পাতা:প্রবাসী (ত্রিংশ ভাগ, দ্বিতীয় খণ্ড).djvu/৭৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

১ম সংখ্যা ] সরযু বললে, “খবর এমন মারাত্মক কিছু নেই। সুল না একটু চিল্কার ধারে ঘুরে আসি —যাবে ?” রমেশ কলমটা আর একবার দোয়াতে ডুবিয়ে নিয়ে জবাব দিলে,-"পাগল হয়েচে, এই দুর্জয় মেঘ মাথায় নিয়ে যাবে চিন্ধার ধারে ” একটু থেমে রমেশ আবার বললে, “হঠাৎ এ খেয়াল কম ?” সরযূ (উত্তর দিতে ন।--নিৰ্ব্বোধের মত পুষ্টল । গিয়ে একটা কথাও খুঁজে পেল নিরর্থক দৃষ্টি মেলে দাড়িয়ে ভারতে বাষ্পীয় জাহাজ পরিচালনের প্রথম যুগ ৬৭ বাইরে তরু-পত্রের অবিরাম কাকুতি এবং ৮ম অন্ধকার । এই অন্ধকারের মধ্যে চিল্কা হয়ত উদম, চঞ্চল হয়ে উঠেছে—নৌকাগুলি তারের বন্ধন ছিড়ে অনিশ্চিতের উদ্দেশে বেরিয়ে পড়বে হয়ত দ্বীপের মত পাহাড়গুলির পায়ে আছাড় থেয়ে অস্থির জল-শ্রোত কি কাকুতি নিবেদন করে কে জানে ? 母 হাওয়ার বেগে রমেশের আলোটা যেন খাবি থেকে লাগল । তখনই বৃষ্টি এসে পড়ল । সরযু নীরবে অন্দরে ফিরে গেল । ভারতে বাষ্পীয় জাহাজ পরিচালনের প্রথম যুগ £. শ্রীহরিহর শেঠ উরোপের সহিত ভারতের সম্বন্ধ ইংরেজ-ত{গমনের বহু পৰ্ব্ব হইতেই বিদ্যমান ছিল । খৃষ্ট জন্মের সহস্ৰ বৎসর পূৰ্ব্বে ইহুদি দেশ-সমূহের সহিত ভারতের বাণিজ্যসম্বন্ধ &ল বলিয়। পুরাতন লেখায় উল্লেখ পাওয়া যায়। ষোড়শ শাকীর প্রারম্ভে পোষ্ট্র গজ বণিকগণের এদেশে শ্রীগমনের বহু পূৰ্ব্বে রুম দেশীয় বণিকগণ এদেশ হইতে মূল্যবান রেশমী বস্ত্র, উৎকৃষ্ট মসলিন, শাল, মশলা ও উৎপাদি লইয়া যাইত বলিয়া জানা যায় । ৭ আরব বণিকগণের দক্ষিণ-ভারতে আগমনের কথারও উল্লেখ আছে । * গ্যাদি জাহাজেই প্রেরিত হইত । ১৪৯৮ খ্ৰীষ্টাব্দে ভাসকো ডা গামার জলপথে ভারতের *ালাবার উপকূলে কালিকাটে আগমনের কথা সৰ্ব্বজন* ইহার পর বহুদিন পর্য্যন্ত ইউরোপের অন্যান্য &lণ ইহতে এদেশে এবং এদেশ হইতে অস্ত্র জাহাজ ১ণাচলের ও পূৰ্ব্বকালে এদেশে যথেষ্ট পরিমাণে জাহাজ নখণেরও বহুল প্রমাণ পাওয়া যায়। ১৭৮৯-৯০ প%'কে সুপ্রসিদ্ধ পৰ্য্যটক গ্রাগ্রী (Grandpre) যখন আৰু ২ পরে মিশর বাণিজ্যৰ্থ এসব বাণিজ্যের t ভারত-ভ্রমণে আইসেন, তখন তিনি কলিকাতায় সেগুন কণ্ঠের জাহাজ নিৰ্ম্মাণের অনেক কারখানা দেখিয়া গিয়াছিলেন । কিন্তু এ সমস্ত জাহাজই বায়ুর সাহায্যে ব। মল্লযু-শক্তিতে পরিচালিত হইত । ইংলণ্ড হইতে ভারতে বাষ্পীয়পোত পরিষ্ঠ নার প্রথম পরিকল্পনাও বিশেষভাবে আলোচিত হয়