পাতা:প্রবাসী (ত্রিংশ ভাগ, দ্বিতীয় খণ্ড).djvu/৮০০

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

মহাত্মা গান্ধী ঐঅমিয়জীবন মুখোপাধ্যায় শতাব্দ ফিরিয়া যায় ভারতের ভাগ্যে কর হানি’ @ শতাবের পরে পলে পলে বাড়ি ওঠে লক্ষ লক্ষ জীবনের গ্লানি অবসাদ-ভরে । জর্জরিত হ’য়ে ওঠে চাহি কা’র জন্থগ্রহ-পানে - শত ব্যগ্র-আশা আপন নিষ্ফল রোযে গর্জি ওঠে তীব্র-অপমানে অস্তরের ভাষা | নীরবে মূৰ্ছিয় পড়ে বক্ষতলে ক্ষুধাক্লিষ্ট প্রাণ নিত্য-উপবাসে . বহির দহন-জালা—পিপাসায় কোটি-কণ্ঠ-গান রুদ্ধ হ’য়ে আসে । কোনরূপে অম্ভরালে রাখে ঢাকি গোপন-লজ্জা জীর্ণ বস্ত্রখানি ব্যাধির তাণ্ডব-বৃত্যে মৃত্যু-দূত নিয়ত জানায় আপনার বাণী । যেখায় জনম লভি হৃদয়ের ম্পন্দনে হর্ষ ওঠে ভূগি বিপুল আকাঙ্ক্ষা সদ-উর্দুসিত হয় ক্ষণে ক্ষণে , ம க - যার স্নেহ লাগি, যুগে যুগে পুণ্য পাপে যেখায় পবিত্ৰ হ’ল-দেহ অমৃতের স্বানে শাশ্বত আনন্দ লডি যেথা মুক্ত শাভিভরা গেহ चन्छ नiश् िचोदन- * আজি লেখা মানবের হিংস্র ক্রুর লুন্ধদৃষ্টি-তলে জাগে হাহাকার - শীর্ণ শুক গও বাছি বারি করি নামে অশ্রজলে শতদিকে শত-পাকে বাধে আজি কঠিন নিগড়ে

  • = স্বাধীন-আত্মায়— সঞ্চিত বৈভবরাশি হরি’ লয়ে যায় দুই করে

তস্করের প্রায় । ছুদিনের ঝঙ্কা-রণে ভারতের দ্বার হতে দ্বারে যাদের আহবান অপূৰ্ব্ব বারতা বহি চকিত করিল বারে বারে মনিস-পরাণ তুমি তাহাদেরি মাঝে ল’য়ে এক চিরন্তন-বাণী এলে ধীরে ধীরে পরিপূর্ণ-রূপে তাহ দ্বেষ দ্বন্দ্ব কিছু নাহি মানি শুনালে জাতিরে । সহস্ৰ-বঞ্চন যারা সহিয়াছে বর্ষ বর্ষ ধরি নত করি আখ ঘুণ্যতম অত্যাচারে তিলে তিলে উঠেছে শিহুরি নিস্তব্ধ নিৰ্ব্বাকৃ— তোমার ইঙ্গিত লভি আজি তারা উঠিয়াছে জাগি শোণিত- - ধমনী তরঙ্গি’ ওঠে রন্থে রন্থে তপ্ত জাল মাখি' উচ্ছসিত রোলে । তোমার পতাকাতলে আজি সবে মিলি দলে দলে ७क षङ्ग निण,-- মান্থব রবে না আজি মাছবের দাস কোনো ছলে । সবে উচ্চারিল । যেই সত্য অধিকার হে ভারত ! হারায়েছ কবে 鷺 • মুহূর্তের কুলে তাহারে ফিরায়ে আনি সম্ভানের গুন কোমী ললে