পাতা:প্রবাসী (ত্রিংশ ভাগ, দ্বিতীয় খণ্ড).djvu/৭৫০

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

Jeese కాte పికెR ఆఆ } চৈত্রs Sలలe } ৬ষ্ট সংখ্যা বাংলার প্রাণবস্তু ঐক্ষিতিমোহন সেন বিয়ের রাতে বরষাত্রীরা এসে পৌছলেন না। তখন সমাজপতিরা সবাই বা’র হলেন গ্রামের মধ্যে বিরোধ করতে অক্ষম গোবেচারী রকমের মানুষ কে আছে তাকে ধর-পাকড় ক’রে কোনো মতে দায়টা উদ্ধার করা যায় কি না তাই দেখতে । ষোগ্যতার বিচার তখন আর করা চলে না। আপনারা সবাই আমাকে ঠিক সেই ভাবেই ধরেছেন। যোগ্যতার বিচার করবার অবসর আপনাদের নেই ; আর এটাও জানেন যে, আপনাদের সকলের অম্বরোধ উপেক্ষ করবার মত সামর্থ আমার নেই। যে উৎসবক্ষেত্রের সেবায় আমাকে আপনার ७ॉरू द्विघ्नहरून cनथांzन जयांगंड ब्लङ जब बफ़ बफ़ পণ্ডিতজনের—ভারী ভারী সব গ্রন্থওয়াল মাহুষের দল। ভাগ্যের বিপাকে দিনে দিনেই আমাকে গ্রন্থের জগৎ থেকে সরে যেতে হচ্ছে দূরে। জীবনের আরম্ভ করেছিলাম গ্রন্থেরই জগতে এবং গ্রন্থকেই জেনেছিলাম জীবনের শেষ লক্ষ্য। কিন্তু ঘটনার ছেড়াখোড়া যা-কিছু লেখা মেলে তাও সব অশিক্ষিত সাধকদেরই বাণী—সামান্ত একটু লিখতে ধারা জানেন র্তারাই লিখে রেখেছেন। নিরক্ষর গ্রন্থহীন মাহুষের পথে ঘুরে ঘুরে আপনাদের মত পণ্ডিতজনের দরবারের দাৰি ষে আমি খুইয়ে বসেছি। তাইতে বড় সঙ্কোচে আমাকে ७शन कशं कहे८ड झग्न । ● এই মণ্ডলীতে সঙ্কোচ হলেও আমার নিজের মনের মধ্যে কোন খেদ নেই। কারণ জ্ঞানের উদ্বেগুই হ’ল মানুষকে ঠিক ক’রে জানা ও মানুষকে ঠিক ক’রে জানানে। শুধু গ্রন্থ দিয়েই কি মাছুষের অস্তরের সব কথা মানুষ ধরতে পেরেছে ? মামুষের আশা আকাঙ্ক্ষা, সাধনা সিদ্ধি, স্থখ দুঃখ, প্রেম অনুরাগ, আচার অনুষ্ঠান, নিয়ম ধৰ্ম্ম, স্বলন পতন, বিদ্রোহ নিফলত, একি সবই গ্রন্থে ধরা দিয়েছে ? তার ইতিহাস বা কালচারের কতটাই বা গ্রন্থে মেলে । যুরোপে যে সেখানকার মানুষের নানাবিধ তত্ব এত বেশী করে গ্রন্থে ধরা দিয়েছে, তবু স্থর্বিপাকে যে-পথে এগিয়ে গেলাম সে পথের সন্ধান গ্রন্থে সেখানে নিজেদের আরও ভাল করে জানবার জন্তে মানুষের তো কিছুই নেই। মঠে আখড়ায় সাধু ভক্তদের কাছে আরও কত আগ্রহ ? সাধারণ লোকের গান, গল্প, নৃত্য,