পাতা:প্রবাসী (ত্রিংশ ভাগ, দ্বিতীয় খণ্ড).djvu/৭৪৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

b-8e অস্কাঙ্ক প্রক্রিয়ার প্রচলিত প্রণালী অপেক্ষ উৎকৃষ্টতর . প্রণালী দেখান হইয়াছিল। পল্লীগ্রামসকলের উন্নতি বিধানের জন্য যত প্রকার কাজ করা হইতেছে, রঙীন ছবির সাহায্যে তাহা বুঝান হয়। এইরূপ যাটটি ছবি প্রদর্শনীর চালার দেওয়ালে ঝুলান ছিল। পল্লীসংগঠন ষিভাগের ব্ৰতী বালকদের নানাপ্রকার সংগ্রহ দেখান হয়। বহুবিধ বন্য ও উদ্যানজাত ফুল নাম ও ব্যবহার সহ সংগৃহীত হইয়াছে দেখিলাম। ইহা উদ্ভিদবিদ্যাবিং, চিকিৎসক, কবি, উদ্যানরচনাকারী প্রভৃতি নানা শ্রেণীর লোকের কাজে লাগিবে এবং অন্যেরাও ইহা হইতে জ্ঞান ও জানন্দ লাভ করিবেন। আর একটি সংগ্রহও বেশ ভাল, এবং তাহ লাভজনকও হইতে পারে। একটি বড় মোট কাগজের খাতার পাতায় অনেক রকমের কাপড়ের নমুনার টুকরা, দাম, উৎপত্তিস্থান প্রভৃতি সহ অঁাটিয়া রাখা হইয়াছে । ব্ৰতী বালকদের তৈরি কাঠের জিনিষ, আসন, ঝাড়ন, তাহাদের অঙ্কিত বীরভূম জেলার মানচিত্র ও তাহাতে মেলার ও তীর্থের স্থান প্রভৃতির সমাবেশ, এবং বীরভূম জেলার নানাবিধ তথ্যপূর্ণ হস্তলিখিত পুস্তক উৎকৃষ্ট হইয়াছিল । শিক্ষাসঞ্জের ছাত্রদের দ্বার উৎপন্ন নানাবিধ তরকারীও বেশ হইয়াছিল । পল্লী-বিভাগের মহিলা সমিতির নানাপ্রকার স্থচের কাজ প্রদশিত হইয়াছিল। এইরূপ কাজ করিয়া কয়েকজন অস্তঃপুরিকা উপার্জন করিতেছেন। কাজগুলি সুন্দর বলিয়া অনেক বিক্রীও হইয়াছিল । কৰ্ম্মকার-বিভাগে গৃহস্থালীর জন্য আবশুক নূতন রকমের লোহার চুল্পী প্রভৃতি দেখান হইয়াছিল। এই বিভাগে গ্রামের দশজন ছেলে শিক্ষা পাইতেছে । গালার তৈরি অনেকগুলি জিনিষ এবং লাক্ষালিপ্ত (lacquered) কাঠের বাক্স, টেবিল, আয়নার ফ্রেম প্রবাসী—ফাঙ্কন, ১৩৩৭ [ ৩০শ ভাগ, ২য় খণ্ড প্রভৃতি খুব স্বন্দর হইয়াছে। শ্ৰীনিকেতনের চৰ্ম্মকারবিভাগে সুন্দর চামড়া কষ হইতেছে এবং চামড়ার মনিব্যাগ, চেয়ারের গদি প্রভৃতি প্রস্তুত হইতেছে। নূতন নূতন ডিজাইনে বাধা পুস্তকও প্রদর্শিত হইয়াছিল। - এবারকার ব্ৰতী বালকদের বাষিক সম্মিলনীডে বীরভূম জেলার মোট ১২টি দলের ৩০০ জন বালক যোগ দিয়াছিল। তাহারা নিম্নলিখিত বিষয়গুলিতে প্রতিযোগিতা করিয়াছিল এবং যোগ্যতম বালকের পুরস্কার পাইয়াছিল। (১) সংগ্রহ ও তথ্যসংগ্রহ–(ক) ফুল, (খ) নানাপ্রকার কাপড়ের নমুনা, (গ) বীরভূম জেলার তথ্য । (২) হাতের কাজ–(ক) বয়ন, (খ) কাঠের কাজ। (৩) খেলাধুলা—(ক) ড্রিল (আদেশগুলি সব বাংলায় দেওয়া হয় ) ; (খ) তীর দ্বারা লক্ষ্যভেদ ; (গ) সস্তরণ ; (ঘ) বাধা অতিক্রম করিয়া দৌড় ; (ঙ) অন্যান্য খেলা ; (চ) টেকে দ্বারা স্থত৷ কাটা । ইহা ছাড়া শ্ৰীনিকেতনের ব্ৰতী বালকের লাঠি ও ছোরা খেলা, পোল ও আইরিশ ড্রিল, মুষ্টিযুদ্ধ প্রভৃতি দেখাইয়াছিল । এ বৎসর ব্ৰতী বালকদের প্রতিযোগিতায় শ্ৰীনিকেতনের শিক্ষাসত্রের দল মোটের উপর সৰ্ব্ব প্রথম হওয়ায় ব্ৰতী বালকদিগের পতাকা লাভ করে। ২৫শে মাঘ রাত্রে শ্রীনিকেতনের ব্ৰতী বালকদল রবীন্দ্রনাথের "মুকুট” নাটক অভিনয় করিয়া সমবেত জনগণকে পরিতৃপ্ত করে । ভ্রম-সংশোভ্রেল গত মাঘ সংখ্যার ••• পৃষ্ঠার পথহারা” নামক কবিতাটির দ্বিতীয় পংক্তিস্তে যুদ্রাকর প্রমাবশতঃ “লাখ” কথাটি বসিয়া গিয়াছে । কথাটি উঠিয়া যাইবে । লাইনটি হইবে, আলেয়া-আলোয় যে ফিরেছে পথে, কিরিবার পথ নাই যে তার।’ মনত DBB BBB BBBBBS BBB BDD DD uDDD কর্তৃক মুদ্রিত ও नामजनाः