবু হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায় অদ্বিতীয় মহারথী। তাহার প্রতি শরসন্ধানে সাহস করে বাঙ্গালার পুরুষ লেখকদের মধ্যে এমন শুরবীর কেহ নাই। তাহার প্রণীত ‘বাঙ্গালার মেয়ে’ নামক কবিতার জ্বালায় অনেক বাঙ্গালী মেয়ে আজি কাতর। আজি সেই আঘাতের প্রতিশোধের জন্ত এই কাব্যবীরাঙ্গন বদ্ধপরিকর-বৃতান্ত্র।" গ্রন্থে ইহাদের নামের উল্লেখ নাই। আমরা শুধু হাতের কাছে যে নামগুলি পাইলাম সেইগুলি দিলাম। যথেষ্ট পরিমাণ মাল-মসলা সংগ্ৰহ না করিয়া গৃহনিৰ্মাণ আরম্ভ করিলে অনেক অসুবিধা ভোগ করিতে হয়। সাহিত্যের ইতিহাস সংক্রান্ত এই ধরণের গ্রন্থ অতীতের ভিত্তির উপর স্থাপিত করা উচিত। রচনার স্থায়িত্ব সেই ভিত্তির দৃঢ়ত্বের উপর নির্ভর করে। গ্রন্থকার ঐতিহাসিক । অনুপাত-বোধ ঐতিহাসিকের রচনাকে সুসঙ্গত করে। এই সব-দিকে লক্ষ্য রাখিয়া গ্রন্থকার দ্বিতীয় সংস্করণে গ্রন্থখানিকে পূর্ণতাদানের চেষ্টা করিবেন, ইহা জামরা আশা করিতে পারি। এইরূপ পুস্তকের প্রথম সংস্করণে পূর্ণোৎকৰ্ষ আশা যায় না। রচনা প্রাঞ্জল । এবং কয়েকটি কবির কাব্য-সমালোচনায় গ্রন্থকার কৃতিত্ব প্রকাশ করিয়াছেন। শ্রীশৈলেন্দ্রকৃষ্ণ লাহা