পাতা:প্রবাসী (ত্রিংশ ভাগ, দ্বিতীয় খণ্ড).djvu/৭৮৬

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৬ষ্ঠ সংখ্যা ] মূৰ্ত্তির সহিত সিংহাসনারূঢ়া দেবীর, দণ্ডায়মান দেবীর, অথবা কাষ্ঠাসনে উপবিষ্ট। দেবীর বিশেষ কোন পার্থক্য নাই। সাধারণতঃ, এই সমস্ত দেবীর এক হাতে পদ্ম ও অপর হাতে পাশ থাকে। বিষ্ণুপ্রিয়। লক্ষ্মীর সহিত এই দেবীমূর্তগুলির যথেষ্ট সাদৃশ্য আছে । লক্ষ্মী সৌভাগ্যদেবী, পীতবর্ণ, পদ্মাসনে উপবিষ্ট । কখনও কখনও তিনি চতুর্হস্ত ; তখন তাহার দক্ষিণ দিকের একটা হাতে জপমালা এবং বাম দিকের একটা হাতে পাশ থাকে ; বরুণ ও শিবের হাতেও এই প্রহরণ দেখিতে পাওয়া যায়। গৌড়রাজ শশাঙ্কের (৬০০-৬২৫ খৃ: ) মুদ্রার শিব নন্দীর ( বৃষের”) উপরে হেলিয়া রহিয়াছেন, বামদিকের મિત્ર--- કૈી উপরিভাগে চন্দ্র, দক্ষিণে শ্ৰী শ, নিম্নে জয় ৷ লক্ষ্মী দেবী পদ্মোপরি উপবিষ্ট । উভয় পাশ্বে হস্তী জল ঢালিতেছে ; দক্ষিণ দিকে শ্ৰীশশাঙ্ক । তাম্রমুদ্রায় সাধারণতঃ দেখিতে পাওয়া যায় যে, হস্তিদ্বয় দেবীর মস্তকে জল-সেচন করিতেছে। ধৰ্ম্মাদিত্যের তাম্রমুদ্রায় এইরূপ চিত্র দেখিতে পাওয়া যায় ( A. S. R., 19o3-4. vol iii, pl x1, 7, 8, io, 1 1, 13 Novi ) ! সমুদ্রগুপ্তের তাম্রমুত্রার সহিত ইহাদের যথেষ্ট সাদৃশ্য আছে। কিছু দিন পূৰ্ব্বে ফরিদপুরে এই রকম একটা তাম্রমুদ্রা পাওয়া গিয়াছে। বসাড়ে ১৯১২ সালে কতকগুলি মূল পাওয়া গিয়াছিল ; তন্মধ্যে ডিম্বাকার একটা বৃহৎ ও চমৎকার মুদ্রা আছে। আয়তনে झेश २ “२°x २“” । हेशदङ लकौ cमबैौ छूझे?ी इखौब्र সম্মুখে একটা নীচু বেদীর উপর দাড়াইয়া আছেন, আর ঐ হস্তিদ্বয় তাহাদের শুণ্ডোপরিস্থ কলসী হইতে র্তাহার ” মস্তকে জল-সেচন করিতেছে। দেবীর বাম ভাগে একটী লক্ষী boፃፃ SS S SSAS SSAS SSAS SSAMAMMMMA AMMMMMMMA AATMAAA AAAAS AAAA S AAAAA AAAA AAAA AAA SAAAAAMAMAMMM বড় শস্থ । দক্ষিণ দিকেও কিছু আছে-কি.ঠিক নির্দেশ করা কঠিন। মুদ্রাট সম্ভবতঃ চতুর্থ কিংবা পঞ্চম-শতকের । মুদ্রার নিম্নদেশে দুই ছত্র এইরূপ অঙ্কিত আছে :– বিশালি নামকুণ্ডে কুমার। মাত্যাধিকরণ ( স্য । পূর্ববঙ্গের ত্রিপুরা জেলায় প্রাপ্ত একটা তাম্রমুদ্রায়দুইটী সহচরীর সহিত লক্ষ্মীর মূৰ্ত্তি আছে। মুদ্রাটর পরিধি চারি ইঞ্চি । সহচরীগণ গোলাকার পাত্র হইতে দেবীর মস্তকে জল-সেচন করিতেছে । বিপরীত দিকে একটা পদ্ম । তাম্ৰমুদ্রার ভাষা গুপ্ত রাঙ্গাদের শাসন-কালের । কনৌজের হিন্দু রাজগণ লক্ষ্মী মুদ্রা প্রচলিত করিয়াছিলেন । তাহদের অস্থকরণে স্বলতান মুহম্মদ বিন শাম লক্ষ্মীমুক্তি-অঙ্কিত মুদ্র প্রচলিত করিয়াছিলেন। হিন্দুস্থান ও মধ্য-ভারভে যে সমস্ত রাজপুত নরপতি রাজত্ব করিতেন তাহদের প্রচলিত মুদ্র। সাধারণতঃ স্বর্ণ ও রৌপ্য নিৰ্ম্মিত ছিল । গাঙ্গেয় দেব বিক্রমাদিত্য ( ১ • ১৫-১৭৪০ খু: ) যে মুদ্র প্রচলিত করেন তাহাতে লক্ষ্মী চতুর্হস্তবিশিষ্টারূপে অঙ্কিত আছেন। স্থাপত্যে লক্ষা আমাদের শাস্ত্রের উক্তি, বিষ্ণু জগভ্রাতা। বিষ্ণু নানাস্থানে নানা নামে পরিচিত। দক্ষিণভারতে শ্ৰীবিষ্ণুমূৰ্ত্তির পূজা মন্দিরগুলিতে নানাভাবে হইয়া থাকে। তাহার চারিটী বাঙ্ক, দুইটী চক্ষু ; মস্তকে কিরীট এবং বক্ষে শ্ৰীবৎস-চিহ্ন অঙ্কিত থাকে। উপরের হাত দুটতে শঙ্খ-চক্র এবং নীচের ছট হাতে গদা-পদ্ম। ঐবিষ্ণুর কণ্ঠে আজামুৰিলম্বিত বনমালা। ধনের অধিষ্ঠাত্রী দেবী লক্ষ্মী তাহার দক্ষিণ দিকে বিরাজিত থাকেন । দক্ষিণ-ভারতের মন্দিরগুলিতে শ্ৰীবিষ্ণুর নানামুৰ্ত্তি দেখিতে পাওয়া যায়। তন্মধ্যে একটা মূৰ্ত্তি বিশেষভাবে উল্লেখযোগ্য । অনন্ত-নাগের পৃষ্ঠোপরি শ্ৰীবিষ্ণু নিদ্রত, তাহার দক্ষিণ বাহ প্রসারিত এবং বাম বাহটী কিঞ্চিৎ উত্তোলিত । তাছার মেখলা নাভির নিম্নভাগের চতুদিক বেষ্টন করিয়া রহিয়াছে এবং তাঙ্গর কণ্ঠের বনমালা দক্ষিণ বাহ হইতে বিচুক্তি হইয়া পড়িয়াছে—