পাতা:প্রবাসী (ত্রিংশ ভাগ, দ্বিতীয় খণ্ড).djvu/৬৯৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৭৯২ প্রবাসী—ফাঙ্কন, ১৩৩৭ [ ৩০শ ভাগ, ২য় খণ্ড সম্পর্কে ডাক্তার থোরিস আমায় লিখিয়াছেন ( ১৯৩০ সালের জুলাই মাসে ) —“আর একটা কথা শুনিয়া আপনি খুশী হইবেন, আমরা শীঘ্রই বলিভাষায় একখানি মাসিক পত্র প্রকাশ করিব । ইহাতে বলিদ্বীপের সংস্কৃতি, ধৰ্ম্ম, শিল্পকলা ও সাহিত্যের আলোচনা থাকিবে । পত্রিকার জন্ত গ্ৰাহক সংগ্ৰহ হইতেছে, এবং বহু সহযোগী (ইহারা সকলেই বলিদ্বীপীয়) ইতিমধ্যেই তাহদের সাহায্য দানে স্বীকৃতি জ্ঞাপন করিয়াছেন, অনেকে তাহাদের প্রবন্ধও পাঠাইয়া দিয়াছেন। বেশীর ভাগ গ্রাহকের চাহেন যে মাসিকথানি বলিদ্বীপের অক্ষরেই মুদ্রিত হয়। সেইজন্য আমরা স্থির করিয়াছি যে আংশিক ভাবে এই অক্ষরে মুদ্রণ করা হইবে। অক্ষরের জন্য ইতিমধ্যে হলাণ্ডে অর্ডার পাঠানে হইয়াছে। বোধ হয় মাস দুইয়ের মধ্যে এই নূতন মাসিক প্রকাশিত হবে —বলিভাযায় ও মালাইয়ে—বলিভাষার ংশ খানিকট বলিদ্বীপীয় অক্ষরে ছাপানো হইবে (বাকীটুকুন রোমানে)। শযুক্ত খোরিস আরও লিখিতেছেন— আজকালকার বলিদ্বীপীয়ের সত্যকার হিন্দুধৰ্ম্ম সম্বন্ধে সচেত ঔংস্থ ক্য পোষণ করে – ওদেশে ( অর্থাৎ ভারতবর্ষে ) প্রাচীন ধৰ্ম্ম, সভাত ও শিল্প যাহ। বিদ্যমান আছে সে সম্বন্ধে জানিতে চাহে । সুতরাং হিন্দু সংস্কৃতি বিষয়ে আধুনিক অভিমত—বলিদ্বীপীয় ও ভারতীয়দের মধ্যে ভাবের আদান-প্রদান – বিষয়ে সত্যসত্যই এদেশের লোকেদের খুব উৎসুক দেখা যায় ’ ‘কীর্তুি’-তে ইতিমধ্যেই শ্যুক্ত থোরিস সংস্কৃত পড়াইতে আরম্ভ করিয়া দিয়াছেন । চারি জন বলিদ্বীপীয় ছাত্র খুব আগ্রহের সঙ্গে পড়িতে আরম্ভ করিয়াছেন। গীতার ডচ অনুবাদ অাছে, বলিভাষায়ও মূল সংস্কৃত সহ তাহার অনুবাদ প্রকাশ, আশা করা ধায় এই ‘কীৰ্ত্তি’ হইতেই হইবে । ইহাদ্বার হিন্দুর শ্রেষ্ট ধৰ্ম্ম গ্রন্থের সহিত বলিদ্বীপীয়দের সাক্ষাৎ পরিচয় ঘটবে । অন্যান্য সংস্কৃত বইয়ের ও অনুবাদ ক্রমশঃ প্রকাশিত হইবে । উচেদের সাহায্যে বলিদ্বীপীয়ের নিজেরাই লাগিয়। গিয়াছে ; আর আমাদের দ্বারা ভারতবর্ষ হইতে সংস্কৃত শিক্ষক পাঠাষ্টবার কথা চাপা পড়িয়া গেল, সম্ভবপর হইল না । যিনি এ বিষয়ে বলিদ্বীপীয়েদের মধ্যে কাৰ্য্য করিবেন, তাহাকে তন্ত্র জানিতে হইবে, এবং তন্ত্রশাস্ত্রের প্রতি শ্রদ্ধা লইয়া যাইতে হইবে । ওখানে রামায়ণ মহাভারত বুঝে, পূজা হোম বুঝে,–কিন্তু আৰ্য্যসমাজা বা অন্য কোন আধুনিক মতবাদ উহারা বুঝিবে না । এখনই কোনও আধুনিক ভারতীয় মতবাদ বলিদ্বীপীয়েদের চতুর্মুখ মূৰ্ত্তি (চতুঃকায় ), শিবের ত্রিনেত্র, বিষ্ণুর শখ ও ব্রহ্মাণ পুক্তক সহ । মধ্যবলি যুগ ) মধ্যে প্রচার করিতে গেলে সমস্তষ্ট পণ্ড হুইয়। যাইবে | উহাদের দেশে যে ভাবে হিন্দু ধৰ্ম্মের ও হিন্দু সংস্কৃতি বিকাশ হইয়াছে, তাহাকেই পূর্ণভাবে মানিয়া লই