পাতা:প্রবাসী (ত্রিংশ ভাগ, দ্বিতীয় খণ্ড).djvu/৬৯৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৫ম সংখ্যা ] ---~ م. م. م. همه ۹جره هماعی» بهپیمایی بر বলিদ্বীপে ইতিহাস ও সংস্কৃতি বিষয়ে অনুসন্ধান 守b-> gয়টি মুখ্য শ্রেণী ও তাহাদের উপশ্রেণীতে ৯০০এর মুসলমান হইয়া গিয়াছে। বলিদ্বীপীয়েরা লম্বক জয় করিয়া উপর বিভিন্ন পুথির নাম পাওয়া যাইতেছে । এই সমস্তই বলিদ্বীপীয় ভাষার পুথি। এতদ্ভিন্ন বলিদ্বীপে সংস্কৃত ,পুথি ( বলি বা বদ্বীপীয় অক্ষরে লেখা) কিছু কিছু আছে । কারেঙ-আসেম-এ অবস্থান-কালে সেখানকার রাজার কাছে তান্ত্রিক দর্শন ও সাধন-সম্বন্ধে একখানি পুথি লইয়। রবীন্দ্রনাথকে আলোচনা করিতে হইয়াছিল, সেকথা পূর্বে বলিয়াছি। এইরূপ আশা করা যায় ঘে খুব অসাধারণ কোনও সংস্কৃত বই বলিদ্বীপে না পাওয়া গেলেও, মূল্যবান বা অজ্ঞাত বা লুপ্ত কোন ছোটখাট বই মিলিতেও পারে । শিব (ভারত-বলি যুগ } সাময়িক পত্রিকাটার দ্বিতীয় খণ্ডে ‘কীর্টি’র পুথি-সংগ্রহের একটু পরিচয় দেওয়া হইয়াছে। মূল ও অনুলিখন দুইয়ে মিলিয়া ২৫০এর উপর পুথি ইহার সংগ্ৰহ করিয়াছেন । পতক পুথি লম্বকদ্বীপ হইতে আসিয়াছে । লম্বকদ্বীপ বলির পূর্বেই। এখানকার লোকেদের Sasak ‘সাসাকৃ’ বলে । ইহার বলিদ্বীপীয়দের জ্ঞাতি-স্থানীয়, কিন্তু এখন ইহার সাসাকৃদের উপর রাজ হু করিত। ‘সাসাক ভাষার পুথিও সংগৃহীত হইতেছে । নারী-মূৰ্ত্তিময় পয়ঃ-প্রণালী ( প্রাচীন-বলি যুগ) পুথি সংগ্রহের ভার যেমন ডাক্তার থোরিস গ্রহণ করিয়াছেন, প্রত্নদ্রব্য-সংগ্রহ ও প্রাচীন লেখ উদ্ধার এবং প্রাচীন স্থান খুড়িয়া আবিষ্কারের ভার গুপ্ত হইয়াছে শ্ৰীযুক্ত টু টাৰ্বহাইমের উপরে , যবদ্বীপের প্রাচীন ইতিহাস সম্বন্ধে ইনি একজন সৰ্ব্বত্র সমাদৃত বিশেষজ্ঞ । ইহার নানা পুস্তক ও প্রবন্ধাদি আছে , যবদ্বীপে সুরকওঁ নগরে ইনি একটা বিদ্যালয়ের অধ্যক্ষ । এখানে যবদ্বীপীয় ছেলেমেয়েদের বিশেষভাবে যবদ্বীপীয় সাহিত্য ও ইতিহাস এবং সংস্কৃতি বিষয়ে শিক্ষা দেওয়া হয় এই বিদ লিয়ট যুবদ্বীপের Arts Universityতে ভবিষ্যতে রূপান্তরিত হইবে আশা করা যায়। এই বিদ্যালয় সম্বন্ধে আমার ‘দ্বীপময় ভারতীযবদ্বীপ প্রসঙ্গে বলিব। শ্রযুক্ত টু টাৰ্বহাইমের চিত্রে যবদ্বীপের ইতিহাস’ বইখানিতে বহু প্রাচীন ভাস্কৰ্য্য ও