পাতা:প্রবাসী (ত্রিংশ ভাগ, দ্বিতীয় খণ্ড).djvu/৮৩০

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

মহামায়া স্ত্রীসীতা দেবী (st ) চায়ের সব ব্যবস্থা করিয়া ইন্দু ফিরিয়া আসিতেছিল। হলঘরে নিরঞ্জনকে দেখিয়া বলিল, “মেজদা, চায়ের জল এনেছে, তুমি যাও, আমি মায়াকে জিগগেষ করে আসি সে নীচে এসে খাবে, না উপরে পাঠিয়ে দিতে হবে।” 辑 নিরঞ্জন বলিলেন, "মায়া ত উপরে নেই, বাগানে বেড়াচ্ছে ।" ইন্দু ব্যস্ত হইয়া বলিল, “ওম একলা আবার কি কয়তে গেল ? যা ত মেয়ের শরীর, কখন কি হয় তার ঠিকানা নেই।” নিরঞ্জন বলিলেন, "একলা যায়নি, দেবকুমার তার সঙ্গে গিয়েছে ।” ইন্দু একটু ইতস্ততঃ করিয়া জিজ্ঞাসা করিল, “তা হ’লে ডাকব না ওদের এখন ?” নিরঞ্জন বলিলেন, “তা ডাক, একটু চ'-টা থেয়ে চাঙ্গী হয়ে নিক । দেবকুমার এখন যেন চলে না যায়, তাকে স্থপুরে এখানেই খেতে বোলে৷ ” ইন্দু বলিল, “আচ্ছ।" সে আস্তে আস্তে বাগানের দিকে চলিল। যাক, মায়ার জ্ঞানবুদ্ধি যে ফিরিয়া মাসিয়াছে, তাহার জন্য ঈশ্বরকে ধন্যবাদ। এখন মানে মানে ৰিবাহাটি হই আপদ চুকিয়া যায়, তাছা হইলেই प्रक 1-ਬਾਂ অন্ধখ, কখন কি যে হয় তাহার ঠিকান নাই । ৰাগানের মাঝামাঝি গিয়া সে মায়া এবং দেবকুমারের দেখা পাইল। তাহারা তখন বাড়ির দিকেই আসিতেছিল । ই দুকে দেখিয়া দেবকুমার জিজ্ঞাসা করিল, “কি পিসীম, *ামাদেরই খোজে আসছেন না-কি ?” মায়ার মুখ বিষণ্ণ, গম্ভীর, সে কোনো কথা বলিল না। ' ' ইন্দু বলিল, “হ্যা, চা খেতে ডাকতে ਬਿੰਬ , আর দেখ বাবা, তুমি ছপুরেও এখানে খাবে, মেজদ বিশেষ করে আমায় বলতে ব’লে দিলেন।" দেবকুমার বলিল, “আচ্ছ, তাহলে চা গেয়ে একবার শহর ঘুরে আসতে হবে, না হ’লে বাবা আবার বেশী ভাববেন । মায়ার খবরটাও ভঁাকে একটু দেওয়া উচিত।" মায়ার বিষন্নমুখে একটু যেন হাসির আভাস দেখা দিল । সে উপরে যাইবার সিড়ির কাছে দাড়াইয়া, দেবকুমারের দিকে চাহিয়৷ বলিল, “তুমি যাও ডাইনিং রুমে, আমি একটু হাতমুখ ধুয়ে আসছি।” মায়া উপরে উঠিয়া যাইতেই ইন্দু জিজ্ঞাসা করিল, “মায়ার সব কথা মনে পড়েছে ত বাবা ?” দেবকুমার বলিল, “হঁ্যা তা পড়েছে, তবে যতদিন অস্বস্থ ছিলেন, সে অবস্থায় কি বলেছেন, কি করেছেন, ভেবে বড় বেশী দুঃখ পাচ্ছেন।" हेन्नू थाझेदांब्र घ८ब्रव्र निळक याद्देtउ शाद्दे८ङ वलिल, “সব কথা ওকে না বললেই হ’ল।” দেবকুমার বলিল, “না শুনে যে ছাড়েন না, সেই ত হয়েছে মুস্কিল। যদি বলতে না চাই, তাহলে সত্যি যা ঘটেছে তার দশগুণ কল্পনা ক’রে নিয়ে আরও বেশী ঘাবড়ে যান ।” 繆 মায় উগরে গিয়া হাতমুখ ধুইয়া চুল বাধিয়া আবার নামিয়া আসিল ৷ হলে আসিয়া দেখিল একতলার একটা ঘর হইতে বাক্স, বিছানা প্রভৃতি বাহির করা হইতেছে। কাহার জিনিষ বুঝিতে না পারিয়া চাকরকে জিজ্ঞাসা করিল, “এ সব কার জিনিষ রে ?” চাকর বলিল, “সেই যে প্রভালবাবু ছিলেন, র্তায় ।” প্রভাসের কথা এতক্ষণ মায়া ভুলিয়াই গিয়াছিল । , ভাই ত, প্রভাষা ধে এখানে আছে, কিন্তু তাহাকে একবারও ষে দেখা গেল না ? একটু বিস্থিত হইয়াই সে